সুশীল কুমার দে (বিপ্লবী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুশীল কুমার দে ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের নায়ক সূর্য সেনের সর্বকনিষ্ঠ অনুসারী। ১৯২৩ সালে তিনি একটি বিপ্লবী দলে যোগ দেন। ১৯২৮ সালে তিনি একটি শুটিং মামলায় গ্রেপ্তার হন কিন্তু সাত মাস পর মুক্তি পান। তিনি ১৯৩০ সালের ১৮ এপ্রিল নাঙ্গাল কোট স্টেশনে রেললাইনে মাছের প্লেট অপসারণ এবং টেলিগ্রাফের তার কাটাতে এবং ১৯৩৩ সালের ৩০ অক্টোবর ইউরোপীয় ক্লাব রেইডে অংশ নিয়েছিলেন। কানুনগোপাড়ার একটি বাড়ি থেকে তাকে রাইফেলের আঘাতে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। ওই বাড়িতে অস্ত্রও পাওয়া গেছে। তিনি কিছু সময়ের জন্য আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি মোট ৯ বছরেরও বেশি কারাদণ্ড এবং দুই বছরেরও বেশি সময় ধরে আন্ডারগ্রাউন্ড পিরিয়ড ভোগ করেছিলেন। সুশীল ছিলেন শরৎচন্দ্র দে'র পুত্র।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8 
  3. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?1493