সংগ্রহশালা ২০২০ (জানুয়ারি–জুন)
সংগ্রহশালা |
---|
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম!
সুপ্রিয় Md. Sadman Sakib Bd! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১১:০৩, ২০ জানুয়ারি ২০২০ (ইউটিসি) |
— মাসুম ইবনে মুসা কথোপকথন ১১:০৩, ২০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
গ্রামের নিবন্ধ মুছে ফেলা প্রসঙ্গে
প্রিয় সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি সম্প্রতি একটি গ্রামের নামে একটি নিবন্ধ তৈরি করেছিলেন। বাংলা উইকিপিডিয়ায় সম্প্রদায়ের মতানুসারে, শুধুমাত্র উল্লেখযোগ্য (প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক কিংবা অন্য কারণে) গ্রামের নিবন্ধই থাকবে। বাকি সব গ্রামের নিবন্ধ অনুল্লেখ্য বলে ধরা হবে। তাই আপনার নিবন্ধ মুছে ফেলা হয়েছে। আপনি নতুন নিবন্ধ তৈরি বা সম্পাদনা করার পূর্বে উপরের স্বাগতম বার্তায় দেয়া পাতাগুলো পড়ে নেবার অনুরোধ জানাচ্ছি। তাহলে কি করতে হবে বা কি লেখা যাবে আর কি লেখা যাবে না, সে বিষয়ে আপনি একটি সম্যক ধারণা পাবেন। কোনো সমস্যা থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আপনার উইকি যাত্রা শুভ হোক। - মেরাজ (আলাপ) ১৭:১৭, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ পরবর্তীতে আর এরূপ নিবন্ধ তৈরি করব না।__সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০৫:৩৮, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
সুধী, উপরের নিবন্ধটি কি আপনি সরাসরি বই থেকে হুবহু লিখেছেন? যদি লিখে থাকেন তাহলে সেটি কপিরাইট লঙ্ঘন হয়েছে। আর, অনুচ্ছেদে উইকিসংযোগ দিতে হবে না। এমনিতে যদি নিজেই লিখে থাকেন কপি না করে তাহলে মুটামুটি ভালো হয়েছে। আরো একটু বিশ্বকোষীয় করা যাবে যদি ইংরেজি থেকে আরো কিছ বিস্তারিত তথ্য অনুবাদ করে দেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৪, ৩১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
@NahidSultan: ভাইয়া, আমি আয়ন নিবন্ধটির প্রয়োজনীয় তথ্য বই থেকে নিয়েছি, আর তা নিজের ভাষায় নিবন্ধতে প্রয়োগ করি। Md. Sadman Sakib Bd (আলাপ) ০৯:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
নিবন্ধ তৈরি প্রসঙ্গে
প্রিয়, উইকিপিডিয়ান! সম্প্রতি আপনার তৈরিকৃত রসায়ন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন নিবন্ধের জন্য প্রথমেই জানাই আন্তরিক শুভেচ্ছা। অন্যান্য উইকিপিডিয়ার মতো বাংলা উইকিপিডিয়াতেও বর্তমানে নিবন্ধ লেখক এর পাশাপাশি পাঠক সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যেখানে, অনেক শ্রেণি পেশার লোকেরাই বাংলা উইকি থেকে তথ্য পড়েন ও সংগ্রহ করে থাকেন। সম্প্রতি আপনি আমার আলাপ পাতায় বলেছিলেন যে, আপনার তৈরিকৃত উক্ত নিবন্ধসমূহের উৎস মূলত ৯ম-১০ম শ্রেণির বই, পরবর্তীতে আমি আপনাকে ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করার জন্য অনুরোধ করার পর নিবন্ধসমূহে ইংরেজি উইকি থেকেও কিছু কিছু তথ্য যোগ করতেছেন। এখন, আমি বলতে চাচ্ছি যে, বিজ্ঞান বিষয়টা আসলে অনেক বিস্তৃত একটা বিষয়, সেই তুলনায় NCTB'র ৯ম-১০ম শ্রেণিতে যেই তথ্যসমূহ আছে তা বলতে গেলে অনেকটা সংক্ষিপ্ত পরিসরে। আমি একজন বিজ্ঞানের ছাত্র এবং আপনার লেখাগুলো নিবন্ধের বিষয়বস্তু কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ের বইয়ে আরো বিশাল পরিসরে বর্ণনা করা আছে। আমরা যেহেতু নিবন্ধ লিখি মূলত পাঠকদের জন্য তাই আপনার প্রতি অনুরোধ থাকবে যদি পারেন ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার চেষ্টা করবেন কারণ সেখানের নিবন্ধগুলো তথ্যবহুল ও সমৃদ্ধ। আশা করি বুঝতে পারছেন। প্রিয়, @NahidSultan: আপনিও যদি আমার বার্তার সাথে অতিরিক্ত কিছু যোগ করেন, তাহলে আরও ভালো হয়। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১২:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
ছোট ও অসম্পূর্ণ নিবন্ধ তৈরি
ভাইয়া, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রয়াসে তোমার অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা। অল্প সময়ের মধ্যে তুমি খুব দ্রুত গতিতে নিবন্ধ তৈরি করে চলেছো। কিন্তু তোমার বেশিরভাগ নিবন্ধই ছোট ও অসম্পূর্ণ। যদিও তুমি আমার আলাপ পাতায় বলেছিলে ১৫দিন পর নিবন্ধসমূহ সম্প্রসারণ করবে৷ কিন্তু ভাইয়া, সবাই নিবন্ধ সম্প্রসারণের কথা বললেও পরবর্তীতে তা করে না বা করার খেয়াল থাকে না। এমনিতেও বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত ও তথ্যবহুল নিবন্ধের প্রয়োজন বেশি। তাই অযথা, নিবন্ধসমূহ অসম্পূর্ণ হিসেবে ফেলে না রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি বার্তাটি বিবেচনায় নিবে। ধন্যবাদ— রিয়াজ (আলাপ) ১১:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- হম, আপনি নতুন কোন নিবন্ধ না ধরে, আগে ইতিমধ্যে সেগুলি শুরু করেছেন সেগুলি একটু সম্প্রসারণ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ভাই, সাদমানকে আপনি না বলে তুমি হিসেবে সম্বোধন করিয়েন। ও আলাপ পাতার উপরে একটা নোটিশ ঝুলিয়ে দিয়েছে। উল্লেখ্য, সাদমান, আমার আলাপ পাতায় তাকে তুমি হিসেবে সম্বোধন করতে বলায় উক্ত বার্তায় তুমি হিসেবেই সম্বোধন করেছি। — রিয়াজ (আলাপ) ১৬:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:,@RiazACU: ঠিক আছে, ভাইয়া।Md. Sadman Sakib Bd (আলাপ) ০২:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- আমার পরামর্শ হল নিবন্ধগুলি সম্প্রসারণ করতে, তুমি সংশ্লিষ্ট নিবন্ধগুলির ইংরেজি সংস্করণ অনুবাদ করে লেখা যোগ কর। সম্পূর্ণ না পারলে অন্তত সূচনা ও ইতিহাস অংশ কর। তুমি অনুবাদের কাজে গুগল অনুবাদের সাহায্য নিতে পার। তবে মনে রাখবে গুগল অনুবাদ সব সময় সঠিক অনুবাদ দেয় না। নিবন্ধে যে লেখা যোগ করবে তা যেন বোধগম্য করে লেখা হয়। আফতাবুজ্জামান (আলাপ) ০৭:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- সুধী, এই নিবন্ধের প্রতি দৃষ্টি দিন, পদ্মিনী (অভিনেত্রী) -মেরাজ (আলাপ) ১০:২১, ১৫ মার্চ ২০২০ (ইউটিসি)
