বিষয়বস্তুতে চলুন

স্বোপার্জিত স্বাধীনতা

স্থানাঙ্ক: ২৩°৪৩′৫৬″ উত্তর ৯০°২৩′৪২″ পূর্ব / ২৩.৭৩২৩° উত্তর ৯০.৩৯৫১° পূর্ব / 23.7323; 90.3951
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বোপার্জিত স্বাধীনতা
স্বোপার্জিত স্বাধীনতা
শিল্পীশামীম শিকদার
সমাপ্তির তারিখ২৫ মার্চ, ১৯৮৮
ধরনভাস্কর্য
বিষয়বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
অবস্থানঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৩′৫৬″ উত্তর ৯০°২৩′৪২″ পূর্ব / ২৩.৭৩২৩° উত্তর ৯০.৩৯৫১° পূর্ব / 23.7323; 90.3951

স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর শামীম শিকদারের নির্মিত একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।[] একাত্তরে পাকিস্তানি হানাদারের অত্যাচারের একটি নমুনাচিত্র। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নির্মাণ শুরু হয়। ১৯৮৮ সালের ২৫ মার্চ এ ভাস্কর্য গড়া শেষ হয়।[]

ভাস্কর্যের বিবরণ

[সম্পাদনা]

এই ভাস্কর্যের পুরো গাজুড়ে রয়েছে একাত্তরে পাকিস্তানি হানাদারদের অত্যাচারের একটি খণ্ড চিত্র। চৌকো বেদির ওপর মূল ভাস্কর্য স্থাপন করা হয়েছে। উপরে বামে আছে মুক্তিযোদ্ধা কৃষক আর ডানে অস্ত্র হাতে দুই বীর মুক্তিযোদ্ধা। মাঝখানে অস্ত্র হাতে নারী ও পুরুষ যোদ্ধারা উড়িয়েছে বিজয় নিশান। কিন্তু পতাকা ওড়ানোর জন্য বাঙালি যে রক্ত দিয়েছে, সয়েছে নির্যাতন, তার কটি খণ্ডচিত্র বেদির চারপাশে চিত্রায়িত। এ ভাস্কর্য বেদির বাম পাশে আছে ছাত্র-জনতার ওপর অত্যাচারের নির্মম চেহারা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সালাম, আবদুস। "ঢাবি ক্যাম্পাসে স্বাধীনতার স্মারক"www.prothomalo.com। ২০২১-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  2. মতিহার, মোস্তফা (২০২১-০৫-১৮)। "নীরব সৌন্দর্য রাজধানীর ভাস্কর্যগুলো"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২১