বিষয়বস্তুতে চলুন

২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স
কুপ দাফ্রিকে দে নেশন্স ২০২৫
বিবরণ
স্বাগতিক দেশ মরক্কো[]
তারিখজুন – জুলাই ২০২৫
দল২৪

২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স (যা সাধারণত এএফসিওএন ২০২৫, সিএএন ২০২৫ অথবা পৃষ্ঠপোষকজনিত কারণে নামে পরিচিত) হচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ) দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশন্সের ৩৫তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে আফ্রিকার ফুটবল সংস্থা ক্যাফের অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে।[] এই আসরটি ২০২৫ সালের জুন হতে জুলাই পর্যন্ত গিনিতে অনুষ্ঠিত হবে।[][][][] ৩০ সেপ্টেম্বর ২০২২-এ, কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যে গিনিকে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন থেকে বঞ্চিত করা হচ্ছে।[] ফলস্বরূপ, একটি নতুন প্রক্রিয়ায় মরক্কোকে আয়োজনের দায়িত্ব প্রদান করা হয়।[]

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোত দিভোয়ার জাতীয় ফুটবল দল

কাসাব্লাঙ্কা রাবাত তানজাহ মারাকেশ
পঞ্চম মোহাম্মদ স্টেডিয়াম রাজকুমার মৌলে আবদুল্লাহ স্টেডিয়াম ইবন বতুতা স্টেডিয়াম মারাকেশ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪৫,৮৯১ ধারণক্ষমতা: ৫০,০০০ ধারণক্ষমতা: ৬৫,০০০ ধারণক্ষমতা: ৪৫,২৪০
আগাদির
আদরার স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪৫,৪৮০
ফেজ
ফেজ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪৫,০০০

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

টাইব্রেকার

[সম্পাদনা]

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হয়েছিল:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যদি মানদণ্ড ১ থেকে ৩ প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে মানদণ্ড ১ থেকে ৩ শুধুমাত্র দলগুলোর মধ্যে ম্যাচগুলোর ক্ষেত্রে পুনরায় প্রয়োগ করা হয়।[] এই পদ্ধতিটি যদি কোন সিদ্ধান্তের দিকে পরিচালিত না করে তবে মানদণ্ড ৫ থেকে ১০ প্রযোজ্য;
  5. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের মধ্যকার ম্যাচে পয়েন্ট;
  6. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
  8. যদি উপরে সকল হেড-টু-হেড মানদণ্ড প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে উপরের সকল হেড-টু-হেড মানদণ্ড শুধুমাত্র উক্ত দলগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হবে;
  9. গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল পার্থক্য;
  10. গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল সংখ্যা;
  11. লটারি।

টীকা

  1. যদি পয়েন্টে ত্রিমুখী সমতা হয়, তবে প্রথম তিনটি মানদণ্ডের প্রয়োগ কেবলমাত্র একটি দলের জন্য সমতা দূর করতে পারে, বাকি দুটি দল তখনও সমতায় থাকে। এই ক্ষেত্রে, সমতায় থাকা দুটি দলের জন্য টাইব্রেকিং পদ্ধতি শুরু থেকে পুনরায় শুরু করা হয়।

নক-আউট পর্ব

[সম্পাদনা]

ফাইনাল

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Morocco to host 2025 Africa Cup of Nations"। Confederation of African Football। ২৭ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৩ 
  2. "Caf president Ahmad confirms Guinea will host 2025 Nations Cup"BBC Sport। ৭ জানুয়ারি ২০১৯। 
  3. "Africa Cup of Nations to switch from January staging to June in 2019"The Guardian। ২১ জুলাই ২০১৭। 
  4. "Africa Cup of Nations: Date switch makes African players more attractive, say agents"BBC। ২১ জুলাই ২০১৭। 
  5. "African Cup of Nations finally moved away from mid-season and expanded from 16 to 24 teams"The Independent। ২১ জুলাই ২০১৭। 
  6. "FIFA Council makes key decisions for the future of football development"। FIFA। ২৬ অক্টোবর ২০১৮। ২৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৮ 
  7. "Guinea stripped of 2025 Africa Cup of Nations: CAF president"beIN Sports। ৩০ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  8. [১]

বহিঃসংযোগ

[সম্পাদনা]