ইক্ষ্বাকু বংশ
বৈবস্বত মনুর পুত্র ইক্ষ্বাকুর বংশকে ইক্ষাকু'র নামে ইক্ষ্বাকুবংশ বলা হয়। বৈবস্বাত মনুর পিতা বিবস্বান সূর্যের নামে একে সূর্যবংশ-ও বলা হয়। ব্রহ্মার পুত্র মরীচি। মরীচি-র পুত্র কশ্যপ। কশ্যপের পুত্র বিবস্বান সূর্য, বিবস্বানের পুত্র শ্রাদ্ধদেব বৈবস্বাত মনু। বৈবস্বাত সপ্তম মনু। এই মন্বন্তরে সাতজন সপ্তর্ষি। যথাঃ- অত্রি, বশিষ্ঠ, কশ্যপ, গৌতম, ভরদ্বাজ, বিশ্বমিত্র ও জমদগ্নি।
বৈবস্বত মনু সুদীর্ঘকাল পুত্রহীন ছিলেন। অবশেষে অপত্যলাভের জন্য যুগল দেবতা মিত্র-বরুণের উদ্দেশ্যে বিশাল যজ্ঞ করেন,এই যজ্ঞের পুরোহিত ছিলেন মহর্ষি বশিষ্ঠ।অতঃপর ভগবান শ্রীহরির আশির্বাদে এবং অবশ্যই যজ্ঞের ফলে বৈবস্বাত মনুর দশজন বিখ্যাত পুত্রের জন্ম হয়।তার মধ্যে জ্যেষ্ঠ হলেন ইক্ষ্বাকু। বৈবস্বত মনুর পুত্র ইক্ষ্বাকু্ই সর্বপ্রথম অযোধ্যায় রাজধানী স্থাপন করেন। রামায়ণের কিষ্কিন্ধ্যাকাণ্ডে ইক্ষ্বাকুকে সম্পূর্ণ পৃথিবীর একচ্ছত্র অধিপতি বলা হয়েছে।
রাম-পূর্ব রাজাদের বিবরণ
[সম্পাদনা]রামায়ণ ও অন্যান্য পুরাণে ইক্ষ্বাকু পুত্র বিকুক্ষি থেকে শ্রীরামচন্দ্র পর্যন্ত রাজাদের নাম আছে। কিন্তু রামায়ণের সঙ্গে অন্যান্য পুরাণের বিবরণের অনেক তফাৎ। এবং শুধুমাত্র রামায়ণেই 'কুক্ষি' ও 'বিকুক্ষি' কে আলাদা ব্যক্তি হিসেবে বিবৃত হয়েছে।[১][২][৩][৪]
[এখানে ছকে রামায়ণের কলামে রামায়ণে বর্ণিত ইক্ষ্বাকুবংশীয় রাম সহ রামপূর্ব রাজাদের বিবরণ দেওয়া হয়েছে। বিষ্ণুপুরাণ, ভাগবত পুুুুরাণ, মৎস্যপুরাণ কলামের ক্ষেত্রেও তাই ]
রামায়ণ | বিষ্ণু পুরাণ | মৎস্যপুরাণ | ভাগবত পুরাণ |
---|---|---|---|
কুক্ষি
বিকুক্ষি বাণ পৃথু সত্যব্রত ত্রিশঙ্কু ধুন্ধুমার যুবনাশ্ব মান্ধাতা সুসন্ধি ধ্রুবসন্ধি ভরত অসিত সগর অসমঞ্জ অংশুমান দিলীপ ভগীরথ ককুৎস্থ রঘু কল্মাষপাদ প্রবৃদ্ধ শঙ্খণ সুদর্শন অগ্নিবর্ণ শীঘ্রগ মরু প্রাশুশুক অম্বরীষ নহুষ যযাতি নাভাগ |
কুক্ষি/বিকুক্ষি
পরঞ্জয়(কৎকুস্থ) অনেনা পৃথু বিশ্বগশ্ব অর্দ্র যুবনাশ্ব শ্রাবস্ত বৃহদশ্ব কুবলাশ্ব(ধুন্ধুমার) দৃঢ়াশ্ব বার্য্যশ্ব নিকুম্ভ সংহতাশ্ব কৃশাশ্ব প্রসেনজিৎ যুবনাশ্ব মান্ধাতা পুরুকুৎসু ত্রসদস্যু সম্ভূত পৃষদশ্ব হর্যশ্ব সুমনাঃ ত্রিধন্ব ত্রাষ্যারুণ সত্যব্রত রোহিতাশ্ব হরিত চঞ্চু বিজয় ও বসুদেব রুরুক(বিজয় পুত্র) বৃক বাহু সগর অসমঞ্জ অংশুমান দিলীপ ভগীরথ শ্রুত নাভাগ অম্বরীষ সিন্ধুদ্বীপ অযুতাশ্ব সর্বকাম সুদাস মিত্রসহ কল্মাষপাদ অশ্মক মুলক দশরথ ইলিবিল বিশ্বসহ খট্বাঙ্গ দিলীপ দীর্ঘবাহু রঘু |
কুক্ষি/বিকুক্ষি
কৎকুস্থ সুযোধন পৃথু শীঘ্রগ আর্দ্র যুবনাশ্ব শ্রাবস্ত বৃহদশ্ব কুবলাশ্ব দৃঢ়াশ্ব প্রমোদ হর্য্যশ্ব নিকুম্ভ সংহতাশ্ব রণাশ্ব যুবনাশ্ব-২য় মান্ধাতা পুরুকুৎসু বসুদ সম্ভূত ত্রিধন্বা ত্রষ্যারুণ সত্যব্রত সত্যরথ রোহিতাশ্ব বৃক বাহু সগর অসমঞ্জ দিলীপ ভগীরথ নাভাগ অম্বরীষ সিন্ধুদ্বীপ অযুতায়ু কল্মাষপাদ সর্বকর্মা নিঘ্ন রঘু দিলীপ অজ দীর্ঘবাহু অজপাল |
কুক্ষি/বিকুক্ষি
পরঞ্জয়(কৎকুস্থ) অনেনা পৃথু বিশ্বগন্ধি চন্দ্র যুবনাশ্ব শ্রাবস্ত বৃহদশ্ব কুবলাশ্ব(ধুন্ধুমার) দৃঢ়াশ্ব হর্য্যশ্ব নিকুম্ভ বহুলাশ্ব কৃশাশ্ব সেনজিৎ যুবনাশ্ব মান্ধাতা(ত্রসদস্যু) পুরুকুৎসু ত্রসদস্যু হর্য্যশ্ব প্রারুণ ত্রিবন্ধন সত্যব্রত ত্রিশঙ্কু রোহিতাশ্ব হরিত চম্প সুদেব বিজয় ভরুক বৃক সগর অসমঞ্জ অংশুমান দিলীপ ভগীরথ শ্রুত নাভ সিন্ধুদ্বীপ অযুতাশ্ব সর্বকাম সুদাস মিত্রসহ কল্মাষপাদ অশ্মক বালিক(মুলক) দশরথ ঐড়বিড়ি বিশ্বসহ খট্বাঙ্গ দীর্ঘবাহু রঘু |
রাম-পরবর্তী রাজাদের বিবরণ
[সম্পাদনা]বিষ্ণু, ভাগবত, মৎস্য এবং অন্যান্য পুরাণে রাম পরবর্তী রাজাদের নাম পাওয়া যায়। রামের পুত্র কুশের বংশধারায় পরবর্তীকালে বৃহদ্বলের জন্ম হয়, যিনি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবপক্ষে যোগদান করেন, এবং অভিমন্যুর হাতে মৃত্যুবরণ করেন।[৫][৬] কিন্তু মৎস্যপুরাণে বৃহদ্বলের জায়গায় 'শ্রুতায়ু' র নামটি পাওয়া যায়। যদিও সেখানে বলা হয়েছে যে, শ্রুতায়ু ভারতযুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন।[৭]
বিষ্ণুপুরাণ | ভাগবত পুরাণ | মৎস্যপুরাণ |
---|---|---|
কুশ
অতিথি নিষধ নল নভঃ পুণ্ডরীক ক্ষেমধন্বা দেবানীক অহীনগু রূপ রুরু পরিযাত্র দল ছল উক্থ বজ্রনাভ শঙ্খনাভ ব্যুত্থিতাশ্ব বিশ্বসহ হিরন্যনাভ পুষ্য ধ্রুবসন্ধি সুদর্শন অগ্নিবর্ণ শীঘ্র মরু প্রসুশ্রুত সুগন্ধি অমর্ষ মহষ্মান বিশ্রুতবান বৃহদ্বল |
কুশ
অতিথি নিষধ নভঃ পুণ্ডরীক ক্ষেমধন্বা দেবানীক হীন পরিযাত্র বলস্থল বজ্রনাভ সুগণ বিধৃতি হিরন্যনাভ পুষ্প ধ্রুবসন্ধি সুদর্শন অগ্নিবর্ণ শীঘ্র মরু প্রসুশ্রুত সন্ধি অমর্ষণ মহষ্মান বিশ্ববাহু প্রসেনজিৎ তক্ষক বৃহদ্বল |
কুশ
অতিথি নিষধ নল নভঃ পুণ্ডরীক ক্ষেমধন্বা দেবানীক অহীনগু সহস্রাশ্ব চন্দ্রাবলোক তারাপীড় চন্দ্রগিরি ভানুচন্দ্র শ্রুতায়ু |
ভবিষ্যৎ কালের রাজাদের বিবরণ
[সম্পাদনা]পুরাণগুলোতে বৃহদ্বল এর পর থেকে ইক্ষ্বাকুবংশীয় শেষ রাজা পর্যন্ত সবার নাম আছে। এই তালিকায় ভগবান বুদ্ধের-যে বংশের নাম 'শাক্য'-সেই শাক্য'র নাম ও আছে। বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণে শুদ্ধোধনের পুত্রের নাম আছে যথাক্রমে 'রাহুল' ও 'লাঙল'। শুধুমাত্র মৎস্যপুরাণে আছে 'সিদ্ধার্থ' নাম।[৮][৯][১০][১১]
বিষ্ণু পুরাণ | ভাগবত পুরাণ | মৎস্যপুরাণ |
---|---|---|
বৃহৎক্ষণ
গুরুক্ষেপ বৎস বৎসব্যূহ প্রতিব্যোম দিবাকর সুপ্রতীক মরুদেব সুনক্ষত্র কিন্নর অন্তরীক্ষ সুপর্ণ অমিত্রজিৎ ধর্মী কৃতঞ্জয় রণঞ্জয় সঞ্জয় শুদ্ধধন প্রসেনজিৎ ক্ষুদ্রক কুণ্ডক সুরথ সুমিত্র |
বৃহদ্রণ
বৎসবৃদ্ধ প্রতিব্যোম ভানু দিবাকর সহদেব বৃহদশ্ব ভানুমান প্রতীকাশ্ব সুপ্রতীক মরুদেব সুনক্ষত্র পুষ্কর অন্তরীক্ষ সুতপা অমিত্রজিৎ বৃহদ্রাজ বর্হি কৃতঞ্জয় রণঞ্জয় সঞ্জয় শুদ্ধধন লাঙল প্রসেনজিৎ ক্ষুদ্রক সুমিত্র |
উরুক্ষয়
বৎসদ্রোহ প্রতিব্যোম দিবাকর সহদেব ধ্রুবাশ্ব ভাব্য প্রতীপাশ্ব সুপ্রতীপ মরুদেব সুনক্ষত্র কিন্নরাশ্ব অন্তরীক্ষ সুমিত্র বৃহদ্রাজ কৃতঞ্জয় রণঞ্জয় সঞ্জয় শুদ্ধধন প্রসেনজিৎ ক্ষুদ্রক কুণক সুরথ সুমিত্র |
ইক্ষ্বাকুণাময়ং বংশঃ সুমিত্রান্তো ভবিষ্যতি ।
যতস্তং প্রাপ্য রাজানং স সংস্থা প্রাপ্যতে কলৌ।।
-এই প্রসিদ্ধ ইক্ষ্বাকুবংশ সুমিত্ৰ পৰ্যন্তই ; কারণ , ইক্ষাকুবংশ সুমিত্ৰনামক রাজাকে পাইয়া কলিযুগে সমাপ্তি লাভ করিবে। [বিষ্ণুপুরাণ ]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, রামায়ণম্। অনন্তর বাগ্মীপ্রবর রাজা দশরথ...।আদিকাণ্ড, সর্গ_৭০, শ্লোক_২৬-৪৫।
- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, বিষ্ণুপুরাণম্ , আর্যশাস্ত্র। হাঁচিবার সময় মনুর ঘ্রাণেন্দ্রিয় হইতে ইক্ষ্বাকু নামে পুত্ৰ উৎপন্ন হয় । তাহার একশত পুত্রের মধ্যে বিকুক্ষি , নিমি ও দণ্ড নামে তিন পুত্র শ্রেষ্ঠ । শকুনি - প্রমুখ তাহার পঞ্চাশৎ পুত্র উপথে রাজা হন , অপর আটচল্লিশজন পুত্র দক্ষিণাপথে রাজা হন..। চতুর্থাংশ, দ্বিতীয় অধ্যায়(শ্লোক_৩) থেকে চতুর্থ অধ্যায়(শ্লোক_৪০)।
- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, মৎস্যপুরাণম্। এক্ষণে ইক্ষাকু বংশের বিবরণ বলিতেছি , শ্রবণ করুন । দেবরাট বিকুকি ইক্ষাকুর পুত্ররূপে জন্ম গ্রহণ করেন । ইক্ষাকুর শত পুত্ৰ মধ্যে ইনি জ্যেষ্ঠপুত্র ছিলেন..।অধ্যায়_১১, শ্লোক_২৫-৫০।
