বিষয়বস্তুতে চলুন

নমক হারাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নমক হারাম
পোস্টার
পরিচালকহৃষিকেশ মুখার্জী
প্রযোজকজয়েন্দ্র পাণ্ড‍্য
রাজারাম সতীশ ওয়াগল
রচয়িতাগুলজার
ডি.এন. মুখার্জী
হৃষিকেশ মুখার্জী
শ্রেষ্ঠাংশেরাজেশ খান্না
অমিতাভ বচ্চন
সিমি গড়েওয়াল
রেখা
সুরকাররাহুল দেববর্মণ
চিত্রগ্রাহকজয়বন্ত পাঠারে
সম্পাদকদাস ধাইমেড
প্রযোজনা
কোম্পানি
মোহন স্টুডিওস
পরিবেশকআর.এস.জে. প্রোডাকশনস
আল্ট্রা ডিস্ট্রিবিউটরস
ওয়র্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট গ্রুপ
মুক্তি
  • ২৩ নভেম্বর ১৯৭৩ (1973-11-23)
স্থিতিকাল১৩৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

নমক হারাম (অনু.Traitor) হৃষিকেশ মুখার্জি পরিচালিত ১৯৭৩ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার নাট‍্য চলচ্চিত্র। সঙ্গীত আরডি বর্মন, চিত্রনাট্য গুলজার এবং গান লিখেছেন আনন্দ বক্সী। ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। এতে আরও অভিনয় করেছেন রেখা, আসরানী, রাজা মুরাদ, একে হঙ্গল, সিমি গারেওয়াল এবং ওম শিবপুরী। রাজেশ খান্না এই ছবির জন্য ১৯৭৪ সালে সেরা অভিনেতার (হিন্দি) জন্য তার তৃতীয় BFJA পুরস্কার পেয়েছিলেন এবং অমিতাভ বচ্চন ১৯৭৪ সালে সেরা পার্শ্ব অভিনেতার জন্য তার দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

এটি ছিল আনন্দের পর খান্না ও বচ্চন অভিনীত হৃষিকেশ মুখার্জির দ্বিতীয় ছবি। "দিয়ে জলতে হ্যায়", "নদিয়া সে দরিয়া" এবং "মেয় শায়ার বদনাম" হল এর সবচেয়ে স্মরণীয় সুর, যার সবই কিশোর কুমারের দারুণভাবে সুরারোপ করেছেন এবং রাজেশ খান্নার ঠোঁটে চিত্রিত হয়েছে। এবং কাকা, যে নামটিতে তাকে বন্ধু এবং ভক্তরা একইভাবে ডাকতেন, তার অর্থপূর্ণ অভিনয় এবং মুখভঙ্গী দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে হিট প্রমাণিত হয়েছিল এবং এটি ১৯৭৩ সালের ৫ম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। ছবিটি তামিল ভাষায় উনাক্কাগা নান নামে পুননির্মিত হয়েছিল।[] মুভিটির মূল প্লটটি ১৯৬৭ সালের তেলেগু মুভি প্রাণ মিথরুলুর উপ-পটভূমির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেটি নিজেই ১৯৬৪ সালের বেকেট মুভির কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।[]

পটভূমি

[সম্পাদনা]

গল্পটি দুই বন্ধু সোমু (রাজেশ খান্না) এবং ভিকি (অমিতাভ বচ্চন) কে কেন্দ্র করে। ভিকি তার কারখানার ইউনিয়ন নেতার দ্বারা অপমানিত হওয়ার প্রতিশোধ নিতে, সোমু এক শ্রমিক হিসাবে কারখানায় এবং পরে শ্রমিক সংঘের নেতা হিসাবে অনুপ্রবেশ করে। তবে, সোমু শ্রমিকদের দুর্দশার আন্দোলিত হয় এবং তাদের আদর্শ দ্বারা প্রভাবিত হয়, যা দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের দিকে নিয়ে যায়। এই গল্পটি ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বোম্বাইয়ের টেক্সটাইল মিল এবং মুদ্রাস্ফীতির পটভূমিতে শ্রমিক সংঘের উত্থানের দিকে মনোনিবেশ করে।

কুশীলব

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

সকল গানের গীতিকার Anand Bakshi; সকল গানের সুরকার রাহুল দেববর্মণ

গান
নং.শিরোনামনেপথ্যেদৈর্ঘ্য
১."সুনি রে সেজারিয়া"আশা ভোঁসলে এবং ঊষা মঙ্গেশকর২:৩৮
২."দিয়ে জ্বলতে হ্যায় ফুল খিলতে হ্যায়"কিশোর কুমার৩:৪০
৩."নদিয়া সে দরিয়া দরিয়া সে সাগর"কিশোর কুমার৪:১১
৪."ওহ ঝুটা হ্যায় ভোট না উস্কো দেনা"কিশোর কুমার৩:২৯
৫."ম্যায় শায়ের বদনাম"কিশোর কুমার৫:২১

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]

 "নদিয়া সে দরিয়া দরিয়া সে সাগর" গানটি ১৯৭৪ সালের বিনাকা গীতমালা বার্ষিক তালিকায় #১৮-তে তালিকাভুক্ত হয়েছিল।

বছর মনোনয়ন / কাজ পুরস্কার ফলাফল
1974 অমিতাভ বচ্চন ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেতা বিজয়ী
আসরানী Filmfare Best Comedian Award মনোনীত
গুলজার Filmfare Best Dialogue Award বিজয়ী
রাজেশ খান্না BFJA Awards for Best Actor (Hindi) বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The common man's film maker"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৬ 
  2. "Namak Haraam (1973) and Becket (1964)"। ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]