বিষয়বস্তুতে চলুন

ইজাজ আলী আমরুহী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শায়খুল আদব ওয়াল ফিকহ

ইজাজ আলী আমরুহী
২য় প্রধান মুফতি, দারুল উলুম দেওবন্দ
অফিসে
১৯২৮ থেকে ১৯২৯
পূর্বসূরীআজিজুর রহমান উসমানি
উত্তরসূরীরিয়াজুদ্দিন বিজনুরী
৯ম প্রধান মুফতি, দারুল উলুম দেওবন্দ
অফিসে
১৯৪৪ থেকে ১৯৪৬
পূর্বসূরীফারুক আহমেদ
উত্তরসূরীমেহেদী হাসান শাহজাহানপুরী
ব্যক্তিগত তথ্য
মৃত্যু১৯৫৫
সমাধিস্থলমাকবারায়ে কাসেমি, দেওবন্দ
ধর্মইসলাম
অঞ্চলভারত
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহআরবি সাহিত্য, ফিকহ
উল্লেখযোগ্য কাজনাফহাতুল আরব, জাল হাদীস
কাজবিচারক
মুসলিম নেতা

ইজাজ আলী আমরুহী (মৃত্যু: ১৯৫৫) ( উর্দু : مولانا اعزاز علی امروہوی) ছিলেন একজন ভারতীয় সুন্নি হানাফি আলেম।[][] তিনি দারুল উলুম দেওবন্দে দু'বার প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছেনঃ ১৯২৭ থেকে ১৯২৮ এবং তারপরে ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত।[][] তাঁর “নাফহাতুল আরব” বইটি দারুল উলুম দেওবন্দসহ মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়।

শিক্ষা

[সম্পাদনা]

ইজাজ আলী কুতুবউদ্দিনের কাছ থেকে কুরআন অধ্যয়ন করেন এবং হাফিজ শরফুদ্দিনের তত্ত্বাবধানে কোরআন মুখস্থ করেছিলেন। তিনি তার বাবার কাছ থেকে ফারসি ভাষা শিখেছেন। তিনি মকসুদ আলী খানের কাছে থেকে উত্তর প্রদেশের তিলহর মাদ্রাসায় আরবি গুলশান ফয়েজে দরস-ই-নিজামীর প্রাথমিক বইগুলো পড়াশোনা করেছিলেন। এরপর তিনি মাদ্রাসা আয়নুল ইলমে যান, যেখানে তিনি ক্বারী বশীর আহমদের কাছে থেকে কানজুদ দাকাইক ও মোল্লা জামে এবং কেফায়তুল্লাহ দেহলভীর কাছ থেকে ফারসি ও ফিকহ সংক্রান্ত বিষয়গুলো অধ্যায়ন করেন।[] ক্বারী বাশির আহমদ এবং কিফায়াতুল্লাহ দেহলভীর অনুরোধে আমরুহী দারুল উলুম দেওবন্দে চলে যান, যেখানে তিনি হাফেজ মুহাম্মদ আহমদ ও মাওলানা সাহুল ভাগলপুরীর অধীনে পড়াশোনা করেন। আমরুহী দেওবন্দে একবছর পূর্ণ করে মীরাট ভ্রমণ করেন, যেখানে তিনি আশিক এলাহী মীরাটির সাথে সাক্ষাত করেছিলেন। তিনি আবার দেওবন্দে চলে আসেন এবং শায়খুল হিন্দ থেকে সহিহ বুখারী, তিরমিযী, সুনান আবু দাউদ এবং বায়যাভীর মতো বই অধ্যয়ন করেন। আমরুহী মুফতি আজিজুর রহমানের কাছ থেকে ফতোয়া এবং মাওলানা মুইজউদ্দিন আহমদের কাছ থেকে সাহিত্যের পড়াশোনা করেন। তিনি ১৯০৩ সালে দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক হন।[]

১৯০৩ সালে দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক হওয়ার পরে, মাহমুদ হাসান দেওবন্দী তাকে ভাগলপুরের পুরেনী, মাদ্রাসা নোমানিয়ায় পাঠিয়েছিলেন যেখানে তিনি সাত বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছিলেন। অতঃপর তিনি শাহজাহানপুরে চলে যান এবং আফজাল আল-মাদারিসকে এমন একটি মসজিদে প্রতিষ্ঠিত করেন যেখানে তিনি পড়াতেন । বিনা পারিশ্রমিকে তিনি প্রায় তিন বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। আমরুহী ১৯১১ সালে দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসেবে নিযুক্ত হন, তিনি প্রথম বছরে ইলমুস সিগাহ, নুরুল ইজাহের মতো আরবি প্রাথমিক বই পড়াতেন। দারুল উলুমে তাঁর একাডেমিক জীবন ৪৪ বছর ধরে স্থায়ী হয়েছিল।

আমরুহী ১৯২৮ থেকে ১৯২৯ এবং ১৯৪৪ থেকে ১৯৪৬ পর্যন্ত দুইবার প্রধান মুফতির দায়িত্ব পালন করেন, তার অধীনে প্রায় ২৪,৮৫৫ টি ফতোয়া লিপিবদ্ধ হয়েছে।। তিনি হুসেন আহমদ মাদানির অনুপস্থিতিতে সহিহ আল বুখারী পড়াতেন এবং জীবনের শেষ পর্বে তিনি বেশ কয়েক বছর তিরমিজীর দ্বিতীয় খণ্ডও পড়াতেন।[] তাঁর উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মুহাম্মদ শফি দেওবন্দী[][], আনজার শাহ কাশ্মীরি,[] মুহাম্মদ সেলিম কাশ্মী[] এবং রাশেদ আহমদ লুধিয়ানভি।[]

সাহিত্যিক কাজ

[সম্পাদনা]
  • নাফহাতুল আরব[]
  • জাল হাদিস [১০]

মৃত্যু

[সম্পাদনা]

আমরুহী ১৯৫৫ সালে মারা যান এবং দারুল উলুম দেওবন্দের কাসেমি কবরস্থানে তাকে দাফন করা হয়।[] আনজার শাহ কাশ্মীরি তার জীবনী তাজকিরাতুল ইজাজ লিখেছেন।[১১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

উদ্ধৃতি

[সম্পাদনা]
  1. "Other Great Ulama of Deoband"Dud.edu.in। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯ 
  2. "مولانا محمد اعزاز علی امروہیؒ صاحبِ نفحۃ العرب کی اردو شاعری"AlGazali.org। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯ 
  3. Maulana Mehboob RizwiHistory of The Dar al-Ulum Deoband (Volume 2) (ইংরেজি ভাষায়) (1981 সংস্করণ)। ইদারা-এ-এহতেমাম, দারুল উলূম দেওবন্দ। পৃষ্ঠা ৬৩-৬৫, ১৮৭-১৮৯। 
  4. Muhammad Haneef Gangohi। "Sahib-e-Nafhatul Arab"। Halaat Musannifeen Dars e Nizami (পিডিএফ) (উর্দু ভাষায়) (March 2000 সংস্করণ)। Karachi, Darul Ishaat। পৃষ্ঠা 246–251। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  5. Muhammad Taqi UsmaniAkabir-e-Deoband Kya Thy (উর্দু ভাষায়) (May 1995 সংস্করণ)। Zamzam Book Depot, Deoband। পৃষ্ঠা 71। 
  6. Muhammad Rafi Usmani (মে ২০০৫)। حیات مفتی اعظم / Ḥayāt-i Muftī-yi A'ẓam (উর্দু ভাষায়)। ادارة المعارف / Idāratul-Ma‘ārif। 
  7. Muhammadullah Khalili Qasmi। "Mawlana Anzar Shah Kashmiri: A Tribute to His Life and Services"IlmGate.org। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  8. "Obituary: Maulana Muhammad Salim Qasmi, an ocean of knowledge"TwoCircles.net। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  9. Nawhami, Muhammad Saifur Rahman। "Ludhyanwi, Rashid Ahmad - d. 1422"Uloom.com। Uloom। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  10. "Ta'aruf-o-Tabsirah al-Ahadith al-mawdu'ah"darululoom-deoband.com। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯ 
  11. Halaat Musannifeen Dars e Nizami (পিডিএফ)Karachi, Darul Ishaat। পৃষ্ঠা 4। 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • খালিদ হোসেন, আফম (২০০৫)। ইজাজ আলী আমরুহীইসলামী বিশ্বকোষ। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৭৪৫–৭৪৬। আইএসবিএন 984-06-0955-6 
  • খালিদ হোসেন, আ ফ ম (২০২২)। নিভে যাওয়া দীপশিখা ১। বাংলাদেশ: আকাবিব স্টাডিজ অ্যান্ড পাবলিশিং হাউস। পৃষ্ঠা ৩৪৩–৩৪৬। আইএসবিএন 9789849591405 
  • hdl:10603/56235