ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ)
অবয়ব
(ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি থেকে পুনর্নির্দেশিত)
ন্যাশনাল পিপলস পার্টি National People’s Party | |
---|---|
চেয়ারম্যান | ড. ফরিদুজ্জামান ফরহাদ |
মহাসচিব | মোস্থাফিজুর রহমান মুস্থফা |
প্রতিষ্ঠা | ১৯ জুলাই ২০০৭ |
সদর দপ্তর | অস্থায়ী কার্যালয় : ৪৪ দিলকুশা ৫ম তলা , বাংলাদেশ |
ভাবাদর্শ | ধর্মনিরপেক্ষতাবাদ |
নির্বাচনী প্রতীক | |
আম |
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ১৯ জুলাই ২০০৭ সালে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।[১] । বিশ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে। দলটির বতর্মান চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন দল ন্যাশনাল পিপলস পার্টি -র আত্মপ্রকাশ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৯ জুলাই ২০০৭। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৮।