অনুরাগ (১৯৭২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুরাগ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশক্তি সামন্ত
প্রযোজকশক্তি সামন্ত
রচয়িতাব্রজেন্দ্র গৌর
চিত্রনাট্যকারমধুসূদন কেলালকর
বিনয় চট্টোপাধ্যায়
কাহিনিকারশক্তি সামন্ত
শ্রেষ্ঠাংশে
সুরকারশচীন দেববর্মণ
চিত্রগ্রাহকঅলোক দাসগুপ্ত
সম্পাদকবিজয় চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
শক্তি ফিল্মস
পরিবেশকইউনাইটেড প্রডিউসার্স
মুক্তিডিসেম্বর ১৯৭২
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹১.৮০ কোটি[১]

অনুরাগ শক্তি সামন্ত পরিচালিত ও প্রযোজিত ১৯৭২ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অশোক কুমার, বিনোদ মেহরা, নূতনমৌসুমী চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটি বক্স অফিসে সামগ্রিকভাবে মধ্যমমানের ব্যবসা করে, তবে বড় শহরগুলোতে খুব ভালো ব্যবসা করে।[১]

চলচ্চিত্রটি ২১তম ফিল্মফেয়ার পুরস্কারে ৫টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ২টি বিভাগে পুরস্কার লাভ করে।[২] চলচ্চিত্রটি পরবর্তীকালে তেলুগু ভাষায় অনুরাগালু (১৯৭৫) নামে পুনর্নির্মিত হয়, এতে শ্রীদেবী প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এ. ভীমসিংহ এটি মালয়ালম ভাষায় রাগম (১৯৭৫) নামে পুনর্নির্মাণ করেন। এছাড়া এটি তামিল ভাষায় নীল মলর্গল (১৯৭৯) ও কন্নড় ভাষায় চিরঞ্জীবী নামে পুনর্নির্মিত হয়।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২১তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র শক্তি ফিল্মস বিজয়ী [৩][৪]
বিশেষ পুরস্কার রাজেশ খান্না বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নূতন মনোনীত
শ্রেষ্ঠ কাহিনি শক্তি সামন্ত মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Box Office 1972"বক্স অফিস ইন্ডিয়া। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ 
  2. "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়া টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ 
  3. "The Filmfare Awards Nominations – 1973"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "The Filmfare Awards Winners – 1973"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]