বিষয়বস্তুতে চলুন

২০১৪ আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪ আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে আফগানিস্তান
তারিখ ১৩ জুলাই, ২০১৪ – ৫ আগস্ট, ২০১৪
অধিনায়ক ব্রেন্ডন টেলর মোহাম্মাদ নবী
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র
সর্বাধিক রান সিকান্দার রাজা (২১০) ওসমান গণি (১৭৫)
সর্বাধিক উইকেট ডোনাল্ড তিরিপানো (৭) শরফুদ্দিন আশরাফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

আফগানিস্তান ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৩ জুলাই থেকে ৪ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে তারা জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে চারটি একদিনের আন্তর্জাতিক ও দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[] প্রকৃতপক্ষে সফরটি জানুয়ারি, ২০১৪ সালে নির্দিষ্ট করা ছিল। কিন্তু খেলোয়াড়দের ধর্মঘটের কারণে সফরটি স্থগিত রাখতে হয়েছিল।[][]

দলের সদস্য

[সম্পাদনা]
একদিনের আন্তর্জাতিক প্রথম-শ্রেণীর ক্রিকেট
 জিম্বাবুয়ে[]  আফগানিস্তান[]  জিম্বাবুয়ে[]  আফগানিস্তান

প্রস্তুতিমূলক খেলা

[সম্পাদনা]

১ম ওয়ান-ডে: জিম্বাবুয়ে এ বনাম আফগান

[সম্পাদনা]
১৩ জুলাই
৯:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২০৯ (৫০ ওভার)
জিম্বাবুয়ে এ
১৯৩ (৪৮.৩ ওভার)
ওসমান গণি ৭৯ (১১০)
মাইকেল চিনোয়া ২/৩০ (১০ ওভার)
  • জিম্বাবুয়ে এ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে শরফুদ্দিন আশরাফের লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে।

২য় ওয়ান-ডে: জিম্বাবুয়ে এ বনাম আফগান

[সম্পাদনা]
১৫ জুলাই
৯:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৬৮/৭ (৫০ ওভার)
জিম্বাবুয়ে এ
২৭২/৩ (৪৮ ওভার)
নাসির জামিল ৬৪* (৭৬)
লুক জংউই ৩/৭৪ (১০ ওভার)
জিম্বাবুয়ে এ দল ৭ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে) ও ক্রিস্টোফার ফিরি (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে এ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ২ উইকেটে ১২৭ রানের সময় রিচমন্ড মুতুম্বামি রিটায়ার্ড হার্ট হন।

খেলা পরিচালনাকারী কর্মকর্তা

[সম্পাদনা]

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:

আম্পায়ার সংরক্ষিত আম্পায়ার ম্যাচ রেফারী চতুর্থ কর্মকর্তা অনলাইন স্কোরার
  • ডোনাল্ড জে. নিওনি
  • টি ফিরি

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১৮ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৩
আফগানিস্তান 
২২৩/৯ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২২৭/৪ (৪৫.২ ওভার)
শন উইলিয়ামস ৭০ (৬৫)
শাপুর জাদরান ১/৩২ (৯ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে শরফুদ্দিন আশরাফ ও জিম্বাবুয়ের পক্ষে ডোনাল্ড তিরিপানো’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
  • জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে

২য় ওডিআই

[সম্পাদনা]
২০ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৪
আফগানিস্তান 
২৫৬/৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৫৭/২ (৪৩.৩ ওভার)
ওসমান গণি ১১৮ (১৪৩)
সিকান্দার রাজা ২/২৫ (৫ ওভার)
জিম্বাবুয়ে ৮ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: ওয়েন চিরুম্বি (জিম্বাবুয়ে) ও যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে

৩য় ওডিআই

[সম্পাদনা]
২২ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৫
জিম্বাবুয়ে 
২৬১/৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৬৪/৮ (৪৯.৪ ওভার)
জাভেদ আহমদি ৫৬ (৫৭)
শন উইলিয়ামস ২/৩৩ (১০ ওভার)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে নাসির জামালের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
  • আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে।[]

