বিষয়বস্তুতে চলুন

২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৩ – ১৬ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক ক্রেইগ আরভাইন ক্রেইগ ব্র্যাথওয়েট
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ইনোসেন্ট কাইয়া (১৭২) তেজনারায়ণ চন্দরপল (২৫৮)
সর্বাধিক উইকেট ব্র্যান্ডন মাভুতা (৮) গুডাকেশ মোতি (১৯)
সিরিজ সেরা খেলোয়াড় গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে।[] সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ায়োর কুইনস স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[] ২০২২ সালের ডিসেম্বর মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[]

সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 জিম্বাবুয়ে[]  ওয়েস্ট ইন্ডিজ[]

প্রস্তুতিমূলক ম্যাচ

[সম্পাদনা]

সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দল একটি প্রস্তুতিমূলক ম্যাচে জিম্বাবুয়ে একাদশের মুখোমুখি হবে।[]

২৮–৩০ জানুয়ারি ২০২৩
স্কোরকার্ড
৫১৭ (১৩২.৫ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ১১৬* (১৭০)
মিল্টন শুম্বা ৩/৮০ (১১.৫ ওভার)
১২২ (৫৬.৩ ওভার)
টিমিসেন মারুমা ৩৭ (৭৪)
আলজারি জোসেফ ২/১২ (৪ ওভার)
৮২/২ (২৭.১ ওভার)
জার্মেইন ব্ল্যাকউড ৩৪* (৪৯)
ফারাজ আকরাম ১/৪ (৩ ওভার)
খেলা ড্র
বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)

  • জিম্বাবুয়ে একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ২৩.৩ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে ২৫ ওভার খেলা সম্ভব হয়নি।

টেস্ট সিরিজ

[সম্পাদনা]

১ম টেস্ট

[সম্পাদনা]
৪–৮ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড
৪৪৭/৬ঘো (১৪৩ ওভার)
তেজনারায়ণ চন্দরপল ২০৭* (৪৬৭)
ব্র্যান্ডন মাভুতা ৫/১৪০ (৪১ ওভার)
৩৭৯/৯ঘো (১২৫ ওভার)
গ্যারি ব্যালেন্স ১৩৭* (২৩১)
আলজারি জোসেফ ৩/৭৫ (২৬ ওভার)
২০৩/৫ঘো (৬০ ওভার)
রেইমন রিফার ৫৮ (১০৬)
ওয়েলিংটন মাসাকাদজা ৩/৭১ (২৩ ওভার)
১৩৪/৬ (৫৪ ওভার)
চামুনোরোয়া চিবাবা ৩১ (৬০)
গুডাকেশ মোতি ৪/৫০ (২৪ ওভার)
খেলা ড্র
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)[টীকা ১]
ম্যাচ সেরা খেলোয়াড়: তেজনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ৩৯ ওভার ও ৬০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • ইনোসেন্ট কাইয়া, তানুনুরোয়া মাকোনি, তাফাদ্‌জোয়া ৎসিগা ও ব্র্যাডলি এভানস (জিম্বাবুয়ে)-এর টেস্ট অভিষেক হয়।
  • তেজনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[]
  • ব্র্যান্ডন মাভুতা (জিম্বাবুয়ে) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[]

২য় টেস্ট

[সম্পাদনা]
১২–১৬ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড
১১৫ (৪০.৫ ওভার)
ইনোসেন্ট কাইয়া ৩৮ (৫২)
গুডাকেশ মোতি ৭/৩৭ (১৪.৫ ওভার)
২৯২ (৯২.৩ ওভার)
রস্টন চেজ ৭০ (১৩২)
ভিক্টর নিয়াউচি ৫/৫৬ (১৭.৩ ওভার)
১৭৩ (৪৭.৩ ওভার)
ক্রেইগ আরভাইন ৭২ (১০৫)
গুডাকেশ মোতি ৬/৬২ (১৭.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ৪ রানে জয়ী
কুইনস স্পোর্টস ক্লাব মাঠ, বুলাওয়ায়ো
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৬ ওভার খেলা সম্ভব হয়নি।
  • দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ৪০.২ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তানাকা চিভাংগা (জিম্বাবুয়ে)-এর টেস্ট অভিষেক হয়।
  • গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ) ও ভিক্টর নিয়াউচি (জিম্বাবুয়ে) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১০][১১]
  1. ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকে ল্যাংটন রুসেরের পরিবর্তে আইনো চাবি (জিম্বাবুয়ে) মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "West Indies to tour Zimbabwe for two Tests in February 2023"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২ 
  2. "West Indies to face Zimbabwe in two Tests in Bulawayo"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২ 
  3. "ZC confirms schedule for Test series against West Indies"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ 
  4. "MAGICAL MOTIE BREAKS RECORDS AS WEST INDIES WIN SERIES"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Gary Ballance set for Zimbabwe Test bow against West Indies"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ 
  6. "West Indies Test Squad named for Two-Test Series in Zimbabwe"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩ 
  7. "ZC announces Zimbabwe XI squad for West Indies warm-up game"জিম্বাবুয়ে ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩ 
  8. "Chanderpaul, Brathwaite achieve rare feat in Bulawayo run fest"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. "Records galore as Chanderpaul, Brathwaite star and West Indies dominate"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  10. "Gudakesh Motie's 7 for 37 puts West Indies in command"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩ 
  11. "Motie takes 13 to spin West Indies to 1-0 series win against Zimbabwe"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]