২০২২ আইসিসি টি২০ বিশ্বকাপ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | ![]() |
অংশগ্রহণকারী | ১৬[১] |
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।নভেম্বর ২০২০) ( |
২০২২ আইসিসি টি২০ বিশ্বকাপ হচ্ছে আইসিসি কর্তৃক আয়োজিত বিশ্ব টোয়েন্টি ২০ ক্রিকেট প্রতিযোগিতার জন্য নির্ধারিত ৮ম আসর, বর্তমানে এটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বলে পরিকল্পনা করা হয়েছে।[২] ২০১৮ সালের এপ্রিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে যে, প্রতিযোগিতাটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে স্থানান্তরিত করা হয়।[৩] এটি ছিল ১ জানুয়ারী ২০১৯ সালে, আইসিসির পরে ক্রিকেট সদস্যদের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণ আন্তর্জাতিক মর্যাদা পাওয়া একটি প্রতিযোগিতা।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ICC converts 2021 Champions Trophy in India into World T20"। Times of India। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮।
- ↑ "ICC scraps 50-over Champions Trophy, India to host 2021 edition as World T20"। First Post। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮।
- ↑ "Back-to-back World T20s to replace Champions Trophy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮।
- ↑ "All T20I matches to get international status"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮।