ডানকান হল্ডেইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডানকান হল্ডেন থেকে পুনর্নির্দেশিত)
এফ. ডানকান হল্ডেইন
জন্ম (1951-09-14) সেপ্টেম্বর ১৪, ১৯৫১ (বয়স ৭২)[১]
মাতৃশিক্ষায়তনক্রাইস্টস কলেজ, কেমব্রিজ
পরিচিতির কারণআংশিক কোয়ান্টাম হল ক্রিয়ার হল্ডেইন ছদ্মবিভব
পুরস্কারঅলিভার ই. বাকলি কন্ডেন্সড মেটার পুরস্কার (১৯৯৩)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০১৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকন্ডেন্সড মেটার থিওরি
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
বেল ল্যাবরেটরিজ
ওয়েবসাইটphysics.princeton.edu/~haldane/

ফ্রেডরিক ডানকান মাইকেল হল্ডেইন এফআরএস (ইংরেজি: Duncan Haldane; জন্ম: ১৪ সেপ্টেম্বর, ১৯৫১) লন্ডনে জন্মগ্রহণকারী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ইউজিন হিগিন্‌স অধ্যাপক এবং পেরিমিটার ইনস্টিটিউট ফর থিওরেটিকাল ফিজিক্সের বিশেষ বহিরাগত গবেষণা অধ্যাপক (ভিজিটিং রিসার্চ চেয়ার)।[২] ২০১৬ সালে তিনি ডেভিড জে. থাউলেস এবং জন মাইকেল কস্টারলিৎজের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[৩]

তিনি লন্ডনের সেন্ট পলস স্কুল এবং কেমব্রিজের ক্রাইস্টস কলেজে লেখাপড়া করেছেন।[৪] কন্ডেন্সড মেটার ফিজিক্সে মৌলিক অবদানের জন্য তিনি পরিচিত। এর মধ্যে রয়েছে লুটিনগার তরল তত্ব, একমাত্রিক স্পিন মডেল তত্ত্ব, আংশিক কোয়ান্টাম হল ক্রিয়া তত্ত্ব, ইত্যাদি। তার লাভ করা পুরস্কারের মধ্যে রয়েছে রয়েল সোসাইটির ফেলোশিপ, আমেরিকান একাডেমি অব আর্টস এন্ড সায়েন্সের ফেলোশিপ, আমেরিকান ফিজিকাল সোসাইটির ফেলোশিপ, যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্সের ফেলোশিপ, আমেরিকান এসোসিয়েশন ফর দি এডভান্সমেন্ট অব সায়েন্সের ফেলোশিপ। তিনি ১৯৯৩ সালে আমেরিকান ফিজিকাল সোসাইটির অলিভার ই. বাকলি পুরস্কার পান। ১৯৮৪-৮৮ সালে তিনি আলফ্রেড পি স্লোন ফাউন্ডেশনের সভ্য ছিলেন। ২০০৮ সালে তিনি লরেন্টজ চেয়ার হন। ২০১২ সালে তিনি ডিরাক পদক লাভ করেন।[৫] ২০১৬ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Array of contemporary American physicists"। American Physical Society। ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১২ 
  2. "PERIMETER WELCOMES NEW DISTINGUISHED VISITING RESEARCH CHAIRS | Perimeter Institute"www.perimeterinstitute.ca। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৪ 
  3. Devlin, Hannah; Sample, Ian (২০১৬-১০-০৪)। "British trio win Nobel prize in physics 2016 for work on exotic states of matter – live"the Guardian। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৪ 
  4. ‘HALDANE, Prof. (Frederick) Duncan (Michael)’, Who's Who 2016, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2016
  5. "F. Duncan M. Haldane"Princeton University। ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১১ 

আরও দেখুন[সম্পাদনা]