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
২৪ জুলাই, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০৭
আফগানিস্তান 
২৫৯ (৪৯.১ ওভার)
 জিম্বাবুয়ে
১৫৯ (৩৮ ওভার)
শফিকুল্লাহ ৫৬ (৪৩)
ডোনাল্ড তিরিপানো ৫/৬৩ (৯.১ ওভার)
আফগানিস্তান ১০০ রানে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে) ও যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডোনাল্ড তিরিপানো (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ের পক্ষে রিচমন্ড মুতুম্বামি’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
  • আফগানিস্তানের ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনয়ণ।

অর্জনসমূহ

[সম্পাদনা]
জিম্বাবুয়ে
আফগানিস্তান
  • ১ম ওডিআইয়ে দৌলত জাদরান তার চতুর্দশতম অর্ধ-শতক সংগ্রহ করেন।[]
  • ২য় ওডিআইয়ে ওসমান গণি তার অভিষেক ওডিআই সেঞ্চুরি করেন। গুলবাদিন নায়েবের সাথে তিনি যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[১০]
  • ৪র্থ ওডিআইয়ে জয়ের ফলে আফগানিস্তান কোন পূর্ণাঙ্গ সদস্য দলের বিপক্ষে সিরিজ ড্র করে।[১১]

পরিসংখ্যান

[সম্পাদনা]
সর্বাধিক রান[১২]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ রান গড় বল মোকাবেলা স্ট্রাইক রেট ১০০ ৫০
জিম্বাবুয়ে সিকান্দার রাজা ২১০ ১৪১ ৭০.০০ ২৫৬ ৮২.০৩ ২১
জিম্বাবুয়ে হ্যামিলটন মাসাকাদজা ১৮৭ ৯৩ ৬২.৩৩ ২২৮ ৮২.০১ ২১
আফগানিস্তান ওসমান গণি ১৭৫ ১১৮ ৪৩.৭৫ ২০৯ ৮৩.৭৩ ১৬
আফগানিস্তান মোহাম্মাদ নবী ১৫৫ ৫৪ ৩৮.৭৫ ১৪১ ১০৯.৯২
আফগানিস্তান সামিউল্লাহ শেনওয়ারি ১৫১ ৬৫ ৩৭.৭৫ ২২০ ৬৮.৬৩

বোলিং

[সম্পাদনা]
সর্বাধিক উইকেট[১৩]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস ওভার মেইডেন প্রদেয় রান উইকেট সেরা বোলিং গড় ইকোনোমি স্ট্রাইক রেট ৪ উইঃ ৫ উইঃ
জিম্বাবুয়ে ডোনাল্ড তিরিপানো ২৫.১ ১৫৪ ৬/৬৩ ২২.০০ ৬.১১ ২১.৫০ -
আফগানিস্তান শরফুদ্দিন আশরাফ ৩৬.২ ১৬০ ৩/২৯ ২৬.৬৬ ৪.৪০ ৩৬.৩০ - -
আফগানিস্তান দৌলত জাদরান ২৮.০ ১৭১ ২/৩৯ ৩৪.২০ ৬.১০ ৩৩.৬০ - -
আফগানিস্তান আফতাব আলম ১৭.০ ৭৪ ২/৩০ ১৮.৫০ ৪.৩৫ ২৫.৫০ - -
জিম্বাবুয়ে তিনাশে প্যানিয়াঙ্গারা ২৭.০ ১৫৪ ২/৫৮ ৩৮.৫০ ৫.৭০ ৪০.৫০ - -

প্রথম-শ্রেণীর ক্রিকেট সিরিজ

[সম্পাদনা]

১ম প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা: জিম্বাবুয়ে এ বনাম আফগানিস্তান এ

[সম্পাদনা]
২৭-৩০ জুলাই, ২০১৪
স্কোরকার্ড
আফগানিস্তান এ
১০৫ (৪৭.১ ওভার)
রহমত শাহ ২৭ (৫০)
টেন্ডাই চাতারা ৫/৩১ (১৬ ওভার)
১৬৫ (৪৪.৫ ওভার)
লুক জঙ্গি ৫৮ (৮৬)
ফরিদ আহমদ ৫/৫৪ (১১ ওভার)
৩২১ (৯২.৫ ওভার)
নজিবুল্লাহ জাদরান ৯৯ (১০৩)
মাইকেল চিনোয়া ৪/৯২ (১৬ ওভার)
২২৬ (৭৫.৫ ওভার)
মার্ক ভার্মিউলেন ১০৭ (১৭৪)
মিরওয়াইজ আশরাফ ৬/৩৫ (১৯ ওভার)
আফগানিস্তান এ দল ৩৫ রানে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ল্যাংটন লাসেরে (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)

  • জিম্বাবুয়ে এ দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা: জিম্বাবুয়ে এ বনাম আফগানিস্তান এ

[সম্পাদনা]
২-৫ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
আফগানিস্তান এ
১৬৯ (৫৪.১ ওভার)
কাশিম খান ৩৭ (৭৫)
কাথবার্ট মুসোকো ৩/৩৯ (১৩ ওভার)
১৫৭ (৪৭.৪ ওভার)
রিচমন্ড মুতুম্বামি ৪৪ (৬৯)
শরাফুদ্দিন আশরাফ ৫/৩৩ (১০ ওভার)
৯৯ (৩৮.৩ ওভার)
রহমত শাহ ২৪ (৫৬)
নাতসাই মুশাঙউই ৪/২০ (৬.৩ ওভার)
১১২/২ (২৪.৩ ওভার)
মার্ক ভার্মিউলেন ৪৭*
শরাফুদ্দিন আশরাফ ১/২৩ (৭ ওভার)
জিম্বাবুয়ে এ দল ৮ উইকেটে বিজয়ী
কান্ট্রি ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনাউ চবি (জিম্বাবুয়ে) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)

  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের পক্ষে আব্দুল্লাহ আদিল, মোহাম্মদ মুজতবা, নাসির জামাল ও শরাফুদ্দিন আশরাফে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Afghanistan in Zimbabwe 2014
  2. Afghanistan's Zimbabwe tour cancelled
  3. Afghanistan in Zimbabwe 2013-14
  4. 1st ODI: Zimbabwe v Afghanistan at Bulawayo, Jul 18, 2014, Zimbabwe Squad - 1st ODI (July 17, 2014)
  5. "Afghanistan in Zimbabwe ODI Series Global / Afghanistan 1-Day Squad"espncricinfo। ১১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪ 
  6. "Afghanistan A tour of Zimbabwe, 2014 Global / Zimbabwe A Squad"espncricinfo। ২৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  7. "Sibanda dropped for remaining Afghanistan ODIs"espncricinfo। ২২ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৪ 
  8. Zimbabwe v Afghanistan, 3rd ODI, Bulawayo Afghanistan keep series alive with team performance, July 22, 2014, ESPNcricinfo, retrieved: 23 July, 2014
  9. Zimbabwe v Afghanistan, 1st ODI, Bulawayo, Williams fifty sets up easy win for Zimbabwe, July 18, 2014, ESPNcricinfo, retrieved: 20 July, 2014
  10. Zimbabwe v Afghanistan, 2nd ODI, Bulawayo, Raza century sets up huge Zimbabwe win, July 20, 2014, ESPNcricinfo, retrieved: 21 July, 2014
  11. Zimbabwe v Afghanistan, 4th ODI, Zimbabwe v Afghanistan, 4th ODI, Bulawayo, Seamers help Afghanistan square series, July 24, 2014, ESPNcricinfo, retrieved: 25 July, 2014
  12. "Most runs in Zimbabwe vs Afghanistan ODI Series, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪ 
  13. "Most wickets in Zimbabwe vs Afghanistan ODI Series, 2014"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]