২০২২–২৩ আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে আয়ারল্যান্ড
তারিখ ১২ জানুয়ারি ২০২৩ – ২৩ জানুয়ারি ২০২৩
অধিনায়ক ক্রেইগ আরভাইন অ্যান্ড্রু ব্যালবার্নি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান রায়ান বার্ল (১০০) হ্যারি টেকটর (১৭৬)
সর্বাধিক উইকেট জশুয়া লিটল (৫)
মার্ক অ্যাডেয়ার (৫)
তেন্দাই চাতারা (৩)
সিরিজ সেরা খেলোয়াড় হ্যারি টেকটর (আয়ারল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রেইগ আরভাইন (১০০) হ্যারি টেকটর (৭৮)
সর্বাধিক উইকেট রায়ান বার্ল (৭) হ্যারি টেকটর (৫)
সিরিজ সেরা খেলোয়াড় রায়ান বার্ল (জিম্বাবুয়ে)

আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে।[১] ২০২২ সালের ডিসেম্বর মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[২] সিরিজের সব ম্যাচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[৩]

টি২০আই সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৪] ওডিআই সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।[৫][৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

 জিম্বাবুয়ে  আয়ারল্যান্ড
ওডিআই[৭] টি২০আই[৮] ওডিআই[৯] টি২০আই[১০]

সিরিজ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের টি২০আই দলে লরকান টাকারের পরিবর্তে রস অ্যাডেয়ারকে নেয়া হয়।[১১] ওডিআই সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর অ্যান্ড্রু ব্যালবার্নি চোটের কারণে আয়ারল্যান্ড দল থেকে ছিটকে গেলে পল স্টার্লিংকে সিরিজের বাকি সময়ের জন্য আয়ারল্যান্ডের ওডিআই দলের অধিনায়ক মনোনীত করা হয় ও মারে কমিনসকে দলে যোগ করা হয়।[১২]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১২ জানুয়ারি ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১১৪ (১৯.২ ওভার)
 জিম্বাবুয়ে
১১৮/৫ (১৮ ওভার)
গ্যারেথ ডেলানি ২৪ (২০)
রায়ান বার্ল ৩/২৯ (৪ ওভার)
শন উইলিয়ামস ৩৪* (৩০)
মার্ক অ্যাডেয়ার ২/১২ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: রায়ান বার্ল (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গ্যারি ব্যালেন্স (জিম্বাবুয়ে), রস অ্যাডেয়ার ও স্টিফেন ডোহেনি (আয়ারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৪ জানুয়ারি ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৪৪ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৫০/৪ (১৯.৪ ওভার)
ক্রেইগ আরভাইন ৪২ (৪০)
গ্রাহাম হিউম ৩/১৭ (৪ ওভার)
রস অ্যাডেয়ার ৬৫ (৪৭)
রায়ান বার্ল ২/২৬ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: রস অ্যাডেয়ার (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৫ জানুয়ারি ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৪১/৯ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৪৬/৬ (১৯ ওভার)
হ্যারি টেকটর ৪৭ (৩৮)
ওয়েসলি মাধেভেরে ২/৮ (২ ওভার)
ক্রেইগ আরভাইন ৫৪ (৪৩)
বেন হোয়াইট ২/২৬ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: রায়ান বার্ল (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৮ জানুয়ারি ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৮৮/৪ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২১৪/৭ (৩৭ ওভার)
রায়ান বার্ল ৫৯ (৪১)
মার্ক অ্যাডেয়ার ২/৪০ (৮ ওভার)
জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রায়ান বার্ল (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে জিম্বাবুয়ের লক্ষ্য ৩৭ ওভারে ২১৪ নির্ধারণ করা হয়।
  • স্টিফেন ডোহেনি (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২১ জানুয়ারি ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৯৪/৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৪৮ (৪৭.৩ ওভার)
স্টিফেন ডোহেনি ৮৪ (১১১)
তেন্দাই চাতারা ৩/৫১ (১০ ওভার)
আয়ারল্যান্ড ৪৬ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জশুয়া লিটল (আয়ারল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মারে কমিনস (আয়ারল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৩ জানুয়ারি ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
৫৫/১ (১৩ ওভার)
ইনোসেন্ট কাইয়া ২৪* (৩২)
মার্ক অ্যাডেয়ার ১/১৫ (৪ ওভার)
ফলাফল হয়নি
হারারে স্পোর্টস ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Self imposed Test famine set to end for Ireland"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২ 
  2. "Zimbabwe to host Ireland for white-ball series"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২২ 
  3. "Zimbabwe, Ireland agree to move second ODI to Saturday"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩ 
  4. "Ryan Burl's finishing kick, Sean Ervine 54 hands Zimbabwe T20I series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  5. @cricketireland (২৩ জানুয়ারি ২০২৩)। "The rain has won out 💔" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. @ZimCricketv (২৩ জানুয়ারি ২০২৩)। "#3rdODI - UPDATE: Rain plays spoilsport as 🇿🇼 and @cricketireland ODI series decider ends in no-result 🌧" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Raza returns for Zimbabwe's ODI series against Ireland"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩ 
  8. "Gary Ballance included in Zimbabwe squad for home T20Is against Ireland"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩ 
  9. "Stirling and Little to miss Ireland T20Is against Zimbabwe for T20 leagues"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ 
  10. "Doheny named in Ireland's white-ball squads for Zimbabwe tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ 
  11. "Ross Adair called up; Tucker and Tector franchise cricket deals"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  12. "Balbirnie ruled out of ODIs against Zimbabwe; Stirling to lead"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]