রসময় সুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রসময় সুর (১৯০১-১৯৮১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। কলকাতায় ব্রিটিশ শাসনের গর্ভগৃহ রাইটার্স বিল্ডিংয়ের গভীরে বারান্দায় বুলেটের ঝড় তুলেছিলেন বিনয়, বাদল ও দীনেশ এই অবিস্মরণীয় ত্রয়ীর সঙ্গী ছিলেন রসময়; বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তাকে নিহত/আহত করেন। দুর্ভাগ্যক্রমে, তার জীবন অন্ধকারে আবৃত; তাঁর পিতামাতা, জন্মস্থান, প্রাথমিক জীবন, শিক্ষা এবং রাজনৈতিক মেলামেশা সম্পর্কিত তথ্য এখনও উদ্ধার করা যায়নি।[১]

মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি[সম্পাদনা]

পর্দার আড়ালের সহযোগী হিসাবে রাইটার্স বিল্ডিংস এনকাউন্টারের কার্যক্রমে তাঁর নাম উঠে এসেছিল। ঘটনার দিন তিনিই লোমান হত্যাকারী বিনয় বসুকে কলকাতার খিদিরপুরের গোপন আস্তানা থেকে নির্দিষ্ট স্থানে নিয়ে যান, যেখানে অন্য দু'জন নিকুঞ্জ সেনের সাথে এসেছিলেন।

ঘটনার পরপরই রসাময়কে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে আট বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আবার কারারুদ্ধ হন এবং ১৯৪৬ সালে মুক্তি পান। ব্রহ্মচারী এই মানুষটি ১৯৪৭ সালের পর গ্রামভিত্তিক সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতাপ চন্দ্র সাহা (১৮ ডিসেম্বর ২০১৬)। "অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্তের মৃত্যুবার্ষিকী"এইবেলা। সংগ্রহের তারিখ ১৮.১২.১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৫।