২০১৫ নিউজিল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৫ নিউজিল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
  Flag of Zimbabwe.svg Flag of New Zealand.svg
  জিম্বাবুয়ে নিউজিল্যান্ড
তারিখ ২ আগস্ট – ৯ আগস্ট ২০১৫
অধিনায়ক এলটন চিগুম্বুরা কেন উইলিয়ামসন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রেগ আরভিন (১৭৪) কেন উইলিয়ামসন (১৮৭)
সর্বাধিক উইকেট গ্রেইম ক্রিমার (৩) নাথান ম্যাককুলাম (৫)
সিরিজ সেরা খেলোয়াড় কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রেগ আরভিন (৪২) জর্জ ওয়ার্কার (৬২)
সর্বাধিক উইকেট শন উইলিয়ামস (৩) অ্যাডাম মিলেন (২)
মিচেল ম্যাকক্লেনাগান (২)
সিরিজ সেরা খেলোয়াড় ক্রেগ আরভিন (জিম্বাবুয়ে)

নিউজিল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২ থেকে ৯ আগস্ট, ২০১৫ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে।[১] এ সফরে দলটি তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[১] প্রথম একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের খেলোয়াড়গণ অটিয়ারোয়া নামধারণ করেন। এ মাওরি নামটি মাওরি ভাষা সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে পালন করা হয়।[২]

দলীয় সদস্য[সম্পাদনা]

ওডিআই টি২০আই
 জিম্বাবুয়ে[৩]  নিউজিল্যান্ড  জিম্বাবুয়ে[৪]  নিউজিল্যান্ড

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩০৩/৪ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
৩০৪/৩ (৪৯.০ ওভার)
রস টেলর ১১২* (১২২)
তিনাশি প্যানিয়াঙ্গারা ২/৫০ (১০ ওভার)
ক্রেগ আরভিন ১৩০* (১০৮)
নাথান ম্যাককুলাম ৩/৬২ (৯ ওভার)
জিম্বাবুয়ে ৭ উইকেটে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: ক্রেগ আরভিন (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি’র ওডিআই অভিষেক ঘটে।

২য় ওডিআই[সম্পাদনা]

৪ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
২৩৫/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৩৬/০ (৪২.২ ওভার)
সিকান্দার রাজা ১০০* (৯৫)
ইশ সোধি ৩/৩৮ (১০ ওভার)
নিউজিল্যান্ড ১০ উইকেটে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: মার্টিন গাপ্টিলটম ল্যাথাম (উভয়েই নিউজিল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

৭ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৭৩/৬ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৩৫ (৪৭.৪ ওভার)
নিউজিল্যান্ড ৩৮ রানে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

একমাত্র টি২০আই[সম্পাদনা]

৯ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৯৮/৫ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১১৮/৮ (২০ ওভার)
ক্রেগ আরভিন ৪২ (৪৬)
অ্যাডাম মিলেন ২/১০ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৮০ রানে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: জর্জ ওয়ার্কার (নিউজিল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিউজিল্যান্ডের পক্ষে জর্জ ওয়ার্কারের টি২০আই অভিষেক ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zimbabwe confirm tours from India and New Zealand"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫ 
  2. "New Zealand to play as Aotearoa"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫ 
  3. "Zimbabwe recall Nyumbu for first two NZ ODIs"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫ 
  4. "Zimbabwe Twenty-20 Squad / Players"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