হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা InternetArchiveBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:১১, ১৪ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো
জন্ম (1939-10-07) ৭ অক্টোবর ১৯৩৯ (বয়স ৮৪)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনশেফিল্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণবাকমিনিস্টারফুলারিন
দাম্পত্য সঙ্গীMargaret Henrietta Hunter (m. 1963; 2 children)
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৯৬
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
ডক্টরেট শিক্ষার্থীJonathan Hare, Wen-Kuang Hsu, Mauricio Terrones
স্বাক্ষর

হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৯৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বর্তমানে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তিনি তার কর্মজীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন সাসেক্স বিশ্ববিদ্যালয় এ।

জীবনী

তিনি শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে বিএসসি এবং ১৯৬৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৭ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৫ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০০২-২০০৪ সাল পর্যন্ত রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

  1. "Harold Kroto claims to have four "religions": humanism, atheism, amnesty-internationalism and humourism."[১]

বহিঃসংযোগ

টেমপ্লেট:Copley Medallists 2001-2050