নিমতলা মহাশ্মশান
অবয়ব
নিমতলা মহাশ্মশান | |
---|---|
অবস্থান | ২পি, স্ট্র্যান্ড ব্যাংক রোড, বিডন স্ট্রিট, কলকাতা – ৭০০০০৬ |
অঞ্চল | জোড়াবাগান |
নির্মিত | ১৮২৭ |
পরিচালকবর্গ | কলকাতা পৌরসংস্থা |
নিমতলা মহাশ্মশান হল কলকাতার বিডন স্ট্রিট এলাকায় অবস্থিত একটি শ্মশানঘাট।[১] এটি হুগলি নদীর তীরে অবস্থিত। ১৮৯১ সালের ২৯ জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহকার্য এখানে সম্পন্ন হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই শ্মশানঘাটে দাহ করা হয়েছিল। তার সমাধিমন্দির এই শ্মশানের পাশেই অবস্থিত। বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কেও এই শ্মশানে দাহ করা হয়।
নিমতলা মহাশ্মশান নির্মিত হয়েছিল ১৮২৭ সালে। ২০১০ সালে ভারত সরকার এই শ্মশানঘাটের উন্নয়নের জন্য ১৪ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পে শ্মশান ও শ্মশানঘাট সংলগ্ন রবীন্দ্রনাথের সমাধিমন্দিরটির সৌন্দর্যায়ন ঘটানো হয়।[২]
যেসব বিখ্যাত ব্যক্তিদের এই শ্মশানে দাহ করা হয়
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sudhamoy Chatterji (১৯৬৮)। Death and after। Firma K. L. Mukhopadhyay। পৃষ্ঠা 110। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
- ↑ "Rs 14cr upgrade for Nimtala burning ghat"। The Telegraph Calcutta। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
- ↑ মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ইংরেজি), মহাশ্বেতা দেবী, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি, ১৯৮৩, পৃ. ৭৭-৭৯