বিষয়বস্তুতে চলুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে পুনর্নির্দেশিত)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
নেতাঅলি আহমেদ
সভাপতিঅলি আহমেদ
মহাসচিবরেদোয়ান আহমেদ
প্রতিষ্ঠা২৬ অক্টোবর ২০০৬; ১৮ বছর আগে (2006-10-26)
সদর দপ্তর২৯/বি, পূর্ব পান্থপথ, তেজগাঁও, ঢাকা-১২০৮
ভাবাদর্শউদারনীতিবাদ (বাংলাদেশী)
সামাজিক উদারনীতিবাদ
রাজনৈতিক অবস্থানকেন্দ্রপন্থী
জাতীয় অধিভুক্তিবিশ দলীয় জোট (২০১২-২০২২)[১]
আন্তর্জাতিক অধিভুক্তিনা
আনুষ্ঠানিক রঙ 
জাতীয় সংসদের আসন
০ / ৩০০
নির্বাচনী প্রতীক
দলীয় পতাকা
ওয়েবসাইট
ldp-bangladesh.com
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল।[] ২০০৬ সালের ২৬ অক্টোবর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদ ও বিএনপির অন্য ২৪ জন মন্ত্রী, সংসদ সদস্য একত্রিত হয়ে এই দল প্রতিষ্ঠা করেন।[] তবে ২০০৭ সালে আদর্শগত কারণে বিকল্প ধারা আর এলডিপি পৃথক হয়ে যায়।

রাজনৈতিক জোট ও নির্বাচন

[সম্পাদনা]

২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এলডিপি মহাজোটের শরিক ছিল। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮-এর পূর্বে এলডিপি মহাজোট থেকে বের হয়ে আসে এবং স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে। এলডিপি উক্ত নির্বাচনে ১৮টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসনে জয়লাভ করে। দলের সভাপতি অলি আহমেদ চট্টগ্রাম-১৩ আসনে জয়লাভ করেন। ২০১২ সালে এলডিপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোটে প্রবেশ করে। ১৮ দলীয় ঐক্যজোট ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করলে সাথে এলডিপিও নির্বাচনটি বর্জন করে।

২০১৯ সালে দলটির নবগঠিত জাতীয় নির্বাহী কমিটিতে শাহাদাত হোসেন সেলিম সহ বেশ কয়েকজন শীর্ষনেতা বাদ পড়ার পর তারা দল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।[] তারপর সেলিম ও আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে পৃথক দল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।[] ২৬ নভেম্বরে একই নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির কমিটি গঠন করা হয়।[][] দুই অংশই বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে থেকে যায়।[] এই ভগ্নদলটি পরে "বাংলাদেশ এলডিপি" নামে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করেছে।[][]

[১০] তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bangladesh Election Commission - Home page"। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৪ 
  2. "Dissidents quit Bangladesh's ruling party, alleging corruption"। International Herald Tribune। অক্টোবর ২৬, ২০০৬। 
  3. "এলডিপি ভাঙছে সোমবার!"আমাদের সময়। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  4. "ভাঙছে এলডিপি"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  5. প্রতিবেদক, নিজস্ব। "এলডিপি করে পাপ করেছি: শাহাদাত হোসেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "আব্বাসী-সেলিমের এলডিপির কাউন্সিল কাল"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  7. প্রতিনিধি, বিশেষ। "বিএনপির সংলাপ সামনে রেখে অলি-সেলিমের এলডিপি মুখোমুখি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  8. "নিবন্ধন চাইল এলডিপির 'ভগ্নাংশ'"নিউজবাংলা২৪। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  9. "'বাংলাদেশ এলডিপি' নামে নিবন্ধন চায় এলডিপির একাংশ"banglanews24.com। ২০২২-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  10. প্রতিনিধি, বিশেষ (২০২২-১২-২২)। "২০ দল ভেঙে দুটি জোট, লক্ষ্য যুগপৎ আন্দোলন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