মেমদিদি (১৯৬১)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

মেমদিদি
পোস্টার
পরিচালকহৃষিকেশ মুখোপাধ্যায়
প্রযোজকএল. বি. লাচমান
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
সুরকারসলিল চৌধুরী
চিত্রগ্রাহকজয়বন্ত পাঠারে
মুক্তি১৯৬১
দেশভারত
ভাষাহিন্দি

মেমদিদি একটি ১৯৬১ সালের হিন্দি চলচ্চিত্র যেটি এল.বি. লসমন নির্মিত এবং হৃষিকেশ মুখার্জি পরিচালিত। ছবিতে অভিনয় করেছেন ডেভিড, জয়ন্ত, ললিতা পাওয়ার, অসিত সেন এবং তনুজা। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সলিল চৌধুরীহৃষিকেশ মুখার্জি ১৯৮৩ সালে জয়ন্তের পুত্র আমজাদ খানকে নিয়ে জয়ন্তের পরিবর্তে এটির রিমেক আচ্ছা বুড়া পরিচালনা করেছিলেন।

কলাকুশলী[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

  1. "ম্যায় জানতি হুঁ" - লতা মঙ্গেশকর, মুকেশ
  2. "রাতো কো যব নিন্দ উড় আয়ে" - লতা মঙ্গেশকর
  3. "বেটা বাহ বাহ ওয়াও মেরে কান মাত খাও" - লতা মঙ্গেশকর
  4. "ভুলা দে জিন্দেগি কে গম" - লতা মঙ্গেশকর
  5. "বাচপান ও বাচপান প্যারে বাচপান" - লতা মঙ্গেশকর
  6. "হাম তো ঘর মে চুলহা ফুকে" - লতা মঙ্গেশকর, মহেন্দ্র কাপুর

তথ্যসূত্র[সম্পাদনা]

বহি সংযোগ[সম্পাদনা]