- ↑ শ্রীরামনারায়ণ বিদ্যারত্ন বঙ্গানুবাদিত, শ্রীমদ্ভগবত পুরাণ। হে রাজন ! মনুর দশ সন্তানের মধ্যে পৃষধ্র ও কবি সংসারে বিরক্ত হইয়াছিলেন , এ কারণ তাহাদের বংশ হয় নাই , করুষাদি সপ্ত তনয়ের বংশ কথিত হইয়াছে । ইক্ষাকুর বংশ অতিশয় বিস্তীর্ণ , এ প্রযুক্ত অগ্রে না বলিয়া এক্ষণে বলা যাইতেছে যথা ক্ষুত করিতে করিতে মনুর ঘ্রাণ হইতে ইক্ষ্বাকুর জন্ম হয়.. নবম স্কন্ধ, অধ্যায়_৬-১১।
- ↑ শ্রী রামনারায়ণ বিদ্যারত্ন বঙ্গানুবাদিত, শ্রীমদ্ভগবত পুরাণ। শুকদেব কহিলেন হে রাজন ! রামতনয় কুশের অতিথি নামা যে পুত্র জন্মিয়াছিল তাহার ঔরসে নিষধের উদ্ভব হয় । তাঁহার পুত্র নভ , নভের সন্তান পুণ্ডরীক...।নবম স্কন্ধ, অধ্যায়_১২, শ্লোক_১-৫।
- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, বিষ্ণুপুরাণম্ , আর্যশাস্ত্র। রামের পুত্র কুশ ও লব....কুশের পুত্র অতিথি...।চতুর্থাংশ, চতুর্থ অধ্যায়, শ্লোক_৪৭-৪৯।
- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, মৎস্যপুরাণম্। রামের দুই পুত্র - কুশ ও লব ; এই উভয় পুত্ৰই ইক্ষাকুকুলের ধুরন্ধর । কুশ হইতে অতিথি নামে এক পুত্র উৎপন্ন হয় । তাঁহার পুত্র নিষধ ; তৎপুত্র নল ; তৎপুত্র নভঃ ; নভের পুত্র পুণ্ডরীক..।অধ্যায়_১১, শ্লোক_৫০-৫৭।
- ↑ শ্রীরামনারায়ণ বিদ্যারত্ন বঙ্গানুবাদিত, শ্রীমদ্ভগবত পুরাণ। হে রাজন ! উল্লিখিত ব্যক্তি সকল ইক্ষাকু বংশীয় অতীত নরপতি । পরে যাঁহারা হইবেন বলিতেছি শ্রবণ কর । বৃহদ্বলের বৃহদ্রণ নামে পুত্র জন্মিবে , তাহার পুত্র...।নবম স্কন্ধ, অধ্যায়_১২, শ্লোক_৫-৮।
- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, মৎস্যপুরাণম্। ঋষিগণ বলিলেন - হে সূত ! আপনি ভবিষ্য বৃত্তান্তের সহিত পুরুবংশ কীর্তন করিয়াছেন । অধুনা সূর্যবংশীয় রাজাদিগের বংশবিবরণ বর্ণন করুন...।অধ্যায়_২৭১, শ্লোক_১-১৪।
- ↑ পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, বিষ্ণুপুরাণম্ , আর্যশাস্ত্র। পরাশর বলিলেন -অতঃপর ইক্ষ্বাকুবংশের ভবিষ্য ভূপালগণের বিষয় বলিব..।চতুর্থাংশ, চতুর্থ অধ্যায়, শ্লোক_১-৩।
- ↑ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সম্পাদিত, পুরাণকোষ। [অন্যরণ্য] [অগ্নিবর্ণ] [অংশুমান] [কুশ] [কিন্নর] [অন্তরীক্ষ ]।