বিষয়বস্তুতে চলুন

বাসুদেব ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৫২′৫৯″ উত্তর ৯১°১০′৪৯″ পূর্ব / ২৩.৮৮৩০৬° উত্তর ৯১.১৮০২৮° পূর্ব / 23.88306; 91.18028
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাসুদেব
ইউনিয়ন
১২নং বাসুদেব ইউনিয়ন পরিষদ
বাসুদেব চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাসুদেব
বাসুদেব
বাসুদেব বাংলাদেশ-এ অবস্থিত
বাসুদেব
বাসুদেব
বাংলাদেশে বাসুদেব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫২′৫৯″ উত্তর ৯১°১০′৪৯″ পূর্ব / ২৩.৮৮৩০৬° উত্তর ৯১.১৮০২৮° পূর্ব / 23.88306; 91.18028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বাসুদেব ইউনিয়ন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

বাসুদেব ইউনিয়নের আয়তন ৬,৪৪১ একর (২৬.০৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাসুদেব ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৭,০৫০ জন এবং মহিলা ১৮,৮২৩ জন। মোট পরিবার ৬,৫১৩টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩৭৬ জন।[]

ইতিহাস

[সম্পাদনা]

কালেরস্বাক্ষী বহনকারী তিতাস নদীর তীরে গড়ে  উঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুজলা-সুফলা সমতল ভুমির একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো বাসুদেব ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বাসুদেব ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা,  সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।

ক) নাম – বাসুদেব ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১০.১০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৫,৮৭৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – রেল/বাস/সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৭৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

   সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

   বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩ টি,

  কিন্ডার গার্টেন- ১০টি    

   উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি,

  নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি,

   দাখিল মাদ্রাসা- ১টি।

   আলিম মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ ইশতিয়াক সিয়াম।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – তিতাস ঘাট,পাঁচ গম্বুজ জামে মসজিদ।

ঠ) মসজিদ-৫৫টি।

ড) কবরস্থান-২০টি।

ঢ) শশ্মানঘাট-০৪টি।

ণ) মন্দির-০৩টি।

ত) আশ্রম –নাই।

থ) ঈদগাহ ময়দান-০৭টি।

দ) ক্রীড়া সংগঠন-১৫টি।

ধ)সাংস্ককৃতিক সংগঠন-নাই।

ন) পেশাজীবি-০৬টি।

প) ইউপি ভবন স্থাপন কাল – ২২/০৬/১৯৬৮ইং।

ফ)  কাউস্নিলর ভবন স্থাপন কাল- ১৮/০৯/১৯৬৩ইং

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে বাসুদেব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মাছিহাতা ইউনিয়ন; পশ্চিমে সুলতানপুর ইউনিয়ন, তিতাস নদীকসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন; দক্ষিণে তিতাস নদী, আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়নমোগড়া ইউনিয়ন এবং পূর্বে আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, আখাউড়া পৌরসভাআখাউড়া উত্তর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

বাসুদেব ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ।

ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহ:

১.বাসুদেব

২.ঘাটিয়ারা

৩.বরিশল

৪.বৈষ্টবপুর

৫.শ্যামনগর

৬.কোড্ডা

৭.কোড়াবাড়ী

৮.চান্দি

৯.পাইকপাড়া

১০.ভাতশালা

১১.দতাইসার

১২.জারুইলতুলা

১৩.দুবলা

১৪.উজানিসার

১৫.আহরন্দ

১৬.গদারচর

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাসুদেব ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪%।[]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

খাল ও নদী

[সম্পাদনা]

তিতাস

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

কোড়াবাড়ি মেহের আলী শাহ এর মাজার

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]
  • জাহাঙ্গীর আলম খান– গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।
  • এ বি এম আবদুর রহিম - শহীদ বুদ্ধিজীবী
  • হযরত মাওলানা আনোয়ারুল বারী -তিনি প্রখ্যাত আলেমসমাজের অন্যতম একজন ছিলেন বাংলাদেশের।
  • হযরত মাওলানা আব্দুল বারী - তিনি ব্রাহ্মণবাড়িয়া তথা পূর্ববঙ্গের একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং তালশহর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
০৪মরহুম মো. আবদুল হাই (১৯০৫-১৯৯২) ঘাটিয়ারা (প)/০৮ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (১৯৬২ ও ১৯৬৫)(এম পি এ)
০৫ মরহুম অধ্যক্ষ মোহা. সামছুল হুদা (১৯১৭-১৯৯৬) ঘাটিয়ারা (প)/০৮ বিখ্যাত ইসলামি লেখক ও সাহিত্যিক
০৬ মরহুম এবিএম আবদুল রহিম ( ঘাটিয়ারা (প)/০৮ জি.এম.উজেলা ম্যাচ ফ্যাক্টরী, ঢাকা।
০৭ প্রফেসর মোহা. আবদুল হালিম ঘাটিয়ারা (প)/০৮ রাজশাহী বিশ্ব-বিদ্যালয় । লেখক
০৮ অধ্যক্ষ মহিউদ্দিন ঘাটিয়ারা (প)/০৮ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ
০৯ বীর মুক্তিযোদ্ধা জনাব ইসহাক ভূইয়া(জারু মিয়া) পাইকপাড়া/০৯
  • বাসুদেব কমিউনিটি হলের কার্যকরি কমিটির সদস্য
  • সাবেক চেয়ারম্যান

জনাব মরহুম আফু মিয়া ( সাবেক চেয়ারম্যান) বাসুদেব। জনাব মরহুম আব্দুল জলিল ( সাবেক ভাইস চেয়ারম্যান) কোড্ডা।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: জনাব মো: হাকিম মোল্লা
  • মেম্বার ৩নং ওয়ার্ড: মোহাম্মদ মাসুদ ভূইঁয়া
  • মেম্বার ২নং ওয়ার্ডঃ মোহাম্মদ উবায়দুল আলী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]