মোহনপুর ইউনিয়ন, মতলব উত্তর
| মোহনপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে মোহনপুর ইউনিয়ন, মতলব উত্তরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২৪′১৩″ উত্তর ৯০°৩৫′৫৮″ পূর্ব / ২৩.৪০৩৬১° উত্তর ৯০.৫৯৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | মতলব উত্তর উপজেলা |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৯,২০৮ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৪১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মোহনপুর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মোহনপুর ইউনিয়নের আয়তন ৪,৯০০ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোহনপুর ইউনিয়নের জনসংখ্যা ১৯,২০৮ জন। এর মধ্যে পুরুষ ৯,৭১৭ জন এবং মহিলা ৯,৪৯১ জন। মোট পরিবার ৪,০৬৩টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মতলব উত্তর উপজেলার পশ্চিমাংশে মোহনপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কলাকান্দা ইউনিয়ন, পূর্বে ছেংগারচর পৌরসভা ও গজরা ইউনিয়ন, দক্ষিণে জহিরাবাদ ইউনিয়ন ও এখলাছপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মোহনপুর ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোহনপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৩%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, পাচআনী আদর্শ উচ্চ স্কুল,আলী আহমেদ মিয়া মহাবিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]১.মোহনপুর বাজার ২.মাথাভাঙ্গা বাজার
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- ওয়াহিদউদ্দিন আহমেদ — বুয়েট এর তৃতীয় উপাচার্য ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- কাজি মিজানুর রহমান চেয়ারম্যান ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ।
- মোঃ বিল্লাল হোসেন তপাদার মেম্বার ১নং ওয়ার্ড, ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "মোহনপুর"। https://mohanpurup.chandpur.gov.।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট=
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
