বিষয়বস্তুতে চলুন

আইসিসি নারী টি২০ বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ থেকে পুনর্নির্দেশিত)
আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০০৯, ইংল্যান্ড ইংল্যান্ড
শেষ টুর্নামেন্ট২০২৪,  সংযুক্ত আরব আমিরাত
পরবর্তী টুর্নামেন্ট২০২৬,  ইংল্যান্ড ওয়েলস
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন, নক-আউট
দলের সংখ্যা১২
বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড (১ম শিরোপা)
সর্বাধিক সফল অস্ট্রেলিয়া (৬টি শিরোপা)
সর্বাধিক রাননিউজিল্যান্ড সুজি বেটস (১২১৬ রান)[]
সর্বাধিক উইকেটঅস্ট্রেলিয়া মেগান শুট (৪৮টি উইকেট)[]
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
২০২৬ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ (পূর্বনাম:আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০) মহিলাদের টুয়েন্টি২০ ক্রিকেটের সবচেয়ে উচ্চতর ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ-এর পাশাপাশি সমান জনপ্রিয়। এ প্রতিযোগিতাটি পুরুষদের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সাথে মিল রেখে একই সময় অনুষ্ঠিত হয়। ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালনা করে। এটি প্রতি ২ বছর অন্তর অনুষ্ঠিত হয়। আইসিসি'র পূর্ণ সদস্যভূক্ত দল স্বয়ংক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে। বাকী দুইটি দলের অংশগ্রহণের জন্য তাদেরকে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়।

২০০৯ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্বাগতিক ইংল্যান্ড মহিলা দল প্রতিযোগিতার শিরোপা জয় করে। শুরুতে আইসিসি মহিলা টুয়েন্টি২০ র‌্যাঙ্কিং প্রথায় অবস্থানকারী শীর্ষ ছয়টি দল ও বাছাইপর্ব থেকে বাকী ২ দল খেলত। পরবর্তীকালে ২০১৪ সালের প্রতিযোগিতায় ১০টি দল অংশগ্রহণ করে। বর্তমান শিরোপাধারী দল হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

যোগ্যতা নির্ধারণ

[সম্পাদনা]

আইসিসি মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও বাছাইপর্ব প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করা হয়। ২০১৪ সাল পর্যন্ত শীর্ষ ছয়টি দল ও বাছাইপর্ব থেকে বাকী ২ দল অংশগ্রহণ করে। কিন্তু ২০১৪ সালের প্রতিযোগিতায় র‌্যাঙ্কিং প্রথায় ৮ দলের অবস্থান থেকে শীর্ষ ৬ দল, স্বাগতিক দল ও বাছাইপর্ব থেকে ৩ দল অংশ নেয়।

২০০৯, ২০১০ ও ২০১২

[সম্পাদনা]

২০০৯, ২০১০ ও ২০১২ সালের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে দলগুলোর মধ্যে নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ করা হয়:

ফলাফল পয়েন্ট
জয়২ পয়েন্ট
ফলাফল না হলে১ পয়েন্ট
পরাজয়০ পয়েন্ট

উভয় দলের ইনিংস শেষে রান সংখ্যা একই হলে টাই হবে। সেক্ষেত্রে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। সুপার ওভারেও টাই হলে ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এ ধারাটি প্রতিযোগিতার সকল ক্ষেত্রে প্রয়োগ করা হয়।

গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে দলগুলোর অবস্থান নিম্নবর্ণিত শর্তাবলীতে নির্ধারিত হবে: সর্বাধিক পয়েন্ট সংগ্রহ

  1. যদি সমান হয়, তাহলে সর্বাধিকসংখ্যক জয়
  2. যদি সমান হয়, সর্বোচ্চ নেট রান রেট
  3. যদি সমান হয়, সর্বনিম্ন বোলিং স্ট্রাইক রেট
  4. যদি সমান হয়, একে-অপরের বিরুদ্ধে ফলাফল।

