২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
অবয়ব
(২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর থেকে পুনর্নির্দেশিত)
২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ৪ ফেব্রুয়ারি ২০২৩ – ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ||
অধিনায়ক | ক্রেইগ আরভাইন | ক্রেইগ ব্র্যাথওয়েট | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ইনোসেন্ট কাইয়া (১৭২) | তেজনারায়ণ চন্দরপল (২৫৮) | |
সর্বাধিক উইকেট | ব্র্যান্ডন মাভুতা (৮) | গুডাকেশ মোতি (১৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ) |
ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে।[১] সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ায়োর কুইনস স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[২] ২০২২ সালের ডিসেম্বর মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৩]
সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয়।[৪]
দলীয় সদস্য
[সম্পাদনা]জিম্বাবুয়ে[৫] | ওয়েস্ট ইন্ডিজ[৬] |
---|---|
|
|
প্রস্তুতিমূলক ম্যাচ
[সম্পাদনা]সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দল একটি প্রস্তুতিমূলক ম্যাচে জিম্বাবুয়ে একাদশের মুখোমুখি হবে।[৭]
২৮–৩০ জানুয়ারি ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- জিম্বাবুয়ে একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ২৩.৩ ওভার খেলা সম্ভব হয়নি।
- তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে ২৫ ওভার খেলা সম্ভব হয়নি।
টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]৪–৮ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম ও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ৩৯ ওভার ও ৬০ ওভার খেলা সম্ভব হয়নি।
- ইনোসেন্ট কাইয়া, তানুনুরোয়া মাকোনি, তাফাদ্জোয়া ৎসিগা ও ব্র্যাডলি এভানস (জিম্বাবুয়ে)-এর টেস্ট অভিষেক হয়।
- তেজনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৮]
- ব্র্যান্ডন মাভুতা (জিম্বাবুয়ে) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৯]
২য় টেস্ট
[সম্পাদনা]১২–১৬ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
১১৫ (৪০.৫ ওভার)
ইনোসেন্ট কাইয়া ৩৮ (৫২) গুডাকেশ মোতি ৭/৩৭ (১৪.৫ ওভার) |
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৬ ওভার খেলা সম্ভব হয়নি।
- দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ৪০.২ ওভার খেলা সম্ভব হয়নি।
- তানাকা চিভাংগা (জিম্বাবুয়ে)-এর টেস্ট অভিষেক হয়।
- গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ) ও ভিক্টর নিয়াউচি (জিম্বাবুয়ে) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১০][১১]
টীকা
[সম্পাদনা]- ↑ ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকে ল্যাংটন রুসেরের পরিবর্তে আইনো চাবি (জিম্বাবুয়ে) মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "West Indies to tour Zimbabwe for two Tests in February 2023"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২।
- ↑ "West Indies to face Zimbabwe in two Tests in Bulawayo"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২।
- ↑ "ZC confirms schedule for Test series against West Indies"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "MAGICAL MOTIE BREAKS RECORDS AS WEST INDIES WIN SERIES"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Gary Ballance set for Zimbabwe Test bow against West Indies"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩।
- ↑ "West Indies Test Squad named for Two-Test Series in Zimbabwe"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "ZC announces Zimbabwe XI squad for West Indies warm-up game"। জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "Chanderpaul, Brathwaite achieve rare feat in Bulawayo run fest"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Records galore as Chanderpaul, Brathwaite star and West Indies dominate"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Gudakesh Motie's 7 for 37 puts West Indies in command"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Motie takes 13 to spin West Indies to 1-0 series win against Zimbabwe"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩।