সরোজ কুমার বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরোজ কুমার বসু, ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিযুগের বাঙালি বিপ্লবী। ১৯৩৩ সালের ২৯ অক্টোবর হিলি অ্যাকশনে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীকালে এটি দশ বছরের সশ্রম কারাদণ্ডে রূপান্তরিত হয় এবং তাকে সেলুলার কারাগারে নির্বাসন দেওয়া হয়। ১৯৩৭ সালের জুলাই মাসে তিনি অনশন ধর্মঘটে অংশ নেন যা ৩৭ দিন অব্যাহত ছিল। তাঁকে আবার আলিপুর জেলে ফিরিয়ে আনা হয় যেখানে তিনি আবার ১৯৩৯ সালে ৩৬ দিনের জন্য অনশন ধর্মঘট করেন। ১৯৪২ সালে তিনি মুক্তি পান এবং পুনরায় গ্রেপ্তার হন। অবশেষে ১৯৪৫ সালে তিনি মুক্তি পান, এইভাবে মোট ১৩ বছর কারাবাস করতে হয়।[১]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

সরোজ কুমার বসু ১৯১৫ সালের ১ মার্চ দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনন্দ মোহন বসু। তিনি একজন আইনজীবী ছিলেন। অনুশীলন পার্টিতে যোগ দেওয়ার সময় সরোজ ইন্টারমিডিয়েট সায়েন্স পড়ছিলেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?1302
  2. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  3. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8