২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল
প্রতিযোগিতা | ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী | |||||||||
তারিখ | ১৪ নভেম্বর ২০২১ | ||||||||
মাঠ | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই | ||||||||
ম্যাচসেরা | মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) | ||||||||
আম্পায়ার | মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা; মাঠের আম্পায়ার) রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড; মাঠের আম্পায়ার) নিতিন মেনন (ভারত; টেলিভিশন আম্পায়ার) কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা; রিজার্ভ আম্পায়ার) | ||||||||
← ২০১৬ ২০২২ → |
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল ছিল একটি দিবারাত্রির টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেটি ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারণের লক্ষ্যে ২০২১ সালের ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ অবস্থিত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল।[১] ম্যাচটি খেলা হয়েছিল এর পূর্বে কোনওদিন পুরুষ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়া দুই দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।[২] অস্ট্রেলিয়া ম্যাচটিতে ৮ উইকেটে জয়ী হয় ও তাদের প্রথম পুরুষ টি২০ বিশ্বকাপ শিরোপা লাভ করে।[৩]
ফাইনালের পথ
[সম্পাদনা]অস্ট্রেলিয়া[৪] | পর্ব | নিউজিল্যান্ড[৪] | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ | ফল | সুপার ১২ | প্রতিপক্ষ | ফল | ||||||||||||||||||||||||||||||||||||
দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী | ম্যাচ ১ | পাকিস্তান | পাকিস্তান ৫ উইকেটে জয়ী | ||||||||||||||||||||||||||||||||||||
শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী | ম্যাচ ২ | ভারত | নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী | ||||||||||||||||||||||||||||||||||||
ইংল্যান্ড | ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী | ম্যাচ ৩ | স্কটল্যান্ড | নিউজিল্যান্ড ১৬ রানে জয়ী | ||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশ | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী | ম্যাচ ৪ | নামিবিয়া | নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী | ||||||||||||||||||||||||||||||||||||
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী | ম্যাচ ৫ | আফগানিস্তান | নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী | ||||||||||||||||||||||||||||||||||||
সুপার ১২ গ্রুপ ১-এ ২য় স্থান
|
গ্রুপে সর্বশেষ অবস্থান | সুপার ১২ গ্রুপ ২-এ ২য় স্থান
| ||||||||||||||||||||||||||||||||||||||
সেমিফাইনাল ২ | নকআউট | সেমিফাইনাল ১ | ||||||||||||||||||||||||||||||||||||||
প্রতিপক্ষ | ফল | প্রতিপক্ষ | ফল | |||||||||||||||||||||||||||||||||||||
পাকিস্তান | অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী | ইংল্যান্ড | নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী |
ম্যাচের বিবরণ
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা
[সম্পাদনা]- মাঠের আম্পায়ার: মারে এরাসমাস ও রিচার্ড কেটলবরা
- টেলিভিশন আম্পায়ার: নিতিন মেনন
- ম্যাচ রেফারি: রঞ্জন মদুগাল্লে
- রিজার্ভ আম্পায়ার: কুমার ধর্মসেনা
উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
স্কোরকার্ড
[সম্পাদনা]- ১ম ইনিংস
নিউজিল্যান্ড ব্যাটিং[৫] | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
