মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়াম

স্থানাঙ্ক: ২৩°৩২′২৮.৭০″ উত্তর ৯০°৩২′০৮.৩০″ পূর্ব / ২৩.৫৪১৩০৫৬° উত্তর ৯০.৫৩৫৬৩৮৯° পূর্ব / 23.5413056; 90.5356389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়াম
মানচিত্র
স্থানাঙ্ক২৩°৩২′২৮.৭০″ উত্তর ৯০°৩২′০৮.৩০″ পূর্ব / ২৩.৫৪১৩০৫৬° উত্তর ৯০.৫৩৫৬৩৮৯° পূর্ব / 23.5413056; 90.5356389
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকমুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
ধারণক্ষমতা৪০০
স্কোরবোর্ডনেই
নির্মাণ
কপর্দকহীন মাঠ২০১৮
নির্মিত২০১৮-২০১৯
উদ্বোধন১৭ ফেব্রুয়ারি, ২০২১
নির্মাণ ব্যয় ১১.৮৩ কোটি

মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়াম ২০২১ প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের ইনডোর খেলাধুলা ও প্রশিক্ষণ আয়োজনের স্টেডিয়াম। এটি মুন্সীগঞ্জ জেলায় মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় সার্কিট হাউজ ও মুন্সীগঞ্জ জেলা সুইমিংপুলের মাঝে অবস্থিত।[১][২] এটি সাধারণত জেলার ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস খেলার জন্য নির্মিত ভেন্যু। ক্রীড়াস্থলটি বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতই এটিও জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা[১][৩] ও স্থানীয় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়াম নির্মাণ, সুইমিংপুলের ছাউনি ও গ্যালারী নির্মাণ, টেনিস কমপ্লেক্স নির্মাণ ও মুন্সীগঞ্জ স্টেডিয়াম উন্নয়নে ২০ কোটি ৩৩ লাখ টাকার পরিকল্পনা করেছিল। ২০১৮ সালের মার্চ-এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা সুইমিংপুল সংস্কারসহ শহরের মাঠপাড়ায় ক্রীড়াস্থাপনাটির নির্মাণ শুরু হয়, ২০১৯ সালের ডিসেম্বরে এটির নির্মাণকাজ শেষ হয়।[৪] ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি স্টেডিয়ামটি উদ্বোধন ও ব্যবহারের জন্য উম্মুক্ত করা হয়, একই সাথে জেলা ক্রীড়া সংস্থার কাছে দেখভালের জন্য হস্তান্তর করা হয়।[৫] সুইমিংপুল সংস্কারসহ সম্পূর্ণ প্রকল্পটি নির্মাণে ১১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হয়।[১][২]

বিশেষত্ব[সম্পাদনা]

মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়াম মূলত জেলা ও আঞ্চলিক পর্যায়ের ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, কারাতেসহ সকল প্রকার ইনডোর খেলা আয়োজনের উপযোগী।[১][৫][৬] এছাড়াও স্টেডিয়ামে শরীর চর্চা ও গঠনের জন্য একটি ব্যায়ামাগার রয়েছে।[৫] একসাথে ৪০০ জন দর্শক বসে এখানে খেলা দেখতে পারেন।[১][২][৫]

আয়োজন[সম্পাদনা]

উদ্বোধনের দিনে মুজিববর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ছিল স্টেডিয়ামটিকে আয়োজিত প্রথম কোন ক্রীড়ানুষ্ঠান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মুন্সিগঞ্জে ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী"জাগো নিউজ। ২০২১-০২-১৭। ২০২২-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  2. "মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়াম উদ্বোধন"সমকালীন মুন্সীগঞ্জ। ২০২১-০২-১৮। ২০২১-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  3. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭ 
  4. "মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়াম পরিদর্শেনে যুব ও ক্রীড়া মন্ত্রণারয়ের অতিরিক্ত সচিব"মুন্সিগঞ্জ নিউজ ডটকম। ২০২০-০২-০৯। ২০২১-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  5. "মুন্সিগঞ্জ ইনডোর স্টেডিয়ামের উদ্ধোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী"আমার বিক্রমপুর। ২০২১-০২-১৮। ২০২১-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  6. "দু'মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জে কারাতে প্রশিক্ষণ শুরু"মুন্সীগঞ্জের কাগজ। ২০২১-০৫-৩০। ২০২২-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