- @Ibrahim Husain Meraj: কেন ভাইয়া? নিবন্ধটিতে কি সমস্যা রয়েছে? দয়া করে জানান। Md. Sadman Sakib Bd (আলাপ) ০৩:১৫, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)
- @Md. Sadman Sakib Bd: ভাই, যখন এই বার্তাটি দিয়েছিলাম, তখন নিবন্ধটি এরূপ অবস্থায় ছিলো। আপনাকে ধন্যবাদ, নিবন্ধটিকে মান সম্মত অবস্থায় নিয়ে আসার জন্য। -মেরাজ (আলাপ) ০৩:৩৯, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)
উইকিপ্রকল্প ইসলামে আমন্ত্রণ
উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলাম ও মুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প। বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক। |
– ইফতেখার নাইম (আলাপ) ০৯:৩৯, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি বিড়ালছানা!
আপনার উইকি যাত্রা শুভ হোক। আপনার অবদান ভালোই হচ্ছে। আমি নতুন নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়াকে সাহায্য করুন।
ইফতেখার নাইম (আলাপ) ০৯:৫৪, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: আপনাকে ধন্যবাদ। তবে বিড়ালছানার ব্যাপারটা বুঝিনি__Md. Sadman Sakib Bd (আলাপ) ১০:১৮, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম!
- হাই Md. Sadman Sakib Bd! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
-- ১৮:১৬, শুক্রবার ২৭ মার্চ, ২০২০ (ইউটিসি)
অভিযান ১ | অভিযান ২ | অভিযান ৩ | অভিযান ৪ | অভিযান ৫ | অভিযান ৬ | অভিযান ৭ |
নতুন জগতকে স্বাগত জানান | পৃথিবীর প্রতি একটি আমন্ত্রণ | ক্ষুদ্র পরিবর্তন, বৃহৎ প্রভাব | নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি | যাচাইযোগ্যতার আভরণ | শিষ্টাচার নীতি | নান্দনিক সহাবস্থান |
আপনার তৈরি আউর খান আইবক নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আউর খান আইবক নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), শুক্রবার ১০:৪১, ০৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি মাল-পাহাড়িয়া নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি মাল-পাহাড়িয়া নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ১১:৪৯, ০৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)<ref>
আপনার তৈরি আত্মীয় সভা নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আত্মীয় সভা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ১৩:৫৮, ০৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- প্রয়োজন -
@Md. Sadman Sakib Bd: 19th-century proposals which suggested an origin from as early as 1000 BC, independent of the introduction of coins in Asia Minor, are "no longer given any credence". - এর সঠিক অনুবাদ আমি ধরতে পারছিনা, বিশেষ করে? < independent of the introduction of coins in Asia Minor, are "no longer given any credence" > এটুকু ~ নাহিয়ান আলাপ ১৭:৫৩, ৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @Nahian~bnwiki:
উনিশ শতকের যেসব প্রস্তাব খ্রিস্টপূর্ব ১০০০-এর প্রথম দিকে এশিয়া মাইনরে মুদ্রার প্রবর্তন ব্যতীত করা হয়েছিল, সেগুলোর "আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই"।
- যান্ত্রিক অনুবাদ মনে হচ্ছে। তবে এর চেয়ে ভালো অনুবাদ আমার পক্ষে সম্ভব নয়।__সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৮:২১, ৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- আমি ডিকশনারি থেকে অর্থ দেখে দেখে একটা অনুবাদ দাঁড় করিয়েছি...আনুমানিক সদৃশ মনে হচ্ছে। ~ নাহিয়ান আলাপ ১৮:২২, ৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি পঞ্চানন বর্মা নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পঞ্চানন বর্মা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - এফ আর শুভ (আলাপ), বুধবার ১৪:১০, ০৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)
Mizanur Rahman Azhari নিবন্ধটি তৈরি হওয়ার দেড় ঘণ্টার মধ্যে ট্যাগ যুক্ত করেছ কিন্তু ব্যবহারকারীকে জানানো হয়নি কীভাবে সেটি ঠিক করা যায়। উপরের নীতিমালা লঙ্ঘন ঘটেছে। ধন্যবাদ~SHEKH (বার্তা) ১৪:০৩, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- তোমাকে আরো ধন্যবাদ জানাই আমার (আফ্রিকান মহিষ)এ করা ট্যাগটি বাতিল করার জন্য। আমি ট্যাগ লাগানোর আগে খেয়ালই করিনাই সেটা যে আনুবাদ করা ছিল। ~SHEKH (বার্তা) ১৪:১২, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @SHEKH: আলাপ পাতায় বার্তা দেয়ার জন্য ধন্যবাদ। ১ম বার্তার উত্তর:
- উপর্যুক্ত নিবন্ধটি ছিল একটি খালি নিবন্ধ। এতে একটা শব্দও ছিলনা। শুধু একটা ফেসবুক লিংক ছিল। তাছাড়া নিবন্ধের নামও ইংরেজিতে (এটা বড় বিষয় না)। তাই নিবন্ধটি দ্রুত অপসারণের যোগ্য। আমি কোন পরিষ্করণ ট্যাগ লাগাইনি; লাগিয়েছি দ্রুত অপসারণ ট্যাগ তাই এক্ষেত্রে সময় কোন ফ্যাক্টর না। অর্থাৎ, আপনার প্রদত্ত লিংক অনুসারে দ্রুত অপসারণের ক্ষেত্রে ৪৮ ঘণ্টা সময় প্রযোজ্য নয়।
- এক্ষেত্রে ব্যবহারকারীকে বার্তা না দেয়ায় আমি দুঃখিত। পরবর্তীতে বার্তা দিব। এই বার্তা কি অটোমেটিক দেয়া যায় নাকি ম্যানুয়ালি দিতে হয়? __সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৪:৫৯, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @SHEKH: যেসমস্ত নিবন্ধ দ্রুত অপসারণের যোগ্য সেগুলোতে দ্রুত ট্যাগ লাগালে সমস্যা নেই। তাছাড়া, মিজানুর রহমান আজহারী নিবন্ধটি ইতোমধ্যে বহুবার অপসারণ হয়েছে। তাই এই ক্ষেত্রে ট্যাগ যোগ করলে টহল নীতিমালা লঙ্ঘন হবে না। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৫:১২, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @RiazACU: ব্যবহারকারীকে দ্রুত অপসারণের বার্তা কি অটোমেটিক দেয়া যায়? __সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৫:৩০, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @SHEKH: যেসমস্ত নিবন্ধ দ্রুত অপসারণের যোগ্য সেগুলোতে দ্রুত ট্যাগ লাগালে সমস্যা নেই। তাছাড়া, মিজানুর রহমান আজহারী নিবন্ধটি ইতোমধ্যে বহুবার অপসারণ হয়েছে। তাই এই ক্ষেত্রে ট্যাগ যোগ করলে টহল নীতিমালা লঙ্ঘন হবে না। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৫:১২, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- ম্যানুয়ালি দিতে হয়। দ্রুত অপসারণ ট্যাগ লাগানোর পর ডেস্কটপ মোডে নিবন্ধে অপসারণ বার্তার নিচের দিকে
{{subst:....}}~~~~
এই ধরনের একটি কোড পাওয়া যাবে। যেটি কপি করে নিবন্ধ প্রণেতার আলাপ পাতায় পেস্ট করলে নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ লাগানো হয়েছে এটা সম্পর্কে আলোচনা প্রদর্শন করবে। — রিয়াজ (আলাপ) ১৫:৩৯, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- ম্যানুয়ালি দিতে হয়। দ্রুত অপসারণ ট্যাগ লাগানোর পর ডেস্কটপ মোডে নিবন্ধে অপসারণ বার্তার নিচের দিকে
- @Md. Sadman Sakib Bd: টুইংকেল ব্যবহার করে অটো মেসেজ দেয়া যায় সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন। আর দ্রুত অপসারণ ট্যাগ লাগালেও মেসেজ দেয়া প্রয়োজন। ধন্যবাদ~SHEKH (বার্তা) ১৫:৪৩, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @RiazACU: ১. আইপি ইউজারকে কি বার্তা দিতে হবে? ২. খালি নিবন্ধে কোন কোডটি যোগ করব? __সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৫:৫৩, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- ১। আইপি ব্যবহারকারীদের এবং যেসকল নিবন্ধে তথ্য যোগ করে ঠিক করলেও অপসারিত হবে এমন নিবন্ধ প্রণেতার আলাপ পাতায় বার্তা না দিলেও চলবে।
২। খালি পাতা তৈরি করলে সতর্ক বার্তা কোড {{subst: nocontent-warn |নিবন্ধের নাম|header=1}} ~~~~
— রিয়াজ (আলাপ) ১৬:১৫, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি ইস্পাহানি পরিবার নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইস্পাহানি পরিবার নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), বৃহস্পতিবার ১৫:৪৯, ০৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
হুমায়ুন আজাদ
@Md. Sadman Sakib Bd:, @সাকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটিতে আজেকি কিছুক্ষণ আগে একজন ব্যবহারকারী যে সম্পাদনাগুলো করেছেন তার মধ্যে নিবন্ধটির শুরুর বাক্য (একেবারে প্রথম বাক্য)তে বন্ধনীর পরে "বা" শব্দটি কি মানানসই? দেখুন তো। (উইকিপিডিয়াতে সবাইকে "আপনি" করে বলা উচিৎ, এখানে আপনি আমার চেয়ে ছোটো না বড় সেটা দেখার বিষয় নয়, আপনি উপরে বলেছেন, বিদ্যালয় পড়ুয়া বাদে সবাই যেন "তুমি" করে বলে, এটা কেটে দিন, আমি আপনার চেয়ে বড়, এটা কোনো বড় বিষয় নয়, আমরা উইকিপিডিয়াতে সবাই সমান) পাপন সরকার (আলাপ) ১৭:৫৮, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @পাপন সরকার: বার্তা দেয়ার জন্য ধন্যবাদ। নাহিয়ান ভাই তা ঠিক করে ফেলেছেন। ২. আর, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। বেশিরভাগ উইকিপিডিয়ায়নের চেয়ে আমি বয়সে ছোট। বয়সে বড় কেউ আমাকে আপনি বললে আমার অস্বস্তি লাগে। তাই আমি তুমি নোটিশটি লাগিয়েছি। আশা করি কারো আপত্তি থাকবেনা।__সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৮:১৯, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @Md. Sadman Sakib Bd:, @সাকিব ভাই, আচ্ছা ঠিক আছে তোমাকে তুমি করেই বললাম ভাইটি, দেখো হুমায়ুন আজাদ নিবন্ধটির তথ্যছকে ১৯৭৩ সাল আছে, এরপর কমা (,) ঠিক আছে কিন্তু ১৯৮০ এর পরে হাইফেন (-) দিতে হবে, ভালো করে পড়ে দেখো।পাপন সরকার (আলাপ) ১৮:২১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @পাপন সরকার:, যেকোন একজনকে বার্তা দিন। আপনার বার্তা মোতাবেক যেহেতু নাহিয়ান ভাই সংশোধন করছে তাই আমাকে আর বার্তা না দিলেও চলবে। (রাগ করবেন না)। ধন্যবাদ__সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৮:২৬, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
@Md. Sadman Sakib Bd: এবার এস.এস.সি. পরীক্ষা দিলে তো আমার থেকে বেশ ছোট আপনি। ~ নাহিয়ান আলাপ ১৮:২৭, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @Nahian~bnwiki:, হ্যাঁ। তাই আমাকে তুমি করে বলবেন। __সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৮:৩০, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
রোমান্টিক কবি
@Md. Sadman Sakib Bd:, @সাকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির কবিতা অংশে এই তথ্যসূত্র থেকে হুমায়ুন আজাদকে রোমান্টিক কবি হিসেবে উল্লেখ/উদ্ধৃত করা যেতে পারে কিনা দেখো তো, প্রথম বাক্যের পরেই 'তিনি ছিলেন একজন রোমান্টিক কবি' - এই বাক্য লিখা যায় কিনা ভেবে দেখো। জাহাঙ্গীর তাহের (আলাপ) ০৬:২২, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @জাহাঙ্গীর তাহের:, দুঃখিত আমি হুমায়ুন আজাদ ভাষাভিত্তিক বইদুটো পড়লেও তাঁঁর কোন কবিতার বই পড়িনি। তাই তিনি রোমান্টিক কবি কিনা তা বলতে পারছিনা। কিন্তু আপনার দেয়া তথ্যসূত্রে বেগম আকতার কামাল একটি স্মরণসভায় হুমায়ুন আজাদকে রোমান্টিক কবি বলেছেন। শুধুমাত্র একটি সভায় একজন বক্তার উক্তিকে নিবন্ধের যোগ করার মতো উল্লেখযোগ্য আমি মনে করিনা। __সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০৬:৩৬, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
ড্যানিয়েল ডিফোর প্লেগ ইয়ার ও বর্তমান বিশ্ব: পরিষ্কারকরণ ট্যাগ যুক্ত করা বিষয়ে...
আপনি ড্যানিয়েল ডিফোর প্লেগ ইয়ার ও বর্তমান বিশ্ব পাতাটিতে পরিষ্কারকরণ ট্যাগ যুক্ত করেছেন। পরবর্তীতে এরকম ট্যাগ যুক্ত করার আগে wp:টহল পড়ে নিবেন। নাইম বার্তা ০৭:৩১, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: আমি পরিষ্করণ ট্যাগ লাগাইনি। আমি দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়েছি। কারণ নিবন্ধটি প্রণেতা তার নিজের কিংবা অন্য কারোর লেখা এই আর্টিকেল থেকে হুবুহু কপি করা। এখানে তিনি নিজস্ব চিন্তা-চেতনা প্রকাশ করেছেন। প্রথমে দ্ব্যর্থহীন কপিরাইট লঙ্ঘন লাগালেও; পত্রিকার আর্টিকেলটি নিবন্ধ প্রণেতার লেখা মনে হওয়ায় পরীক্ষামূলক ট্যাগ লাগিয়েছি। আরো মতামত থাকলে দয়া করে জানাবেন। __সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০৭:৪৮, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি অসহযোগ আন্দোলন (১৯৭১) নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অসহযোগ আন্দোলন (১৯৭১) নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), মঙ্গলবার ১২:০৪, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি ইজ্জতুল্লাহ বাঙ্গালী নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইজ্জতুল্লাহ বাঙ্গালী নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), সোমবার ৯:১২, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টি নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টি নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), সোমবার ৯:২০, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি অবস্থা (হিন্দু জ্যোতিষশাস্ত্র) নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অবস্থা (হিন্দু জ্যোতিষশাস্ত্র) নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ৯:২৫, ০৩ মে ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি আঁতুড় নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় Md. Sadman Sakib Bd,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আঁতুড় নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ৯:২৬, ০৩ মে ২০২০ (ইউটিসি)
টেমপ্লেট প্রসঙ্গ
সুধী, রমজান মোবারক। পবিত্র রমজান মাসে আপনি মসজিদ এবং মসজিদের তালিকা নিয়ে বেশ কিছু কাজ করেছেন। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনার এই নিরলস প্রচেষ্টাকে আমি মোবারকবাদ জানাই।
আমি এখানে একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই৷ নিবন্ধের শেষে টেমপ্লেট জুড়ে দিলে তা খুবই সুবিধার হবে। ধরুন আপনি রাশিয়ার মসজিদের তালিকা করছেন সেক্ষেত্রে নিবন্ধের একদম শেষ অংশে জুড়ে দেবেনঃ
{{এশিয়া প্রসঙ্গ|মসজিদের তালিকা}}
এখন রাশিয়ার মসজিদের তালিকার জায়গায় যদি নিবন্ধটি শুধু মসজিদের হয় সেক্ষেত্র কোড দিবেন {{এশিয়া প্রসঙ্গ|মসজিদ}}
এভাবে যদি আফ্রিকার কোন দেশের মসজিদের তালিকা করেন তাহলে কোডে এশিয়ার জায়গায় আফ্রিকা লিখবেন।
আপনার উইকিসময় হোক আনন্দময়। ধন্যবাদ। — ফেরদৌস • ১৮:৩৯, ৪ মে ২০২০ (ইউটিসি)
বাংলাদেশে বিভাগগুলোর ইউনিয়নসমূহের তালিকা
@Md. Sadman Sakib Bd: রাজশাহী বিভাগের ইউনিয়নসমূহের তালিকা ও রংপুর বিভাগের ইউনিয়নসমূহের তালিকা নিবন্ধগুলিতে তথ্য সম্প্রসারণে কাজ করতে আমন্ত্রণ জানাচ্ছি। ~ নাহিয়ান আলাপ ০৫:৪২, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Nahian~bnwiki: ভাইয়া, আমি চট্টগ্রাম নিয়ে কাজ করছি। ওটা শেষ হলে রাজশাহী ও রংপুরে কাজ করব। -- সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০৯:৩৯, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Md. Sadman Sakib Bd: আমি খুলনা নিয়ে কাজ করছি, খুলনা শেষ হলে আমিও এগুলোয় কাজ শুরু করবো। তোমায় জানানোর কারণ হলো, কাজটা যাতে দ্রুত শেষ হয় এজন্যে, যদিও আমি'ই করতে পারবো, সময় লাগবে ভেবে তোমাকেও জানালাম। ~ নাহিয়ান আলাপ ০৯:৪৬, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Md. Sadman Sakib Bd: আমি একসাথে সবগুলোতেই কাজ শুরু করেছি, তোমার অন্য নিবন্ধের কাজ থাকলে করো, আমি শেষ করছি এগুলো। ধন্যবাদ। :) ~ নাহিয়ান আলাপ ১০:১১, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Nahian~bnwiki: রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজ শেষ করেছি। চট্টগ্রাম বিভাগে উপজেলা তথা ইউনিয়নের সংখ্যা অনেক বেশি তো, তাই ঐটা শেষ করেই অন্য গুলাতে হাত দিব। -- সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১০:৩৮, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Md. Sadman Sakib Bd: সমস্যা নেই, রাজশাহী বিভাগ শেষ করে ফেলেছি, তুমি তোমার কাজ শেষ করতে পারো। :) ~ নাহিয়ান আলাপ ২২:৪৪, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Nahian~bnwiki: রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজ শেষ করেছি। চট্টগ্রাম বিভাগে উপজেলা তথা ইউনিয়নের সংখ্যা অনেক বেশি তো, তাই ঐটা শেষ করেই অন্য গুলাতে হাত দিব। -- সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১০:৩৮, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @Md. Sadman Sakib Bd: আমি একসাথে সবগুলোতেই কাজ শুরু করেছি, তোমার অন্য নিবন্ধের কাজ থাকলে করো, আমি শেষ করছি এগুলো। ধন্যবাদ। :) ~ নাহিয়ান আলাপ ১০:১১, ৭ মে ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি উপসম্পদা নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উপসম্পদা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), মঙ্গলবার ১৩:৩৯, ১২ মে ২০২০ (ইউটিসি)
মুক্ত নয় এমন ছবি প্রসঙ্গে
@MS Sakib: সুধী, মুক্ত নয় এমন ছবি বড় আকারে বাংলা উইকিতে দেয়া ঠিক না। যেমন সম্প্রতি আপনি কমনওয়েলথের পতাকা' আপলোড দিয়েছেন। যার রেজুলেশন ১,২৮০ × ৭৬৮ পিক্সেল = ৯৮৩০৪০ বর্গ পিক্সেল। কিন্তু নিয়ম হলো মুক্ত নয় এমন ছবি দিতে হবে যার রেজুলেশন ১,০০,০০০ বর্গ পিক্সেলের কম হতে হবে। এখন আপনি এই ছবিটার রেজুলেশন কমিয়ে ১ লক্ষ বর্গ পিক্সেলের কম করে আরেকটা সংস্করণ আপলোড দিন। তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ। — কুউ পুলক ✉ ২০:২৮, ১২ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: আমি ইংরেজি উইকিতে আপলোড করা en:File:Commonwealth Flag 2013.svg চিত্রটি ডাউনলোড করে আপলোড দিয়েছি। ইংরেজি উইকিতে এই রেজুলেশিনেই দেয়া। ফেরদৌস ভাই বলেছেন, ইংরেজি উইকিতে থাকা চিত্রের সর্বোচ্চ রেজ্যুলেশনই আপলোড দিতে। তারপরেও কি আমি ইংরেজি উইকির ছোট সংস্করণ ডাউনলোড করে আপলোড দিব? ~ ♦MS Sakib♦ (আলাপ করবেন?) ২০:৩৩, ১২ মে ২০২০ (ইউটিসি)
তথ্যসূত্র প্রসঙ্গে
সুধী, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি খেয়াল করলাম কিছু ক্ষেত্রে তথ্যসূত্র যুক্ত করতে গিয়ে আপনি কালোতালিকা ছাঁকুনির বাঁধার সম্মুখীন হয়েছেন। আসলে উইকিপিডিয়াতে যে কোন ওয়েবসাইট বা লিংক (উদা: ব্লগ সাইট, ফোরাম, সামাজিক যোগাযোগ ইত্যাদি) তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায় না, যে তথ্যসূত্র ব্যবহার করা হয় তাদেরকেও মানসম্পন্ন হতে হয় এবং সেগুলো নির্ভরযোগ্য উৎস হতে হয়। আপনাকে আমি উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস এবং উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা পাতা দুটি পড়তে অনুরোধ করবো। তাহলে আপনি উৎসসমূহের নির্ভরযোগ্যতার ব্যাপারে একটি ধারণা পাবেন। এছাড়া, সময় পেলে ইংরেজি en:Wikipedia:Reliable sources পাতাটিও পড়তে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৬, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: বিষয়টি অবগত করে প্রয়োজনীয় লিংক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। -- সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৩:২৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
- @Foysalur Rahman Shuvo: আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম উইকিপদক পেয়ে আমি খুবই আনন্দিত। ~ ♦MS_Sakib♦ (আলাপ করবেন?) ১৯:০৮, ১৭ মে ২০২০ (ইউটিসি)
ঈদ শুভেচ্ছা
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
সুপ্রিয় MS Sakib, সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। ইদ মোবারক! — ফেরদৌস • |
- @Ferdous: ধন্যবাদ, শ্রদ্ধেয় ফেরদৌস ভাই। আপনাকেও জানাচ্ছি ঈদ মোবারক। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৪:১৯, ২৪ মে ২০২০ (ইউটিসি)
ঈদ মোবারক
প্রিয় সাদমান, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৩:৪৫, ২৪ মে ২০২০ (ইউটিসি) |
- @Nahian~bnwiki: ধন্যবাদ, প্রিয় নাহিয়ান ভাই। আপনাকেও জানাচ্ছি ঈদ মোবারক। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৪:২০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ
অভ্যর্থনার জন্য ধন্যবাদ। নতুন যুক্ত হয়ে বেশ আনন্দিত হয়েছি। এখন বাকি কাজ গুলো চালাতে হবে। বাকি উইকিপিডিয়ানদের শুভেচ্ছা। ধন্যবাদান্তে, Adil
- @Adil Sheriff Ashraf: সুপ্রিয় আদিল ভাই, বাংলা উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার আলাপ পাতায় দেওয়া টিউটোরিয়ালটি পড়ুন। এটি আপনাকে সঠিক ভাবে উইকি সম্পাদনা শিখাবে।
আপনার আলাপ কাতায় কেউ কোন বার্তা দিলে, সেই বার্তার প্রতিক্রিয়া (ধন্যবাদ, মন্তব্য, যুক্তি সহ অন্যান্য) সেই বার্তার নিচে লিখবেন; তার আলাপ পাতায় নয়।
কোন ছোটখাটো সম্পাদনার জন্য কারো আলাপ পাতায় ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। সম্পাদনা সারাংশের 'পরিবর্তন'-এ গিয়ে ধন্যবাদ জানাবেন। যদি ফ্রিবেসিক্স ব্যবহার করেন, তাহলে সম্পাদনা সারাংশে গিয়ে পাতার নিচের ডেস্কটপ মোডে ক্লিক করলে ধন্যবাদ দেওয়ার অপশন আসবে।
কারো আলাপ পাতায় বার্তা দিলে অবশ্যই স্বাক্ষর করবেন। ওই টিউটোরিয়ালে স্বাক্ষর সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনি আপনার বার্তার শেষে চারটি টিন্ডা~~~~
যোগ করলে স্বয়ংক্রিয় ভাবে স্বাক্ষর দেওয়া হয়ে যাবে।
ধন্যবাদ। আপনার উইকিযাত্রা শুভ হোক। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১১:৪১, ২৭ মে ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি পশুখাদ্য নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পশুখাদ্য নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), শুক্রবার ৪:২২, ২৯ মে ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি রুকনউদ্দীন কায়কাউস নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি রুকনউদ্দীন কায়কাউস নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), সোমবার ১৬:৩৯, ০১ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি বৈশ্য নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বৈশ্য নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), সোমবার ১৬:৪০, ০১ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি মালিক সাইফুদ্দীন আইবেক নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি মালিক সাইফুদ্দীন আইবেক নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মাসুম-আল-হাসান (আলাপ), মঙ্গলবার ৬:২৬, ০২ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি বুগরা খান নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বুগরা খান নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), মঙ্গলবার ১৩:৫০, ০২ জুন ২০২০ (ইউটিসি)
পরিবেশ সম্পর্কিত নিবন্ধ মানোন্নয়নে বিশেষ পদক
পরিবেশ পদক | |
পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বা 'প্রকৃতির জন্য সময়' দিয়ে বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন অংশগ্রহনের জন্য আপনাকে এই বিশেষ পদক।--Dolon Prova (আলাপ) ১৪:৫৭, ৫ জুন ২০২০ (ইউটিসি) |
কাজ চলছে ট্যাগ অপসারণ প্রসঙ্গে..
মাকতুম বিন রশিদ আল মাকতুম নিবন্ধটির সম্পাদনা সম্পন্ন হলে {{কাজ চলছে}} ট্যাগটি সরিয়ে নিও। ~ নাহিয়ান আলাপ ১৩:৪০, ৬ জুন ২০২০ (ইউটিসি)
- @Nahian: মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিবন্ধটি সম্প্রসারণ করে
কাজ চলছে
ট্যাগ অপসারণ করেছি। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১০:৩৩, ৭ জুন ২০২০ (ইউটিসি)
বিজয়ী
সুপ্রিয় MS Sakib। আপনি রমজান এডিটাথন এ অংশগ্রহণ করেছিলেন।
এই প্রতিযোগিতার পর্যোলোচকগণ, অনুবাদের মানের উপর বিবেচনা করে সেরা সাত বিজয়ী নির্বাচিত করেছেন যার মধ্যে আপনিও একজন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখি বাংলা উইকিপিডিয়ার উন্নতিকল্পে আপনি আরও অনেক অবদান রাখবেন। আপনার উপর শান্তি বর্ষিত হউক। --মহামতি মাসুম (আলাপ) ১৬:৫৩, ৮ জুন ২০২০ (ইউটিসি)
- @Ahm masum: আপনাকে অসংখ্য ধন্যবাদ।~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৮:১৭, ৯ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি বিশ্বনাথ কবিরাজ নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বিশ্বনাথ কবিরাজ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), শনিবার ১৬:৫৪, ১৩ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি বিশ্বকর্মা পূজা নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বিশ্বকর্মা পূজা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), শনিবার ১৬:৫৪, ১৩ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি বিবি পরী নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বিবি পরী নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), শনিবার ১৬:৫৫, ১৩ জুন ২০২০ (ইউটিসি)
অপসারন প্রস্তাবনা
শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিবন্ধে দ্রুত অপসারন না দিয়ে অপসারন প্রস্তাবনা দিতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়। --NahidHossain (আলাপ) ০৮:৫৩, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: বিষয়টি অবগত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতের অবশ্যই নিয়মটি মেনে চলবো। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৯:০০, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
- তাই বলে আবার অপসারন প্রস্তাবনা দেওয়া বন্ধ করবেন না যেন। সাহস করে অপসারন প্রস্তাবনা অবশ্যই দিবেন। এতে করে আলোচনার একটা সুযোগ তৈরি হবে। আপনার প্রতিও ভালোবাসা। --NahidHossain (আলাপ) ০৯:০২, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
সাকিব দেখো তো একটু
@MS Sakib:, হুমায়ুন আজাদ নিবন্ধটির উপন্যাস অংশে এই বাক্যটি লিখে দাও - "১৯৯৯ সালে প্রকাশিত উপন্যাস কবি অথবা দণ্ডিত অপুরুষ-এ হুমায়ুন আজাদ হাসান রশিদ নামের একজন কল্পিত বাঙালি কবির বিয়ে ছাড়া একত্রবাসের বিষয়টি তুলে ধরেছিলেন।" এটা একটা আস্থা রাখা সম্পাদনা। উপন্যাসটি হুমায়ুন আজাদের লেখা অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস, তাছাড়া 'বিয়ে ছাড়া একত্রবাস'-এর মত একটি বিষয় যেটা বাঙালি সমাজে স্পর্শকাতর কিংবা অসম্ভব (প্রায় অসম্ভব) সেটা একজন বাংলাদেশী সাহিত্যিক তুলে ধরেছিলেন - এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আসাদুজ্জামান শামীম (আলাপ) ০৬:৪১, ২১ জুন ২০২০ (ইউটিসি)
- @আসাদুজ্জামান শামীম: করা হয়েছে আপনি কি বহুল আলোচিত বিশাল খান? ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৬:৪৬, ২১ জুন ২০২০ (ইউটিসি)
- @MS Sakib:, হ্যাঁ, সাকিব, তোমাকে ধন্যবাদ, আমার উপর আস্থা রাখার জন্য। আসাদুজ্জামান শামীম (আলাপ) ০৬:৪৭, ২১ জুন ২০২০ (ইউটিসি)
- এখানে কারও প্রতি আস্থা রাখার কোন বিষয় নেই। তথ্যটি সঠিক ছিল এবং একটা নিবন্ধে রাখার যোগ্য ছিল তাই যোগ করেছি।~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৯:৩১, ২১ জুন ২০২০ (ইউটিসি)
- @MS Sakib:, হ্যাঁ, সাকিব, তোমাকে ধন্যবাদ, আমার উপর আস্থা রাখার জন্য। আসাদুজ্জামান শামীম (আলাপ) ০৬:৪৭, ২১ জুন ২০২০ (ইউটিসি)
অনুরোধ
দারুল উলুম দেওবন্দের মূলনীতি পাতাটিতে প্রয়োজনীয় উৎস যোগ করা হয়েছে। অতঃএব আমার আবেদন পাতাটি মুছবেন না। Wikisaadhossain (আলাপ
- উর্দু উইকিপিডিয়ার ur:اصول ہشت گانہ(دار العلوم دیوبند) পাতা ও বাংলা উইকিপিডিয়ার দারুল উলুম দেওবন্দের মূলনীতি পাতাটি একই বিষয়ে লিখিত।Wikisaadhossain (আলাপ)
- @Wikisaadhossain: বাংলা উইকিপিডিয়ায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যখন দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছিলাম তখন নিবন্ধটি প্রায় খালি ছিলো। নিবন্ধটি তৈরি এবং একে সম্প্রসারিত করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। উর্দু উকিপিডিয়া সাথে নিবন্ধটি সংযোগ দিয়ে দিয়েছি। নিবন্ধটি হয়তো আর অপসারিত হবে না। তবে নিবন্ধটি তথ্যসূত্র নির্ভরযোগ্য নয়। আপনি যথেষ্ট তথ্যসূত্র যোগ করার চেষ্টা করুন। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৯:২৭, ২১ জুন ২০২০ (ইউটিসি)
নতুন নিবন্ধ
আমার তৈরী হাবিবুর রহমান মিছবাহ নিবন্ধটি মুছে ফেলা হচ্ছে কেন?? Owais Bin Elias (আলাপ) ১৪:১৩, ২১ জুন ২০২০ (ইউটিসি)
আপনার তৈরি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), সোমবার ১০:১১, ২২ জুন ২০২০ (ইউটিসি)
উইকি একাউন্ট ফিরিয়ে দিতে অনুরোধ
Sakib আপনি আমার ছোট ভাইয়ের মত। আপনাকে কিছু কথা বলি।অনেক সময় প্রথম পর্যায়ে যারা উইকি সম্পাদনা করেন তারা নিয়মটা অনেকটা কম বোঝেন। তাই বলে তাদের প্রতি এমন অবিচার করবেন না। বিচারের একটা মাত্রা আছে ।যুদ্ধমন্ত্রীর মাত্র ১ বছর পরে আমি উইকিতে আসি। এতদিনে আমিও হয়তো অঅনেকগুলো পদক পেতাম ।আজ থেকে ৬ বছর আগে যুদ্ধমন্ত্রী,Moheen সহ বেশ কয়েকজন মিলে প্রীতমের উপর বাঁধা প্রদান করে। যুদ্ধমন্ত্রীর মাত্র ১ বছর পরে আমি উইকিতে আসি।
দয়া করে আলোচনার মাধ্যমে আমার বাধাটা মুক্ত করুন। উইকি ধ্বংসের প্রবনতা আমার ছিল না। আমার দুঃখ আমি এখন বেনামী হয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছি। তাই বিষয়টি বিবেচনা করে আমাকে মুক্ত করুন।
|
আপনার তৈরি তুগরল তুগান খান নিবন্ধটি গৃহীত হয়েছে
সুপ্রিয় MS Sakib,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি তুগরল তুগান খান নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bnwikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), মঙ্গলবার ১২:২২, ২৩ জুন ২০২০ (ইউটিসি)
অবগতি
কুতুবুদ্দীন মুবারক খিলজি পাতাটি ইংরেজী উইকিপিডিয়ার Qutbuddin Mubarak Shah পাতারই অনুদিত রূপ। যদিও পাতাটির কাজ শেষ হয়নি।SH Mahfooz (আলাপ) ১৭:০৯, ২৩ জুন ২০২০ (ইউটিসি)SH Mahfooz tell meSH Mahfooz (আলাপ) ১৭:০৩, ২৩ জুন ২০২০ (ইউটিসি)
- @SH Mahfooz: সুপ্রিয় মাহফুজ ভাই, কুতুবুদ্দীন মুবারক খিলজি নিবন্ধটি তৈরি করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি পরামর্শ হলো: আপনি যেহেতু নতুন সম্পাদক তাই পূর্ণ অভিজ্ঞ না হওয়া পর্যন্ত নিবন্ধ অনুবাদ করবেন; 'দেওবন্দের মূলনীতি'র মতো নিজে নিজে তৈরির প্রয়োজন নেই (অভিজ্ঞ হলে নিজেই মৌলিক নিবন্ধ করবেন)।
এবার এই নিবন্ধে আসি:
- প্রথমত, আপনার অনুবাদ ভালো হচ্ছে; তবে অল্প কিছু জায়গায় আপনি ইংরেজি বাক্যের মতো বড় বড় 'জটিল বাক্য' (complex) ব্যবহার করেছেন। সেগুলো ভেঙ্গে কয়েকটা সরল বাক্যে পরিণত করলে অনুবাদ খুব ভালো হবে।
- অনুবাদের সময় ইংরেজি নিবন্ধ থেকে অবশ্যই তথ্যসূত্র যোগ করবেন। আপনার নিবন্ধে যেসব স্থানে
[1], [2], [3] ...
ইত্যাদি রয়েছে সেসব স্থানে ইংরেজি নিবন্ধ থেকে হুবুহু 'অনুলিপি' (কপি-পেস্ট) করে বসিয়ে দেবেন। এটা খুবই জরুরি'। - আরেকটা গুরুত্বপূর্ণ কাজ 'আন্তঃউইকি সংযোগ'। আপনি ইংরেজি নিবন্ধে যেয়ে একদম নিচে থাকা 'ডেস্কটপ' বা 'Desktop'-এ ক্লিক করবেন। এবার নিবন্ধের বাম পাশে বিভিন্ন ভাষার নাম থাকবে। ভাষার নিচে থাকা 'Edit links' অথবা 'আন্তঃউইকি সংযোগ দিন'-এ ক্লিক করবেন এবার নিচের দিকে যেয়ে 'সাইট লিংক →উইকিপিডিয়া(৩টি ভুক্তি)→সম্পাদনা'-এর 'সম্পাদনা' অথবা 'Sitelink→Wikipedia ( _ Entries)→Edit' এর 'Edit'-এ ক্লিক করবেন। তারপর 'সাইট আইডি'তে bnwiki এবং সাইট লিংকে বাংলা নিবন্ধের নাম হুবুহু লিখবেন (কপি-পেস্ট) করা ভালো। তারপর নিচের নীল বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। {thank}}। আপনার উইকিযাত্রা শুভ হোক। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৪:৫১, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
একটি চিত্র আপলোড করে দাও
@MS Sakib:, দ্য হাউজহোল্ডার পাতাটিতে চিত্র আপলোড করে দাও তো। রজিব তৌহিদ (আলাপ) ০৪:৫৫, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- @রজিব তৌহিদ: করা হয়েছে। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৫:০০, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
দ্যা হাউজহোল্ডার (উপন্যাস)
@MS Sakib:, দ্যা হাউজহোল্ডার (উপন্যাস) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দাও। জাগরন খান (আলাপ) ০৭:২১, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- @জাগরন খান: করা হয়েছে। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৭:২৮, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
সুধী, বাংলা উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি নিবন্ধটি প্রধান নামস্থান থেকে আপনার ব্যবহারকারী উপপাতায় স্থানান্তর করা হয়েছে কারণ নিবন্ধটি রচনাশৈলী নির্দেশনা অনেুসরণ করেনি। মনে রাখুন, উইকিপিডিয়াতে একাধিক নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া নিবন্ধ যুক্ত করা যায় না। এছাড়া একেবারে ছোট নিবন্ধও সম্প্রদায়ের আলোচনার ভিত্তিতে অপসারণ করা হয়। আপনি আপনার উপপাতায় নিবন্ধটিকে আরো সমৃদ্ধ ও বিশ্বকোষীয় করতে কাজ করতে পারেন। যখন আপনার কাজ শেষ হবে তখন পরামর্শের জন্য এখানে অথবা আমার বা যে কোন অভিজ্ঞ অবদানকারীর আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করে সে অনুসারে এটি পুনরায় প্রধান নামস্থানে স্থানান্তর করা যেতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২২, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: ভাইয়া, মধ্যপ্রদেশ পুনর্গঠন আইন, ২০০০ নিবন্ধটি ইংরেজি নিবন্ধে যা আছে তা সম্পূর্ণ অনুবাদ করেছি। এর চেয়ে বেশি আমি আর কিছুই করতে পারছিনা। আর হিমাচল প্রদেশ বিধানসভা নিবন্ধটিতে কাজ চলছে ট্যাগ লাগাতে ভুলে গিয়েছিলাম। আপিনি অনুগ্রহ করে মূল নামস্থানে স্থানান্তর করে দিন। আমি অবশ্যই তা সম্পূর্ণ করব। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১০:১১, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- ইংরেজি থেকে অনুবাদ করলেও তথ্য যুক্ত করার দায়িত্ব সম্পাদকের। আপনি প্রথমে উপপাতায় সম্পাদনা করুন এবং বিশ্বকোষীয় করুন। তারপর এখানে জানান আমি স্থানান্তর করে দেব। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৬, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: ভাইয়া, হিমাচল প্রদেশ বিধানসভা নিবন্ধের কাজ শেষ। তবে টেমপ্লেট:Party name with colour টেমপ্লেট'টিকে ইংরেজির মতো হুবুহু বানানোয় নিবন্ধটিতে সঠিকভাবে কাজ করছে না। অনুগ্রহ করে এটি ঠিক করে দিন।~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১১:২৮, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
- ইংরেজি থেকে অনুবাদ করলেও তথ্য যুক্ত করার দায়িত্ব সম্পাদকের। আপনি প্রথমে উপপাতায় সম্পাদনা করুন এবং বিশ্বকোষীয় করুন। তারপর এখানে জানান আমি স্থানান্তর করে দেব। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৬, ২৪ জুন ২০২০ (ইউটিসি)
স্থানান্তর
সুধী, সম্প্রতি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় নিবন্ধটি আপনি কোন প্রকার ব্যাখ্যা (সারাংশে বা আলাপ পাতায়) ছাড়াই আপনি স্থানান্তর করেছেন যা সম্প্রদায়ের ঐক্যমত্যের ভিত্তিতে হয়নি। দয়া করে এমনটি করবেন না। ভারতে ও বাংলাদেশে একই ধরণের প্রতিষ্ঠানকে ভিন্ন নামে ডাকা হয়। এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে বাংলা প্রচলিত সেগুলোই বিভিন্ন আলোচনায় রাখার কথা উঠে এসেছে। উদাহরণস্বরুপ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫১, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: ভাইয়া, দুঃখিত। আমি আর এমনটি করবনা। আমাকে অবগত করার জন্য অসংখ্য ধন্যবাদ। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৩:০৮, ২৬ জুন ২০২০ (ইউটিসি)
উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০
সুপ্রিয় MS Sakib, উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না। এডিটাথনের আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশের’-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। — অংকন (আলাপ) ১৫:৫৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
|