চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম
চুয়াডাঙ্গা টাউন মাঠ | |
![]() | |
পূর্ণ নাম | চুয়াডাঙ্গা পুরাতন জেলা স্টেডিয়াম |
---|---|
প্রাক্তন নাম | চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম (১৯৪৩-২০১২) |
অবস্থান | চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৩৮′২৩.১০″ উত্তর ৮৮°৫১′২৮.০০″ পূর্ব / ২৩.৬৩৯৭৫০০° উত্তর ৮৮.৮৫৭৭৭৭৮° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ৩০০০ |
উপরিভাগ | ঘাস |
স্কোরবোর্ড | নেই |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১৯৪৩ |
ভাড়াটে | |
চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা টাউন হল ক্লাব |
চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম ১৯৪৩ সালে নির্মিত[১] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার রেল স্টেশনের পূর্ব পাশে অবস্থিত। স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা জেলার প্রথম স্টেডিয়াম[২]। অন্য স্টেডিয়ামটি ২০১২ সালে নির্মিত চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাশে জাফরপুর-নূরনগর[৩][৪] মৌজায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম নামে পরিচিত[১]। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে কুচকাওয়াচ[৫][৬][৭][৮], জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট[৯], ফুটবল[১০][১১] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
ইতিহাস ও কাঠামো
[সম্পাদনা]কলকাতা মোহামেডান ক্লাবের ফুটবলারদের অনুশীলনের জন্য ১৯৪৩ সালে খেলোয়াড়দের উদ্যোগে তৈরি করা হয়েছিল এ মাঠ[১]। পরবর্তীতে তা স্টেডিয়ামে রূপান্তর করা হয়। ১৯৫৪ সালে হায়দার আলির নামে একটি প্যাভিলিয়ন যুক্ত করা হয়।[১২] স্টেডিয়ামটি আয়তাকার। উত্তর ও পশ্চিম অংশে কংক্রিটের গ্যালারি রয়েছে। এই স্টেডিয়াম সংলগ্ন একটি জিমনেসিয়াম ও একটি শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।[১৩][১৪]
আয়োজন
[সম্পাদনা]স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়[৫][৬][৭][৮][১৫]। চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলা পর্যায়ের ফুটবল লিগ হয়ে থাকে[২][১০]। নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে এই ভেন্যুতে ২০১২ সাল থেকে 'নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগ' নামক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।[২][৯][১৬][১৭][১৮][১৯] ২০১৮ সালের চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়[২০]।
অন্যান্য ব্যবহার
[সম্পাদনা]- ২০১৯ সালে এই স্টেডিয়ামটি ঈদুল ফিতরের নামাজের জন্য ব্যবহৃত হয়েছে[২১]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে নবনির্মিত চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম | Sahos24.com | Online Newspaper"। archive.sahos24.com। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ ক খ গ "১৭ কোটির স্টেডিয়াম চুয়াডাঙ্গায়"। কালের কণ্ঠ। ২০১৫-০১-২৩। ২০২০-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "আগামী ১৬ অক্টোবর নতুন স্টেডিয়াম মাঠে কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কনসার্ট | Daily"। dailysomoyersomikoron.com। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ "স্মরণকালের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ফুটবল খেলা দর্শক ভিড়ের নতুন রেকর্ড"। bornomalatv.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন"। সারাবাংলা.নেট। ২০১৮-১২-১৭। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ ক খ "চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত"। Eibela। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস পালিত"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্যাপন"। একুশে টিভি। ১৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ"। Dainik Gopalganj। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ ক খ "খেলাধুলা | চুয়াডাঙ্গা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এ্যাথলেটিক্স কিংস ক্লাব চ্যাম্পিয়ন"। সাম্প্রতিকী ডট কম। ২০১৯-০৫-১৬। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের সদর উপজেলার ফাইনাল অনুষ্ঠিত - এস এন এন ২৪"। এস এন এন ২৪। ২০১৮-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "চুয়াডাঙ্গার যত ক্লাব"। কালের কণ্ঠ। ২০১৫-০১-২৩। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "৬ মাস ধরে বিভিন্ন সমস্যার কারণে চুয়াডাঙ্গার শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ"। SATV। ২০১৯-০৪-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন"। old.dhakatimes24.com। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "স্বাধীনতা তুমি, অবিনাশী গান | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "এনপিএল ক্রিকেট টুর্নামেন্টে `সানরাইজার ১০ মাইল` চ্যাম্পিয়ন"। Dainik Kushtia। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লিগের ৮ দলের জার্সি | Daily"। dailysomoyersomikoron.com। ২০১৮-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "ক্রিকেট টুর্নামেন্ট"। প্রথম আলো। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "খেলাধুলা | চুয়াডাঙ্গায় ৫ম এনপিএল ক্রিকেট লিগের খেলায় সানরাইজ চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত"। সাম্প্রতিকী ডট কম। ২০১৯-০২-১৮। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের সদর উপজেলার ফাইনাল অনুষ্ঠিত - এস এন এন ২৪"। ২০১৮-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "চুয়াডাঙ্গায় কোথায় কখন ঈদের জামাত"। dailyjagaran.com। ২০১৯-০৬-০৪। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চুয়াডাঙ্গা জেলার খেলাধুলা ও বিনোদন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০১৯ তারিখে