দুর্গাদাস শেঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুক্তিযোদ্ধা

দুর্গাদাস শেঠ
দুর্গাদাস শেঠ
জন্ম২০ সেপ্টেম্বর, ১৮৯৫
পালপাড়া, চন্দননগর, হুগলি, পশ্চিমবঙ্গ
মৃত্যু২০ জুলাই, ১৯৫৮(৬৩ বছর বয়স)
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতানিত্যগোপাল শেঠ (পিতা) ও কৃষ্ণভবানী দেবী (মাতা)

দুর্গাদাস শেঠ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বাঙালি বিপ্লবী। বিপ্লবী রাসবিহারী বসুকেও প্রয়োজনে অর্থ সাহায্য করতেন। শেষের দিকে পৈতৃক সম্পত্তি থেকে প্ৰাপ্ত এক লক্ষ টাকা পণ্ডিচেরী আশ্রমে দান করে তিনি শ্ৰীঅরবিন্দের কাছে আত্মসমর্পণ-যোগ গ্রহণ করেছিলেন। গুরুদক্ষিণা দিয়ে প্রায় নিঃস্ব অবস্থায় কলিকাতায় বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের আশ্রয়ে থাকেন। এ সময় তিনি শিল্প সমবায় তহবিল থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বিপ্লবী শ্ৰীশচন্দ্ৰ ঘোয়ের নামে ‘শ্ৰীশ ফান্ড’ প্ৰতিষ্ঠা করে তা ট্রাস্টির হাতে দেন। চন্দননগর সংস্কৃতির প্রাণপুরুষ হরিহর শেঠের ভাই।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

দুর্গাদাস শেঠ ১৮৯৫ সালের ২০ সেপ্টেম্বর কলকাতার চন্দননগর পালপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নৃত্যগোপাল শেঠ ছিলেন চন্দননগরের একজন সম্মানিত ব্যক্তিত্ব। দুর্গাদাস ছিলেন বিখ্যাত হরিহর শেঠের ভাই। তাঁর প্রাথমিক শিক্ষা চন্দননগরে হয়েছিল।[৩]

স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ[সম্পাদনা]

১৯০৫ সালে বঙ্গভঙ্গের উত্তাল সময়ে, চন্দননগরের যুবকরা দেশব্যাপী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত হয়েছিল, দুর্গাদাসকে সর্বাগ্রে রেখেছিল। তারা আমদানিকৃত পণ্য বর্জন শুরু করে, দেশীয় পণ্যের ব্যবহারকে উৎসাহিত করে এবং বিদেশী কাপড়ের দোকানে পিকেটিং করে। দুর্গাদাস বুদ্ধিবৃত্তিক বিকাশ ও চরিত্র বিকাশের জন্য 'সন্ধ্যা', 'যুগান্তর', 'বন্দেমাতরম', 'ধর্ম' প্রভৃতি দেশাত্মবোধক পত্রিকায় নিজেকে নিমগ্ন করেছিলেন। নিজের শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য তিনি প্রতিদিনের অনুশীলন এবং স্টিক গেমগুলিতে নিজেকে উত্সর্গ করেছিলেন। দুর্গাদাস লক্ষ্মীগঞ্জ বাজারে 'শিল্প সমবায়' নামে একটি ছোট দোকান প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি দেশীয় হস্তশিল্প, তাঁতের কাপড়, খাদি, দেশীয় ওষুধ এবং প্রসাধনী বিক্রি করতেন। এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার জন্য পরিচালিত হয়েছিল। কালীচরণ ঘোষ, তিনকড়ি মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সন্তোষ নন্দী, আনন্দ পাল প্রমুখ যুবকদের সঙ্গে তিনি এই মহৎ কাজে হাত মিলিয়েছেন।[৪]

আলিপুর জেলে বন্দি[সম্পাদনা]

দুর্গাদাস 'স্বদেশী বাজার' নামে একটি সাপ্তাহিক পত্রিকাও চালু করেছিলেন যেখানে তিনি আধ্যাত্মিক, ধর্মীয় ও বিপ্লবী নিবন্ধগুলির পাশাপাশি বিভিন্ন দেশের মুক্তিযোদ্ধাদের জীবন ও ইতিহাস প্রকাশ করেছিলেন। এই সময়কালে, ব্রিটিশ সরকার দুর্গাদাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা অভিযোগ আনে, যার ফলে তাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়। কারাগারে থাকাকালীন তিনি যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সুভাষচন্দ্র বসুর মতো উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের সংস্পর্শে আসেন।

পরবর্তী জীবন[সম্পাদনা]

দুর্গাদাস শিল্প সমবায়ের জন্য ৩০০০ টাকা এবং অরবিন্দের বাণী প্রচারের জন্য দশ হাজার টাকা সহ যথেষ্ট অনুদান দিয়েছিলেন। পন্ডিচেরি আশ্রমে তাঁর পৈতৃক সম্পত্তি বিতরণ থেকে তিনি প্রায় এক লক্ষ টাকা দান করেছিলেন। দুর্গাদাস শেঠ ১৯৫৮ সালের ২০ জুলাই ৬৩ বছর বয়সে মারা যান।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8 
  3. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?25559
  4. https://archive.org/details/dli.bengal.10689.12784
  5. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?25559