জয়পুরহাট স্টেডিয়াম
![]() | |
পূর্ণ নাম | জয়পুরহাট জেলা স্টেডিয়াম |
---|---|
অবস্থান | রুপনগর, জয়পুরহাট পৌরসভা |
স্থানাঙ্ক | ২৫°৬′১৯.৪৮″ উত্তর ৮৯°১′১৮.০৭″ পূর্ব / ২৫.১০৫৪১১১° উত্তর ৮৯.০২১৬৮৬১° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ[১] |
পরিচালক | জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা |
ক্ষেত্রফল | ৪ একর |
উপরিভাগ | ঘাস |
স্কোরবোর্ড | নেই |
চালু | ১৯৭৭ |
জয়পুরহাট স্টেডিয়াম ১৯৭৭ নির্মিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম।[২] এটি জয়পুরহাট পৌরসভার রুপনগর এলাকায় এলাকার অবস্থিত জয়পুরহাট জেলার একমাত্র স্টেডিয়াম। স্টেডিয়ামটি ক্রিকেট, ফুটবল ছাড়াও বিভিন্ন রকম খেলার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের বেশীর ভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[৩] ও এবং স্থানীয় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[২]
নির্মাণ ইতিহাস
[সম্পাদনা]১৯৭৭ সালে ৪ একর জমিতে স্টেডিয়ামের নির্মাণ শুরু হয়। অসমাপ্ত স্টেডিয়াম সংস্কার ও উন্নয়নের জন্য ২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন, স্বল্প আসনের গ্যালারি সংস্কারের উদ্যোগ নেয়।[২]
আয়োজন
[সম্পাদনা]এখানে ১৯৯০-৯১ সালে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।[৪] এটি জেলা পর্যায়ের জাতীয় যুব কাবাডি আয়োজনস্থল।[৫]
ক্রীড়ানুষ্ঠান বাদে স্টেডিয়ামে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।[৬][৭] স্টেডিয়ামটি ২০১৮ সালে 'উন্নয়ন কনসার্টের' ভেন্যু ছিল।[৮] ২০২০ সালে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব আয়োজন হয়েছে।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archived copy"। ২০১৩-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৬।
- ↑ ক খ গ কাদির, মো. শামীম (২০২৫-০২-১৯)। "৮ মাস ধরে জয়পুরহাট স্টেডিয়ামে সব ধরনের খেলাধুলা বন্ধ"। ঢাকা মেইল। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৭।
- ↑ "অন্যান্য সকল স্টেডিয়াম"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯।
- ↑ "The Home of CricketArchive"। cricketarchive.com। ২০২৪-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৭।
- ↑ সবুজ, শাহিদুল ইসলাম (২০২১-১২-২১)। "৮ জেলার অংশগ্রহণে জয়পুরহাটে জাতীয় যুব কাবাডি শুরু"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৭।
- ↑ "নানা আয়োজনে বিজয় উদ্যাপন"। প্রথম আলো। ২০১৬-১২-১৭। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৮।
- ↑ "জয়পুরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৩-২৬। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৮।
- ↑ "জয়পুরহাট স্টেডিয়াম মাতালেন জেমস্, বাপ্পা মজুমদা, চিরকুট ব্যান্ড ও রিংকু"। প্রবাসীর দিগন্ত। ২০১৮-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৮।
- ↑ "জয়পুরহাটে পিঠা উৎসব"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৭।