মার্টিন গাপটিল | ক মার্কাস স্টইনিস বো অ্যাডাম জাম্পা | ২৮ | ৩৫ | ৩ | ০ | ৮০.০০ | |
ড্যারিল মিচেল | ক ম্যাথু ওয়েড বো জশ হ্যাজলউড | ১১ | ৮ | ০ | ১ | ১৩৭.৫০ | |
কেন উইলিয়ামসন | ক স্টিভেন স্মিথ বো জশ হ্যাজলউড | ৮৫ | ৪৮ | ১০ | ৩ | ১৭৭.০৮ | |
গ্লেন ফিলিপস | ক গ্লেন ম্যাক্সওয়েল বো জশ হ্যাজলউড | ১৮ | ১৭ | ১ | ১ | ১০৫.৮৮ | |
জেমস নিশাম | অপরাজিত | ১৩ | ৭ | ০ | ১ | ১৮৫.৭১ | |
টিম সাইফার্ট | অপরাজিত | ৮ | ৬ | ১ | ০ | ১৩৩.৩৩ | |
মিচেল স্যান্টনার | ব্যাট করেননি | ||||||
টিম সাউদি | ব্যাট করেননি | ||||||
অ্যাডাম মিলনা | ব্যাট করেননি | ||||||
ট্রেন্ট বোল্ট | ব্যাট করেননি | ||||||
ইশ সোধি | ব্যাট করেননি | ||||||
অতিরিক্ত | (বাই ১, লেগ বাই ৩, নো বল ১, ওয়াইড ৪) | ৯ | |||||
মোট | (৪ উইকেট; ২০ ওভার) | ১৭২ | ১৫ | ৬ |
উইকেট পতন: ১/২৮ (ড্যারিল মিচেল, ৩.৫ ওভার), ২/৭৬ (মার্টিন গাপটিল, ১১.১ ওভার), ৩/১৪৪ (গ্লেন ফিলিপস, ১৭.২ ওভার), ৪/১৪৮ (কেন উইলিয়ামসন, ১৭.৫ ওভার)
অস্ট্রেলিয়া বোলিং[৫] | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
মিচেল স্টার্ক | ৪ | ০ | ৬০ | ০ | ১৫.০০ | |
জশ হ্যাজলউড | ৪ | ০ | ১৬ | ৩ | ৪.০০ | |
গ্লেন ম্যাক্সওয়েল | ৩ | ০ | ২৮ | ০ | ৯.৩৩ | |
প্যাট কামিনস | ৪ | ০ | ২৭ | ০ | ৬.৭৫ | |
অ্যাডাম জাম্পা | ৪ | ০ | ২৬ | ১ | ৬.৫০ | |
মিচেল মার্শ | ১ | ০ | ১১ | ০ | ১১.০০ |
- ২য় ইনিংস
অস্ট্রেলিয়া ব্যাটিং[৫] | |||||||
---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | অবস্থা | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট | |
ডেভিড ওয়ার্নার | বো ট্রেন্ট বোল্ট | ৫৩ | ৩৮ | ৪ | ৩ | ১৩৯.৪৭ | |
অ্যারন ফিঞ্চ | ক ড্যারিল মিচেল বো ট্রেন্ট বোল্ট | ৫ | ৭ | ১ | ০ | ৭১.৪২ | |
মিচেল মার্শ | অপরাজিত | ৭৭ | ৫০ | ৬ | ৪ | ১৫৪.০০ | |
গ্লেন ম্যাক্সওয়েল | অপরাজিত | ২৮ | ১৮ | ৪ | ১ | ১৫৫.৫৫ | |
স্টিভেন স্মিথ | ব্যাট করেননি | ||||||
মার্কাস স্টইনিস | ব্যাট করেননি | ||||||
ম্যাথু ওয়েড | ব্যাট করেননি | ||||||
প্যাট কামিনস | ব্যাট করেননি | ||||||
মিচেল স্টার্ক | ব্যাট করেননি | ||||||
অ্যাডাম জাম্পা | ব্যাট করেননি | ||||||
জশ হ্যাজলউড | ব্যাট করেননি | ||||||
অতিরিক্ত | (লেগ বাই ৪, ওয়াইড ৬) | ১০ | |||||
মোট | (২ উইকেট; ১৮.৫ ওভার) | ১৭৩ | ১৫ | ৮ |
উইকেট পতন: ১/১৫ (অ্যারন ফিঞ্চ, ২.৩ ওভার), ২/১০৭ (ডেভিড ওয়ার্নার, ১২.২ ওভার)
নিউজিল্যান্ড বোলিং[৫] | ||||||
---|---|---|---|---|---|---|
বোলার | ওভার | মেডেন | রান | উইকেট | ইকোনমি | |
ট্রেন্ট বোল্ট | ৪ | ০ | ১৮ | ২ | ৪.৫০ | |
টিম সাউদি | ৩.৫ | ০ | ৪৩ | ০ | ১১.২১ | |
অ্যাডাম মিলনা | ৪ | ০ | ৩০ | ০ | ৭.৫০ | |
ইশ সোধি | ৩ | ০ | ৪০ | ০ | ১৩.৩৩ | |
মিচেল স্যান্টনার | ৩ | ০ | ২৩ | ০ | ৭.৬৬ | |
জেমস নিশাম | ১ | ০ | ১৫ | ০ | ১৫.০০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ICC Men's T20 World Cup 2021 schedule announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- ↑ "New Zealand v Australia by the numbers: Who holds the edge?"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- ↑ "Marsh and Warner take Australia to T20 World Cup glory"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।
- ↑ ক খ "T20 World Cup Finalists confirmed: Meet the two teams"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- ↑ ক খ গ ঘ "Final: Final, ICC Men's T20 World Cup at Dubai, Nov 14 2021"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।