ফলাফল

[সম্পাদনা]
সাল স্বাগতিক দেশ চূড়ান্ত খেলার মাঠ চূড়ান্ত খেলা
বিজয়ী ফলাফল রানার্স-আপ
২০০৯
সার-সংক্ষেপ
ইংল্যান্ড
ইংল্যান্ড
লর্ড’স, লন্ডন  ইংল্যান্ড
৮৬/৪ (১৭ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী  নিউজিল্যান্ড
৮৫ (১০ ওভার)
২০১০
সার-সংক্ষেপ
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ
কেনসিংটন ওভাল, বার্বাডোস  অস্ট্রেলিয়া
১০৬/৮ (২০ ওভার)
অস্ট্রেলিয়া ৩ রানে জয়ী  নিউজিল্যান্ড
১০৩/৬ (২০ ওভার)
২০১২
সার-সংক্ষেপ
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো  অস্ট্রেলিয়া
১৪২/৪ (২০ ওভার)
অস্ট্রেলিয়া ৪ রানে জয়ী
স্কোরকার্ড
 ইংল্যান্ড
১৩৮/৯ (২০ ওভার)
২০১৪
সার-সংক্ষেপ
বাংলাদেশ
বাংলাদেশ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা  অস্ট্রেলিয়া
১০৬/৪ (১৫.১ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
স্কোরকার্ড
 ইংল্যান্ড
১০৫/৮ (২০ ওভার)
২০১৬
সার-সংক্ষেপ
ভারত
ভারত
ইডেন গার্ডেন্স, কলকাতা  ওয়েস্ট ইন্ডিজ
১৪৯/২ (১৯.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী স্কোরকার্ড  অস্ট্রেলিয়া
১৪৮/৫ (২০ ওভার)
২০১৮
সার-সংক্ষেপ
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া  অস্ট্রেলিয়া
১০৬/২ (১৫.১ ওভার
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী  ইংল্যান্ড
১০৫ (১৯.৪ ওভার)
২০২০
সার-সংক্ষেপ
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন  অস্ট্রেলিয়া
১৮৪/৪ (২০ ওভার)
অস্ট্রেলিয়া ৮৫ রানে জয়ী  ভারত
৯৯ (১৯.১ ওভার)
২০২৩
সার-সংক্ষেপ
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন  অস্ট্রেলিয়া
১৫৬/৬ (২০ ওভার)
অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী  দক্ষিণ আফ্রিকা
১৩৭/৬ (২০ ওভার)
২০২৪
সার-সংক্ষেপ
 বাংলাদেশ
 ইউএই
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই  নিউজিল্যান্ড
১৫৮/৫ (২০ ওভার)
নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী  দক্ষিণ আফ্রিকা
১২৬/৯ (২০ ওভার)
২০২৬
সার-সংক্ষেপ
 ইংল্যান্ড
 ওয়েলস
লর্ডস, লন্ডন

দলীয় অবস্থান

[সম্পাদনা]
দল অংশগ্রহণ শুরু সর্বশেষ সেরা ফলাফল খেলা সংখ্যা জয় পরাজয় টাই ফলাফল হয়নি জয়%
 অস্ট্রেলিয়া ২০০৯২০২০চ্যাম্পিয়ন (২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০)৩৮২৯১(১)৭৭.৬৩%
 ইংল্যান্ড ২০০৯২০২০চ্যাম্পিয়ন (২০০৯)৩৩২৪১(০)৭৪.২৪%
 ওয়েস্ট ইন্ডিজ ২০০৯২০২০চ্যাম্পিয়ন (২০১৬)৩০১৮১২৬০.০০%
 নিউজিল্যান্ড ২০০৯২০২০রানার্স-আপ (২০০৯, ২০১০)৩২২২১০৬৮.৭৫%
 ভারত ২০০৯২০২০রানার্স-আপ (২০২০)৩১১৭১৪৫৪.৮৩%
 দক্ষিণ আফ্রিকা ২০০৯২০২০সেমি-ফাইনাল (২০১৪, ২০২০)২৭১১১৬৪০.৭৪%
 শ্রীলঙ্কা ২০০৯২০২০প্রথম রাউন্ড (২০০৯-'২০)২৭১৯২৯.৬২%
 পাকিস্তান ২০০৯২০২০প্রথম রাউন্ড (২০০৯-'২০)২৮২০২৫.৯২%
 বাংলাদেশ ২০১৪২০২০প্রথম রাউন্ড (২০১৪-'২০)১৭১৫১১.৭৬%
 আয়ারল্যান্ড ২০১৪২০১৮প্রথম রাউন্ড (২০১৪-'১৮)১৩১৩০.০০%
 থাইল্যান্ড ২০২০২০২০প্রথম রাউন্ড (২০২০)০.০০%

