মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরন৫০-ওভার
প্রথম টুর্নামেন্ট২০০৩
দলের সংখ্যা১৫ (সর্বমোট)
১০ (সাম্প্রতিককালে সর্বাধিক)
বর্তমান চ্যাম্পিয়ন ভারত (২০১৭)
সর্বাধিক সফল আয়ারল্যান্ড
 পাকিস্তান
 ওয়েস্ট ইন্ডিজ
 ভারত (প্রত্যেকেই ১বার)

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব হলো একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। এর মাধ্যমে মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

১৯৭৩ সালে প্রথমবারের মতো মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং প্রথম সাতটি আসরে অংশগ্রহণকারী দলসমূহকে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিল (আইডব্লিউসিসি) কর্তৃক সুপারিশক্রমে আমন্ত্রণ আকারে নির্ধারণ করা হয়েছিল।[১] ২০০৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০০৩ সালে প্রথম বাছাইপর্ব প্রতিযোগিতার আয়োজন করা হয়। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় আয়ারল্যান্ড শিরোপা জয় করে।[২] এরপর ধারাবাহিকভাবে আরও তিনটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় পাকিস্তান২০১১ সালে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয়।[৩][৪] সর্বশেষ ২০১৭ সালের প্রতিযোগিতাটি ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[৫] এতে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।[৩][৪]

উদ্বোধনী আসর আইডব্লিউসিসি’র ব্যবস্থাপনায় আইডব্লিউসিসি ট্রফি নামে পরিচিত ছিল। তবে, আইডব্লিউসিসি ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে একীভূত হয় ও অন্য সকল আসর শুধুই বিশ্বকাপ বাছাইপর্ব নামে পরিচিত হতে থাকে। দল সংখ্যা ও বাছাইপর্বের স্থান নির্ধারণ প্রক্রিয়া প্রত্যেক প্রতিযোগিতাতেই ভিন্ন হয়েছে। ২০০৩ সালে দুইটি স্থান নির্ধারণী খেলার জন্য ছয় দল ও পরবর্তী ২০০৮ সালের আসরে আট দলকে ঐ দুইটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়েছে। ২০১১ সালের আসরে দশ দলকে তিনটি স্থানের জন্য ও ২০১৭ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দশ দলকে চারটি স্থানের জন্য অবতীর্ণ হতে হয়েছে।[৬]

ফলাফল[সম্পাদনা]

সাল স্বাগতিক চূড়ান্ত খেলার মাঠ চূড়ান্ত খেলা
বিজয়ী ফলাফল রানার-আপ
২০০৩  নেদারল্যান্ডস চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়নি  আয়ারল্যান্ড
১০ পয়েন্ট
আয়ারল্যান্ড পয়েন্টে বিজয়ী
টেবিল
 ওয়েস্ট ইন্ডিজ
৮ পয়েন্ট
২০০৮  দক্ষিণ আফ্রিকা স্টেলেনবস  দক্ষিণ আফ্রিকা
৬১ (২৪.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
 পাকিস্তান
৬২/২ (১৩.৪ ওভার)
২০১১  বাংলাদেশ ঢাকা  ওয়েস্ট ইন্ডিজ
২৫০/৫ (৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানে বিজয়ী
স্কোরকার্ড
 পাকিস্তান
১২০ (৩৭.৩ ওভার)
২০১৭  শ্রীলঙ্কা কলম্বো  ভারত
২৪৫/৯ (৫০ ওভার)
ভারত ১ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
 দক্ষিণ আফ্রিকা
২৪৪ (৪৯.৪ ওভার)

দলীয় সাফল্য[সম্পাদনা]

নির্দেশিকা
  • ১ম – চ্যাম্পিয়ন
  • ২য় – রানার্স-আপ
  • ৩য় – তৃতীয় স্থান
  • উ – উত্তীর্ণ
  • × – অংশগ্রহণ করেনি, ইতোমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা লাভ করেছে
  •     — স্বাগতিক
  • নির্দিষ্ট বছরের বিশ্বকাপের জন্য যোগ্যতা লাভকারী দলকে নিচে দাগ দিয়ে দেখানো হয়েছে
দল নেদারল্যান্ডস
২০০৩
দক্ষিণ আফ্রিকা
২০০৮
বাংলাদেশ
২০১১
শ্রীলঙ্কা
২০১৭
জিম্বাবুয়ে
২০২১
সর্বমোট
 বাংলাদেশ ৫ম
 বারমুডা ৮ম
 ভারত × × × ১ম
 আয়ারল্যান্ড ১ম ৩য় ৬ষ্ঠ
 জাপান ৬ষ্ঠ ৯ম
 নেদারল্যান্ডস ৩য় ৪র্থ ৭ম
 পাকিস্তান ৪র্থ ২য় ২য় ৪র্থ
 পাপুয়া নিউগিনি ৭ম
 স্কটল্যান্ড ৫ম ৬ষ্ঠ
 দক্ষিণ আফ্রিকা × ১ম ৪র্থ ২য়
 শ্রীলঙ্কা × × ৩য় ৩য়
 থাইল্যান্ড
 মার্কিন যুক্তরাষ্ট্র ৮ম
 ওয়েস্ট ইন্ডিজ ২য় × ১ম ×
 জিম্বাবুয়ে ৫ম ১০ম

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. International Women's Cricket Council (IWCC): Fifteenth Meeting – Women's Cricket History. Retrieved 3 October 2015.
  2. International Women's Cricket Council Trophy 2003 – CricketArchive. Retrieved 8 December 2015.
  3. ICC Women's World Cup Qualifying Series 2007/08 – CricketArchive. Retrieved 8 December 2015.
  4. ICC Women's World Cup Qualifying Series 2011/12 – CricketArchive. Retrieved 8 December 2015.
  5. "Colombo to host ICC Women’s World Cup Qualifier 2017" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ নভেম্বর ২০১৬ তারিখে, International Cricket Council, 30 October 2016. Retrieved 30 October 2016.
  6. "World Cup 2017: Women's Championship will form qualifying"BBC Sport। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৫