শহীদ বরকত স্টেডিয়াম
গাজীপুর স্টেডিয়াম | |
![]() | |
পূর্ণ নাম | শহীদ বরকত স্টেডিয়াম |
---|---|
প্রাক্তন নাম | গাজীপুর জেলা স্টেডিয়াম |
অবস্থান | গাজীপুর, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫৯′৫৩.৬০″ উত্তর ৯০°২৫′৩১.১০″ পূর্ব / ২৩.৯৯৮২২২২° উত্তর ৯০.৪২৫৩০৫৬° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা |
উপরিভাগ | ঘাস |
স্কোরবোর্ড | নেই |
নির্মাণ | |
নির্মাণাধীন | ১৯৯৫-১৯৯৬ |
পুনঃসংস্কার | ১৬ সেপ্টেম্বর ২০১৪- বর্তমান |
সম্প্রসারণ | ১৬ সেপ্টেম্বর ২০১৪- বর্তমান |
নির্মাণ ব্যয় | |
সাধারণ ঠিকাদার | সিয়াম কর্পোরেশন |
শহীদ বরকত স্টেডিয়াম, বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত জয়দেবপুরে রথখোলা সদর হাসপাতাল সড়কে অবস্থিত। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে কুচকাওয়াজ কর্মসূচি[১][২][৩], কনসার্ট[৪]; জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট[৫], ফুটবল[৬][৭], ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[৮] ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্ববধানে রয়েছে। গাজীপুর জেলা স্টেডিয়াম নামে নির্মিত হলেও পরবর্তীতে ভাষা শহীদ আবুল বরকতের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়[৯]। এই ভেন্যুটি ২০১৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (ফুটবল)-এর খেলা অনুষ্ঠানের জন্য সংরক্ষিত ভেন্যু হিসেবে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভূক্ত ছিল।[১০]
ইতিহাস[সম্পাদনা]
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এই স্টেডিয়ামের স্থানটির সম্পর্ক আছে। ৩ মার্চ, ১৯৭১ সালে এই স্টেডিয়ামের পশ্চিম পাশের বটতলায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছিল।[১১] ১৯৯৫-১৯৯৬ সালে ২ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হয়।[১২]
আয়োজন[সম্পাদনা]
নিয়মিত আয়োজন[সম্পাদনা]
স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়[১][২][৩][১৩]। ১৯ মার্চ, ১৯৭১-এ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ জয়দেবপুরে হয়। এ উপলক্ষে এই স্টেডিয়ামে বীর ও শহিদ ও তাদের পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান হয়ে থাকে।[১৪][১৫]
উল্লেখযোগ্য আয়োজন[সম্পাদনা]
ফুটবল প্রতিযোগিতা[সম্পাদনা]
- আগস্ট, ২০০৮ঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাপ-এর দ্বিতীয় পর্বের খেলা এই ভেন্যুতে আয়োজিত হয়েছিল।[১৬]
- জুলাই, ২০০৯ঃ দ্বিতীয় গ্রামীণ-ডানোন অনূর্ধ্ব-১২ নেশন্স কাপের গাজীপুর জোনের খেলা এই ভেন্যুতে আয়োজিত হয়েছিল।[১৭]
- ২০ এপ্রিল, ২০১২ঃ জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল।[১৮]
- ২৫ এপ্রিল, ২০১৮ঃ বাংলদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে 'জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৮’-এর গাজীপুর জোনের প্রতিযোগিতা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।[৬][১৯][২০]
কনসার্ট[সম্পাদনা]
- ৪ মার্চ, ২০১৯ঃ এই ভেন্যুতে ‘হিরো স্বাধীন বাংলা’ নামক একটি কনসার্ট আয়োজিত হয়। ঐ কনসার্টে তাসবিয়া বিনতে শহীদ মিলা মূল শিল্পী ছিলেন।[৪][২১]
সংস্কার[সম্পাদনা]
১৬ সেপ্টেম্বর, ২০১৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদ এই স্টেডিয়াম সংস্কার তথা- দর্শক গ্যালারি ও সীমানাপ্রাচীর নির্মাণ এবং মাটি ভরাটের করার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করে[২২]। এই সংস্কার কাজের জন্য সিয়াম কর্পোরেশনকে সাধারণ ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়। সংস্কার কাজ এখনো চলমান রয়েছে।[২৩][২৪][২৫]
অন্যান্য ব্যবহার[সম্পাদনা]
- এই স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য ব্যবহৃত হয়েছে।[২৬]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "গাজীপুরে দেয়াল পত্রিকা 'বিজয়'"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ ক খ "যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন"। এনটিভি অনলাইন। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ ক খ "সারাদেশে নানা আয়োজনে বিজয় দিবস উদ্যাপন"। ঢাকাটাইমস২৪.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ ক খ "নিউ দুর্গা ইজ বর্ন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "গাজীপুরে বি এস বি ফাউন্ডেশন স্কুল ক্রিকেটের উদ্বোধন"। বাংলাদেশ টুডে। ২০২০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ ক খ "জেএফএ কাপের কো-স্পন্সর ওয়ালটন"। The Daily Sangram। ২০২০-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "শহীদ আহ্সান উল্লাহ গোল্ডকাপে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন"। যোগফল। ২০১৮-০৫-০৬। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "অবকাঠামো | অন্যান্য সকল"। জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- ↑ "ম্যুরাল স্থাপনের দাবি শহীদ বরকতের পরিবারের"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "আজ থেকে মাঠে গড়াচ্ছে মর্যাদার প্রিমিয়ার লীগ"। oldsite.dailyjanakantha.com। ২০১৩-১২-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ ॥ ১৯ মার্চ, '৭১"। জনকন্ঠ। ২০১৫-০৩-১৮। ২০১৯-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।
- ↑ "Dhaka Division | National Sports Council l Ministry of Youth and Sports"। web.archive.org। ২০১৫-০৩-২৭। Archived from the original on ২০১৫-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "GAZIPUR: Participants at a display at Gazipur Stadium on the occasion of the Victory Day on Tuesday."। The New Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "দু'দিনের সফরে গাজীপুর যাচ্ছেন রাষ্ট্রপতি"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "'First Armed Resistance Day' today"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "Remaining matches at BNS, Gazipur"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৮-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "Gazipur finish zonal champs"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৭-০১। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "জাতীয় স্কুল ফুটবল"। oldsite.dailyjanakantha.com। ২০১২-০৪-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "JFA cup U-14 women football begins tomorrow"। Bangladesh Sangbad Sangstha (BSS) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "আগামীর প্রজন্ম বেছে নেয়ার টুর্নামেন্ট"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফিরেই ঝড় তুলছেন মিলা!"। amarbinodon.com। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।
- ↑ "গাজীপুরে তিন কোটি টাকা ব্যয়ে শহীদ বরকত স্টেডিয়ামের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন"। GazipurOnline.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "গাজীপুরে স্টেডিয়াম উন্নয়নে শম্বুকগতি"। archive1.ittefaq.com.bd। ২০১৯-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "স্টেডিয়ামের উন্নয়নকাজে ধীরগতি, ক্রীড়াঙ্গন স্থবির"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামের সংস্কার কাজে ধীরগতি | খেলা | Jugantor"। jugantor.com। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "গাজীপুর ঘুরে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ"। জনকন্ঠ। ২০১৯-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।