নতুন দলের আত্মপ্রকাশ

[সম্পাদনা]
বছর নতুন দল মোট
২০০৯  অস্ট্রেলিয়া,  ইংল্যান্ড,  ভারত,  নিউজিল্যান্ড,  পাকিস্তান,  দক্ষিণ আফ্রিকা,  শ্রীলঙ্কা,  ওয়েস্ট ইন্ডিজ
২০১০ কোনো নতুন দল অংশ নেয়নি
২০১২
২০১৪  বাংলাদেশ,  আয়ারল্যান্ড
২০১৬ কোনো নতুন দল অংশ নেয়নি
২০১৮
২০২০  থাইল্যান্ড
২০২৩ কোনো নতুন দল অংশ নেয়নি
২০২৪  স্কটল্যান্ড
২০২৬
মোট ১১

দলসমূহের পারফরম্যান্স

[সম্পাদনা]
নির্দেশিকা
  •  Q  — যোগ্যতা অর্জন করেছিল
আয়োজক→
দলসংখ্যা→
দল↓
২০০৯ ২০১০ ২০১২ ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২৩ ২০২৪ অংশ
ইংল্যান্ড ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা বাংলাদেশসংযুক্ত আরব আমিরাত
১০ ১০ ১০ ১০ ১০ ১০
 ইংল্যান্ডচ্যাম্পিয়নপ্রথম রাউন্ডরানার্স-আপসেমি-ফাইনালরানার্স-আপ সেমি-ফাইনালপ্রথম রাউন্ড
 অস্ট্রেলিয়াসেমি-ফাইনালচ্যাম্পিয়নরানার্স-আপচ্যাম্পিয়নসেমি-ফাইনাল
 নিউজিল্যান্ডরানার্স-আপসেমি-ফাইনালপ্রথম রাউন্ডসেমি-ফাইনালপ্রথম রাউন্ডচ্যাম্পিয়ন
 ভারতসেমি-ফাইনালপ্রথম রাউন্ডসেমি-ফাইনালরানার্স-আপসেমি-ফাইনালপ্রথম রাউন্ড
 শ্রীলঙ্কাপ্রথম রাউন্ড
 দক্ষিণ আফ্রিকাপ্রথম রাউন্ডসেমি-ফাইনালপ্রথম রাউন্ডসেমি-ফাইনালরানার্স-আপ
 পাকিস্তানপ্রথম রাউন্ড
 ওয়েস্ট ইন্ডিজপ্রথম রাউন্ডসেমি-ফাইনালচ্যাম্পিয়নসেমি-ফাইনালপ্রথম রাউন্ডসেমি-ফাইনাল
 বাংলাদেশঅংশ নেয়নিপ্রথম রাউন্ড
 আয়ারল্যান্ডপ্রথম রাউন্ডযোগ্যতা অর্জনে ব্যর্থপ্রথম রাউন্ডযোগ্যতা অর্জনে ব্যর্থ
 থাইল্যান্ডযোগ্যতা অর্জনে ব্যর্থপ্রথম রাউন্ডযোগ্যতা অর্জনে ব্যর্থ
 স্কটল্যান্ডঅংশ নেয়নিযোগ্যতা অর্জনে ব্যর্থপ্রথম রাউন্ড

পুরস্কার

[সম্পাদনা]

