কৌশল্যা
কৌশল্যা | |
---|---|
অন্তর্ভুক্তি | অযোধ্যা |
গ্রন্থসমূহ | রামায়ণ |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা | সুকৌশল (পিতা) অমৃতপ্রভা (মাতা) |
সহোদর | বর্ষিণী (বোন) |
সঙ্গী | দশরথ |
সন্তান | রাম (পুত্র) শান্তা (মেয়ে) |
রাজবংশ | রঘুবংশ-সূর্যবংশ (বিবাহসূত্রে) |
কৌশল্যা (সংস্কৃত: कौशल्या) হলেন হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত অযোধ্যার রাজা দশরথের প্রধানা স্ত্রী । ইনি রামায়ণের মূল চরিত্র শ্রীরামের জননী । ইনি কোশলাধিপতির কন্যা। [১][২] পরবর্তীকালে রচিত কিছু গ্রন্থে শান্তাকে তার কন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু, মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের আদিকাণ্ড বা বালকাণ্ডে স্পষ্ট উল্লিখিত হয়েছে যে, কৌশল্যার কোনো কন্যা সন্তান নেই। শান্তা হলেন দশরথের বন্ধু অঙ্গদেশের রাজা রোমপাদের একমাত্র কন্যা।[৩]
দীর্ঘকাল নিঃসন্তান থাকায় দশরথ পুত্রেষ্টিযজ্ঞ করেন এবং তারই ফলে কৌশল্যার গর্ভে রামের জন্ম হয়।
তিনি নম্র, স্নেহশীলা ও মধুরস্বভাবা ছিলেন । তার ধৈর্যের চরম পরীক্ষা হয় পুত্র রামের বনবাস কালে । তিনি প্রথমে পুত্রকে বনগমনে নিবৃত্ত করতে চেষ্টা করেন, কিন্তু পিতৃসত্য পালনে নিষ্ঠা ও অপূর্ব ধর্মপ্রাণতা দর্শনে তিনি পুত্রবিরহ দুঃখ তুচ্ছ করে রামকে সম্মতি দেন ও আশীর্বাদ করেন । চৌদ্দ বৎসর পর রাম অযোধ্যায় প্রত্যাবর্তন করলে অশ্বমেধ যজ্ঞের পর কৌশল্যার মৃত্যু হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Ramayana in Sanskrit: Book 1: Chapter 5"।
- ↑ www.wisdomlib.org (২০১২-০৬-১৫)। "Kaushalya, Kauśalyā, Kausalya, Kausalyā, Kauśalya: 18 definitions"। www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "The Ramayana in Sanskrit: Book 1: Chapter 8"।
- Valmiki Ramayana - Bala Kanda ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ নভেম্বর ২০১৫ তারিখে
- পৌরাণিক অভিধান - সুধীরচন্দ্র সরকার