নীলকমল ইউনিয়ন, হাইমচর
নীলকমল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে নীলকমল ইউনিয়ন, হাইমচরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪.৮′ উত্তর ৯০°৩৮.৫′ পূর্ব / ২৩.০৮০০° উত্তর ৯০.৬৪১৭° পূর্বস্থানাঙ্ক: ২৩°৪.৮′ উত্তর ৯০°৩৮.৫′ পূর্ব / ২৩.০৮০০° উত্তর ৯০.৬৪১৭° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | হাইমচর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ ইয়াসিন আহম্মদ রতন |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,১৭৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৬০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নীলকমল বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাইমচর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
নীলকমল ইউনিয়নের আয়তন ১০,৫৫১ একর।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নীলকমল ইউনিয়নের জনসংখ্যা ২১,০৮৩ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৪৭ জন এবং মহিলা ১০,৩৩৬ জন। মোট পরিবার ৪,৯৫২টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
হাইমচর উপজেলার মধ্যাংশে নীলকমল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে হাইমচর ইউনিয়ন ও চর ভৈরবী ইউনিয়ন; পূর্বে আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন; উত্তরে গাজীপুর ইউনিয়ন, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর সেনসাস ইউনিয়ন এবং পশ্চিমে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন ও কোদালপুর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
নীলকমল ইউনিয়ন হাইমচর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাইমচর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ঈশানবালা
- ঈশানবালা হাবিব মেম্বার কান্দি
- ঈশানবালা তিরাশি কান্দি
- ঈশানবালা চর রাও
- মধ্যচর উকিল কান্দি
- মাঝির বাজার
- সিকদার কান্দি মধ্যচর
- মিয়ার বাজার মধ্যচর
- বাংলা বাজার মধ্যচর
- নিউচর মধ্যচর
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নীলকমল ইউনিয়নের সাক্ষরতার হার ২৭.৬%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- প্রাথমিক বিদ্যালয়
- ঈশানবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
মেঘনা নদীর পাশে হওয়ায় এই এলাকায় প্রায়ই নদী ভাঙ্গন হয়। এই এলাকাকে অনেকে নদী ভাঙ্গন ইউনিয়নও বলে থাকে। এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হল নদীপথ। স্থানীয় মানুষ নৌকা বা ছোট স্টিমারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
নীলকমল ইউনিয়নে ১২টি মসজিদ ও ৩টি ঈদগাহ রয়েছে।
খাল ও নদী[সম্পাদনা]
হাট-বাজার[সম্পাদনা]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইয়াসিন আহম্মদ রতন
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |