বিষয়বস্তুতে চলুন

মহাজোট (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(১৪ দলীয় জোট থেকে পুনর্নির্দেশিত)
মহাজোট
১৪ দলীয় জোট
নেতাশেখ হাসিনা
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ভাবাদর্শবাঙালি জাতীয়তাবাদ,
সামাজিক গণতন্ত্র,
ধর্মনিরপেক্ষতা,
সামাজিক উদারনীতি,
গণতান্ত্রিক সমাজতন্ত্র
আন্তর্জাতিক অধিভুক্তিনা

বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এবং আরও ৮টি দল মিলে মোট ১৪টি রাজনৈতিক দলের জোটকে মহাজোট বলা হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি নির্বাচনের আগে মহাজোট থেকে বেরিয়ে আসে এবং স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করে।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর বিরোধীদলীয় অন্যান্য রাজনৈতিক সংগঠন গুলোকে নিয়ে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়। ওই বছরই ২৩ দফা ঘোষণা দিয়ে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়।

প্রথমে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ১১ দল মিলে জোট গঠিত হয়। তবে, জোট গঠনের পর পরই ১১ দল ভেঙে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ কয়েকটি দল বেরিয়ে যায়। রয়ে যায় ওয়ার্কার্স পার্টি ও গণফোরামসহ কয়েকটি দল। তবুও জোটটি ১৪ দল নামেই পরিচিত।

২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনে জোট থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ত্যাগ করে। পরের বছর, ২০০৮ জাতীয় নির্বাচনের আগে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও নজিবুলবশর মাইজভাণ্ডারীর নেতৃত্বাধীন তরিকত ফেডারেশন জোটে যোগ দেয়। ২০১৩ সালে ও ২০১৯ সালে জাতীয় পার্টি (জাপা) জোট ত্যাগ করে। ২০১৬ সালে ইনুর জাসদ বিভক্ত হয়ে গেলে বাদল–আম্বিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ জোট ত্যাগ করে।

এছাড়া গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-রেজাউর), গণতান্ত্রিক মজদুর পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ ও ন্যাপ (মোজাফফর) ১৪ দলের অন্তর্গত।

শরিক দলের তালিকা

[সম্পাদনা]

নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮

[সম্পাদনা]

মোট আসন: ৩০০

  • মহাজোট: ২৬৩
  • চারদলীয় জোট: ৩৩
  • নির্দদলীয় এবং অন্যান্য: ৪

দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪

[সম্পাদনা]

মোট আসন: ৩০০

  • মহাজোট: ২৮০
  • নির্দদলীয় এবং অন্যান্য: ২০

একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮

[সম্পাদনা]

মোট আসন: ৩০০

  • মহাজোট: ২৮৮
  • নির্দদলীয় এবং অন্যান্য: ১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৪

[সম্পাদনা]

মোট আসন: ৩০০[]

  • আওয়ামী লীগ ও শরিক দল: ২২৬
  • জাতীয় পার্টি: ১১
  • স্বতন্ত্র: ৬২
  • বাংলাদেশ কল্যাণ পার্টি: ১

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪"। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৪