ষাটনল ইউনিয়ন
ষাটনল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ষাটনল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৮′ উত্তর ৯০°৩৬′ পূর্ব / ২৩.৪৬৭° উত্তর ৯০.৬০০° পূর্বস্থানাঙ্ক: ২৩°২৮′ উত্তর ৯০°৩৬′ পূর্ব / ২৩.৪৬৭° উত্তর ৯০.৬০০° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব উত্তর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪০ ![]() |
ষাটনল বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।
পরিচ্ছেদসমূহ
আয়তন[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
মতলব উত্তর উপজেলার উত্তর-পশ্চিমাংশে ষাটনল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে সাদুল্লাপুর ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভা, দক্ষিণে ছেংগারচর পৌরসভা ও কলাকান্দা ইউনিয়ন, পশ্চিমে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
ষাটনল ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[১]
- বড় ষাটনল
- সটাকি
- সুগন্ধী
- ষাটনল মালো পাড়া
- চর চার আনি
- আসন আলী প্রধানিয়া কান্দি
- কন্দু সরকার কান্দি
- মেহের উল্লা প্রধানিয়া কান্দি
- পশ্চিম লালপুর
- পূর্ব লালপুর
- ইমামপুর
- মধ্য কালিপুর
- কালিপুর
- বাড়ীভাঙ্গা
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
খাল ও নদী[সম্পাদনা]
ষাটনল ইউনিয়নের উত্তর ও পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদী
হাট-বাজার[সম্পাদনা]
ষাটনল ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল কালিপুর বাজার, ষাটনল (বাবুর) বাজার, সটাকী বাজার, কনু মার্কেট এবং আবু মার্কেট।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- ষাটনল পর্যটন কেন্দ্র - ষাটনল পর্যটন কেন্দ্র। অত্যন্ত মনরোম পরিবেশে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ করেন। ২০০০ সালে সরকারি ভাবে এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়।[২]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মেজর জেনারেল (অব) সামছুল হক, সাবেক বাণিজ্য মন্ত্রী।
- মোজাম্মেল হক বেনু সরকার, শিল্পপতি।
- নুরুল ইসলাম, সাবেক রাষ্টদুত, মালয়েশিয়া।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "একনজরে ষাটনল ইউনিয়ন"। www.satnalup.chandpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০।
- ↑ "ষাটনল পর্যটন কেন্দ্র"। www.matlabnorth.chandpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |