ফতেপুর পশ্চিম ইউনিয়ন
ফতেপুর পশ্চিম | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ফতেপুর পশ্চিম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৯০°৩৯.৫′ পূর্ব / ২৩.৪০০° উত্তর ৯০.৬৫৮৩° পূর্বস্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৯০°৩৯.৫′ পূর্ব / ২৩.৪০০° উত্তর ৯০.৬৫৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব উত্তর উপজেলা ![]() |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,১২৯ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ফতেপুর পশ্চিম বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
ফতেপুর পশ্চিম ইউনিয়নের আয়তন ৩,৯২২ একর।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফতেপুর পশ্চিম ইউনিয়নের জনসংখ্যা ১৮,১২৯ জন। এর মধ্যে পুরুষ ৮,২১৮ জন এবং মহিলা ৯,৯১১ জন। মোট পরিবার ৪,৩৫৭টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
মতলব উত্তর উপজেলার দক্ষিণাংশে ফতেপুর পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ফতেপুর পূর্ব ইউনিয়ন; উত্তরে দুর্গাপুর ইউনিয়ন; পশ্চিমে গজরা ইউনিয়ন ও জহিরাবাদ ইউনিয়ন এবং দক্ষিণে ফরাজিকান্দি ইউনিয়ন, ধনাগোদা নদী ও মতলব পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
ফতেপুর পশ্চিম ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.২%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
১।নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়,
২।গাজীপুর কে,এল উচ্চ বিদ্যালয়,
৩।মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় মান্দারতলী,
৪।গাজীপুর আজিজিয়া হাফিজীয়া মাদ্রাসা,
৫।গোয়াল ভাওর হাফিজীয়া মাদ্রাসা,
৬।রাঢ়িকান্দী কাওমী মাদ্রাসা,
৭।মান্দারতলী হাফিজীয়া মাদ্রাসা,
৮। নাউরী আদর্শ কলেজ ।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
মতলব বাজার থেকে উ: এ আসতে হাতের বামে বেরিবাঁধ দিয়ে গাজিপুর হয়ে নবুরকান্দি মান্দারতলী,নাউরী, রাঢ়িকান্দী, কাজীকান্দী যাওয়া যায়।নতুন বাজার হতে নাউরী হয়ে পুরো ইউনিয়নে যাতায়াত করা যায়।এছাড়াও লুধুয়া নয়াকান্দী বাজার থেকে গোয়াল ভাওর হয়ে যাতায়াত করা যায়।এবং গজরা থেকে রাঢ়িকান্দী টেক্সার হয়ে ইউনিয়নের প্রতিটা গ্রামে যাতায়াত করা যাবে।
খাল ও নদী[সম্পাদনা]
মেঘনা ধনাগোদার শাখা নদী বয়ে গেছে এ ইউনিয়নের উপর দিয়ে,যার শুরুটা পাম্প হাউজ উধ্বমদী হতে মিলিত হয়েছে ভাটি রসুলপুর গিয়ে। বেড়িবাঁধ হয়ে যাওয়াতে এটি এখন সরু খাল এ পরিণত হয়েছে।
হাট-বাজার[সম্পাদনা]
১।নবুর কান্দি বাজার,
২।মান্দারতলী বাজার,
৩।গাজীপুর চেয়ারম্যান বাজার,
৪।নাউরী বাজার,
৫।রাঢ়িকান্দী বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
১।গোয়াল ভাওর, ফতেপুর সংযোগ সেতু (কাঠের পুল)।
২।নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়,
৩।মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে বিশাল খেলার মাঠ।
৪। গাজীপুর পাম্প হাউজ ।
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
১।নুরুল আমিন রুহুল (মাননীয় সংসদ সদস্য চাঁদপুর ২ আসন)।
২।গিয়াস উদ্দিন সাহেব(গাজীপুর)।
৩।প্রফেসর মিজানুর রহমান(শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)(গোয়াল ভাওর)।
৪। খবির উদ্দিন মোল্লা , সাবেক চেয়ারম্যান ।
৫। আবুল হোসেন খন্দকার, সাবেক চেয়ারম্যান ।
৬।জনাব নূর মোহাম্মদ, বর্তমান চেয়ারম্যান ।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
১।জনাব নুর মোহাম্মদ। ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |