বানারীপাড়া উপজেলা

স্থানাঙ্ক: ২২°৪৬′৪৭″ উত্তর ৯০°৯′৫১″ পূর্ব / ২২.৭৭৯৭২° উত্তর ৯০.১৬৪১৭° পূর্ব / 22.77972; 90.16417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা ANKAN (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০৩, ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (সম্প্রসারণ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বানারীপাড়া
উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪৬′৪৭″ উত্তর ৯০°৯′৫১″ পূর্ব / ২২.৭৭৯৭২° উত্তর ৯০.১৬৪১৭° পূর্ব / 22.77972; 90.16417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
আয়তন
 • মোট১৩৪.৮৬ বর্গকিমি (৫২.০৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৪৮,১৮৮
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৭.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ১০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বানারীপাড়া বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা যা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ১০টি উপজেলার একটি। বানারীপাড়ার উত্তরে উজিরপুর, দক্ষিণে নেছাড়াবাদ, পিরোজপুর এবং ঝালকাটি সদর, পূর্বে উজিরপুর, পশ্চিমে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা ও উজিরপুর। বানারীপাড়ার মধ্য দিয়ে সন্ধ্যা নদী প্রবাহিত হয়েছে।

ব্রিটিশ শাসনামলে প্রশাসন বানারীপাড়া থানা গঠিত হয় ১৯১৩ সালে এবং স্বাধীনতার পর ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।[২] বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে বরিশাল-২ নং আসন হিসেবে চিহ্নিত। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২০নং আসন।[৩]

অবস্থান

বানারীপাড়ার অবস্থান ২২°৪৬′৫৫″ উত্তর ৯০°১০′০০″ পূর্ব / ২২.৭৮১৯° উত্তর ৯০.১৬৬৭° পূর্ব / 22.7819; 90.1667। উত্তরে উজিরপুর উপজেলা, পূর্বে উজিরপুর উপজেলা, দক্ষিণে নেছারাবাদ উপজেলা, পিরোজপুর সদর উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলা, পশ্চিমে নাজিরপুর উপজেলা, পিরোজপুর সদর উপজেলা এবং উজিরপুর উপজেলা

প্রশাসনিক এলাকা

বানারীপাড়ায় মোট ১১টি ওয়ার্ড, ৮৭টি মহল্লা এবং ৭৭টি গ্রাম রয়েছে। ১৯১৩ সালে বানারীপাড়া থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এটি উপজেলায় পরিণত হয়। মুক্তিযুদ্ধের সময় এই উপজেলার গাভায় ব্যাপক গণহত্যা পরিচালিত হয়। বানারীপাড়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বানারীপাড়া থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

ইতিহাস

বানারীপাড়া উপজেলা আয়তনের দিক দিয়ে বরিশালের মধ্যে সবচেয়ে ছোট। আয়তন ১৩৪.৩০ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৪৮,১৮৮ জন। এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে। এই উপজেলার নামকরণের ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। কারো মতে ‘বাড়িয়া’ যার অর্থ ব্যবসায়ী, এ থেকে থানার নামকরণ হয়। কেননা এককালে এই অঞ্চলে ব্যবসায়ীদের খুব প্রতিপত্তি ছিল। স্থানীয় অধিবাসীদের মতে, এককালে এখানে প্রচুর বানর বাস করত, যা থেকে এই অঞ্চলের নাম বানারীপাড়া হয় বলে ধারণা করা হয়। এছাড়াও বলা হয়, এই অঞ্চলের মানুষ ছিল খুবই অতিথিপরায়ণ। এখানকার নারীগণও ছিল সুন্দরী। এক ব্রিটিশ কর্মকর্তা কোন এক বাড়ির আদর-আপ্যায়ন এবং রান্নায় খুবই খুশি হন। তিনি ঐ বাড়ির গৃহকর্ত্রীকে ‘বাহ্ নারী’ বলে প্রশংসা করেন। আর সেই বাহ্ নারী থেকেই বানারীপাড়া।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বানারীপাড়া উপজেলার মোট জনসংখ্যা ১,৪৮,১৮৮ জন। এর মধ্যে পুরুষ ৭৩,০৭৩ জন এবং মহিলা ৭৫,১১৫ জন। মোট পরিবার ৩৪,১৮৬টি।[৪]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বানারীপাড়া উপজেলার সাক্ষরতার হার ৬৭.২%।[৪]

শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের ধরন সংখ্যা
সরকারি কলেজ ০১
বেসরকারি কলেজ ০২
উচ্চ বিদ্যালয় ২৮
সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮০
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১
মাদ্রাসা ৫৯
প্রতিবন্ধী স্কুল ০১
অর্থনৈতিক স্কুল ০১

ধর্মীয় অনুপাত

মোট জনসংখ্যার ১, ৪৩, ৮২৫ জনের মধ্যে ধর্মীয় অনুপাত রয়েছেঃ

ধর্ম অনুপাত
মুসলিম ৮২.৫৫%
হিন্দু ১৬.৭৫%
অন্যান্য ০.৭%

ধর্মীয় প্রতিষ্ঠান

ধর্মীয় প্রতিষ্ঠান সংখ্যা
মসজিদ ২৬৫
মন্দির ২০
গীর্জা ০৩
পবিত্র স্থান ০১

শিল্পকারখানা

শিল্প সংখ্যা
চালকল ১৬৮
ময়দাকল
বরফ কারখানা
করাতকল
ডালকল

রাস্তার অবস্থা

রাস্তার অবস্থা দৈর্ঘ্য(কি.মি.)-এ
পাকা ২৩
আধপাকা ৩৯
কাচা রাস্তা ৪২৭

বিশিষ্ট ব্যক্তিবর্গ

  • শেরে বাংলা এ কে ফজলুল হক
  • বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতা
  • ড. মহানামব্রত ব্রহ্মচারী
  • স্বর্গীয় বসন্ত কুমার গুহঠাকুরতা
  • জ্যোতির্ময় গুহঠাকুরতা
  • গোলাম সরোয়ার (সাংবাদিক)

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বানারীপাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫ 
  2. "এক নজরে বানারীপাড়া" 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯ 

আরও দেখুন

বহিঃসংযোগ