বিষয়বস্তুতে চলুন

ডেভিড জে. থাউলেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(David Thouless থেকে পুনর্নির্দেশিত)
ডেভিড জেমস থাউলেস
জন্ম(১৯৩৪-০৯-২১)২১ সেপ্টেম্বর ১৯৩৪
মৃত্যু৬ এপ্রিল ২০১৯(2019-04-06) (বয়স ৮৪)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
কর্নেল বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণকস্টারলিৎজ-থাউলেস ট্রানজিশন
থাউলেস শক্তি
টপোগাণিতিক কোয়ান্টাম সংখ্যা
পুরস্কারম্যাক্সওয়েল পদক ও পুরস্কার (১৯৭৩)
লারস অনস্যাজার পুরস্কার (২০০০)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০১৬)[]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রঘনপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাহান্স বেটে

ডেভিড জেমস থাউলেস এফআরএস (ইংরেজি: David J. Thouless; ২১ সেপ্টেম্বর ১৯৩৪ – ৬ এপ্রিল ২০১৯) স্কটল্যান্ডের বিয়ার্সডেন এলাকায় জন্মগ্রহণকারী ঘনীভূতবিষয়ক ব্রিটিশ পদার্থবিদ ছিলেন। ইতোমধ্যেই তিনি ওল্ফ পুরস্কারসহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী

কর্মজীবন

[সম্পাদনা]

হান্স বেটের অধীনে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন ডেভিড থাউলেস।[] যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে গাণিতিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। এরপর ১৯৮০ সালে সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। থাউলেস অনেক তাত্ত্বিক বিষয়ে অবদান রেখেছেন। তন্মধ্যে, পরমাণু ও ইলেকট্রন এবং নিউক্লিয়নসমূহের বর্ধিত প্রক্রিয়া অনুধাবন অন্যতম। তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অতিপরিবাহিতা ফেনোমেনা, পারমাণবিক পদার্থের বৈশিষ্ট্যাবলী ও নিউক্লেইয়ের মধ্যে সমষ্টিগত গতিশীলতা।

সম্মাননা

[সম্পাদনা]

রয়েল সোসাইটির ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো, আর্টস অ্যান্ড সায়েন্সেস আমেরিকান অ্যাকাডেমির ফেলো এবং যুক্তরাষ্ট্র জাতীয় বিজ্ঞান একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯০ সালে পদার্থবিজ্ঞানে ওল্ফ পুরস্কার, ১৯৯৩ সালে ফিজিকস ইনস্টিটিউটের পল ডিরাক পদক এবং ২০০০ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির লার্স অনস্যাজার পুরস্কার অন্যতম। ২০১৬ সালে এফ. ডানকান এম. হল্ডেনজে. মাইকেল কস্টারলিৎজের সাথে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।[][]

মৃত্যু

[সম্পাদনা]

ডেভিড থাউলেস ২০১৯ সালের ৬ এপ্রিল ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Devlin, Hannah; Sample, Ian (২০১৬-১০-০৪)। "British trio win Nobel prize in physics 2016 for work on exotic states of matter – live"the Guardian। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৪ 
  2. ‘THOULESS, Prof. David James’, Who's Who 2016, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2016
  3. The international who's who 1991-92
  4. The Nobel Prize in Physics 2016
  5. "Professor David Thouless 1934–2019"। Trinity Hall, Cambridge। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]