ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | |
---|---|
প্রেসিডেন্ট | সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী |
মহাসচিব | জয়নুল আবেদীন জুবাইর |
সদর দপ্তর | ৬০/১, তয় তলা, পুরানা পল্টন, ঢাকা-১০০০[১] |
নির্বাচনী প্রতীক | |
চেয়ার | |
ওয়েবসাইট | |
http://islamicfrontbd.com/ | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি ইসলামী রাজনৈতিক দল। এটি দেশের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য ১৯৯০ সালে প্রতিষ্ঠা লাভ করে।[২] এটি দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন আঞ্চলিক নির্বাচনে দলটি অংশগ্রহণ করে থাকে। দলটির বর্তমান চেয়ারম্যান হলেন মোঃ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং মহাসচিব হলেন জয়নুল আবেদীন জুবাইর। এই দলের নির্বাচনী প্রতীক চেয়ার।
অঙ্গ ও সহযোগি সংগঠনসমূহ[সম্পাদনা]
- ছাত্র সংগঠনের নাম: ইসলামী ছাত্রসেনা ( সভাপতিঃ এ.বি.এম. আরাফাত মোল্লা)
- শিশু কিশোর সংগঠনঃ ফুটন্ত ফুল। ( ম্যাগাজিন- দুরন্ত কিশোর)
- অরাজনৈতিক সংগঠনঃ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত।
- সমাজ সেবা মূলক সংগঠনঃ আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ।
- শিক্ষা মূলক সংগঠনঃ শহীদ লিয়াকত স্মৃতি সংসদ।
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "রাজনৈতিক দলসমূহের নিবন্ধন"। নির্বাচন কমিশন বাংলাদেশ। ৪ মে ২০১৬। ৩১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬।
- ↑ "নানা আয়োজনে ইসলামিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন"। দৈনিক আজাদী। ২২ ডিসেম্বর ২০১৭। ৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।