আসরের সেরা খেলোয়াড়

[সম্পাদনা]
বছর সেরা খেলোয়াড় বর্ণনা
২০০৯ ইংল্যান্ড ক্লেয়ার টেলর ১৯৯ রান
২০১০ নিউজিল্যান্ড নিকোলা ব্রাউন ৯ উইকেট
২০১২ ইংল্যান্ড শার্লত এডওয়ার্ডস ১৭২ রান
২০১৪ ইংল্যান্ড অ্যানিয়া শ্রাবসোল ১৩ উইকেট
২০১৬ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ স্ট্যাফনি টেলর ২৪৬ রান, ৮ উইকেট
২০১৮ অস্ট্রেলিয়া এলিশা হিলি ২২৫ রান
২০২০ অস্ট্রেলিয়া বেথ মুনি ২৫৯ রান
২০২৩ অস্ট্রেলিয়া অ্যাশলি গার্ডনার ১১০ রান, ১০ উইকেট

ফাইনালের সেরা খেলোয়াড়

[সম্পাদনা]
বছর খেলোয়াড় বর্ণনা
২০০৯ ইংল্যান্ড ক্যাথারিন ব্রুন্ট ৩ উইকেট
২০১০ অস্ট্রেলিয়া এলিসি পেরি ৩ উইকেট
২০১২ অস্ট্রেলিয়া জেস ক্যামেরন ৪৫ রান
২০১৪ অস্ট্রেলিয়া সারাহ কোয়েট ৩ উইকেট
২০১৬ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ হেইলি ম্যাথিউজ ৬৬ রান, ১ উইকেট
২০১৮ অস্ট্রেলিয়া অ্যাশলি গার্ডনার ৩৩ রান, ৩ উইকেট
২০২০ অস্ট্রেলিয়া এলিশা হিলি ৭৫ রান, ১ ক্যাচ
২০২৩ অস্ট্রেলিয়া বেথ মুনি ৭৪ রান

পরিসংখ্যান

[সম্পাদনা]

আয়োজক দলের ফলাফল

[সম্পাদনা]
বছর আয়োজক দেশ অবস্থান
২০০৯  ইংল্যান্ড চ্যাম্পিয়ন
২০১০  ওয়েস্ট ইন্ডিজ সেমি-ফাইনাল
২০১২  শ্রীলঙ্কা রাউন্ড ১
২০১৪  বাংলাদেশ রাউন্ড ১
২০১৬  ভারত রাউন্ড ১
২০১৮  ওয়েস্ট ইন্ডিজ সেমি-ফাইনাল
২০২০  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
২০২৩  দক্ষিণ আফ্রিকা রানার্স-আপ
২০২৪  বাংলাদেশ রাউন্ড ১
২০২৬  ইংল্যান্ড

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স দলের ফলাফল

[সম্পাদনা]
বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অবস্থান
২০১০  ইংল্যান্ড রাউন্ড ১
২০১৩  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
২০১৪  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
২০১৬  অস্ট্রেলিয়া রানার্স-আপ
২০১৮  ওয়েস্ট ইন্ডিজ সেমি-ফাইনাল
২০২০  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
২০২৩  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন
২০২৪  অস্ট্রেলিয়া সেমি-ফাইনাল
২০২৬  নিউজিল্যান্ড

একক ইনিংসে সর্বোচ্চ রান

[সম্পাদনা]
রান ব্যাটিং দল প্রতিপক্ষ স্থান তারিখ স্কোরকার্ড
১৯৫/৩ (২০)  দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ডমানুকা ওভাল, ক্যানবেরা, অস্ট্রেলিয়া২৮ ফেব্রুয়ারি ২০২০ স্কোরকার্ড
১৯৪/৫ (২০)  ভারত নিউজিল্যান্ডপ্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স, গায়ানা৯ নভেম্বর ২০১৮ স্কোরকার্ড
১৯১/৪ (২০)  অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট, বাংলাদেশ২৭ মার্চ ২০১৪ স্কোরকার্ড
১ মার্চ ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ICC Women's T20 World Cup Cricket Team Records & Stats | ESPNcricinfo.com"Cricinfo। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০
  2. "ICC Women's T20 World Cup Cricket Team Records & Stats | ESPNcricinfo.com"Cricinfo। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০
  3. "RECORDS / ICC WOMEN'S T20 WORLD CUP / HIGHEST TOTALS"Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]