লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি | |
---|---|
নেতা | অলি আহমেদ |
সভাপতি | অলি আহমেদ |
মহাসচিব | রেদোয়ান আহমেদ |
প্রতিষ্ঠা | ২৬ অক্টোবর ২০০৬ |
সদর দপ্তর | ২৯/বি, পূর্ব পান্থপথ, তেজগাঁও, ঢাকা-১২০৮ |
ভাবাদর্শ | উদারনীতিবাদ (বাংলাদেশী) সামাজিক উদারনীতিবাদ |
রাজনৈতিক অবস্থান | কেন্দ্রপন্থী |
জাতীয় অধিভুক্তি | বিশ দলীয় জোট (২০১২-২০২২)[১] |
আন্তর্জাতিক অধিভুক্তি | না |
আনুষ্ঠানিক রঙ | |
জাতীয় সংসদের আসন | ০ / ৩০০ |
নির্বাচনী প্রতীক | |
দলীয় পতাকা | |
ওয়েবসাইট | |
ldp-bangladesh | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল।[১] ২০০৬ সালের ২৬ অক্টোবর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদ ও বিএনপির অন্য ২৪ জন মন্ত্রী, সংসদ সদস্য একত্রিত হয়ে এই দল প্রতিষ্ঠা করেন।[২] তবে ২০০৭ সালে আদর্শগত কারণে বিকল্প ধারা আর এলডিপি পৃথক হয়ে যায়।
রাজনৈতিক জোট ও নির্বাচন
[সম্পাদনা]২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এলডিপি মহাজোটের শরিক ছিল। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮-এর পূর্বে এলডিপি মহাজোট থেকে বের হয়ে আসে এবং স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে। এলডিপি উক্ত নির্বাচনে ১৮টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসনে জয়লাভ করে। দলের সভাপতি অলি আহমেদ চট্টগ্রাম-১৩ আসনে জয়লাভ করেন। ২০১২ সালে এলডিপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোটে প্রবেশ করে। ১৮ দলীয় ঐক্যজোট ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করলে সাথে এলডিপিও নির্বাচনটি বর্জন করে।
ভাঙন
[সম্পাদনা]২০১৯ সালে দলটির নবগঠিত জাতীয় নির্বাহী কমিটিতে শাহাদাত হোসেন সেলিম সহ বেশ কয়েকজন শীর্ষনেতা বাদ পড়ার পর তারা দল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।[৩] তারপর সেলিম ও আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে পৃথক দল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।[৪] ২৬ নভেম্বরে একই নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির কমিটি গঠন করা হয়।[৫][৬] দুই অংশই বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে থেকে যায়।[৭] এই ভগ্নদলটি পরে "বাংলাদেশ এলডিপি" নামে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করেছে।[৮][৯]
- ↑ "Bangladesh Election Commission - Home page"। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৪।
- ↑ "Dissidents quit Bangladesh's ruling party, alleging corruption"। International Herald Tribune। অক্টোবর ২৬, ২০০৬।
- ↑ "এলডিপি ভাঙছে সোমবার!"। আমাদের সময়। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ "ভাঙছে এলডিপি"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "এলডিপি করে পাপ করেছি: শাহাদাত হোসেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আব্বাসী-সেলিমের এলডিপির কাউন্সিল কাল"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ প্রতিনিধি, বিশেষ। "বিএনপির সংলাপ সামনে রেখে অলি-সেলিমের এলডিপি মুখোমুখি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ "নিবন্ধন চাইল এলডিপির 'ভগ্নাংশ'"। নিউজবাংলা২৪। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ "'বাংলাদেশ এলডিপি' নামে নিবন্ধন চায় এলডিপির একাংশ"। banglanews24.com। ২০২২-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ প্রতিনিধি, বিশেষ (২০২২-১২-২২)। "২০ দল ভেঙে দুটি জোট, লক্ষ্য যুগপৎ আন্দোলন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |