দুর্বার বাংলা
অবয়ব
দুর্বার বাংলা | |
---|---|
শিল্পী | গোপাল চন্দ্র পাল |
বছর | ২০১৩ |
উপাদান | কংক্রিট |
বিষয় | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
অবস্থান | খুলনা |
২২°৫৩′৫৭″ উত্তর ৮৯°২৯′৫০″ পূর্ব / ২২.৮৯৯১৪° উত্তর ৮৯.৪৯৭২০° পূর্ব | |
মালিক | খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
দুর্বার বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য।[১]এটির অবস্থান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রশাসনিক ভবনের পূর্বপাশে। ২০১৩ সালে গোপাল চন্দ্র পালের নকশায় ভাস্কর্যটির নির্মাণ করা হয়।[২]
বর্ণনা
[সম্পাদনা]দুর্বার বাংলা তিনজন মুক্তিযোদ্ধার মুর্তির সমন্বিত ভাস্কর্য। এদের একজন নারী। প্রত্যেকে অস্ত্রধারী। তিনজন তিন ভঙ্গিমায় ত্রিমুখি অবস্থানে একটি বেদীর উপর দন্ডায়মান। সংগ্রাম করে বেঁচে থাকা এই ভাস্কর্যের মূল প্রতিপাদ্য।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সুমন, শরীফুল আলম (২০২১-০৩-২৭)। "মুক্তিযুদ্ধের লালন ভাস্কর্যে ভাস্কর্যে"। দৈনিক কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৯।
- ↑ ক খ হক, সুপ্রভা (২০১৯-১২-১৫)। "ভাস্কর্যে ভাস্বর মুক্তিযুদ্ধের চেতনা"। প্রথম আলো। ২০২৪-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০।