ধরমণ্ডল ইউনিয়ন
ধরমণ্ডল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ধরমণ্ডল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′১৫.০″ উত্তর ৯১°১৮′৪১.৪″ পূর্ব / ২৪.২৩৭৫০০° উত্তর ৯১.৩১১৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | বাহার উদ্দিন চৌধুরী |
আয়তন | |
• মোট | ১৭.২৮ বর্গকিমি (৬.৬৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,৫৪৬ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
ধরমণ্ডল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]ধরমণ্ডল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম গ্রাম। লোকমুখে শোনা যায়, অনেক বছর পূর্বে ধর এবং মণ্ডল নামে দুই জন্য বিশিষ্ট লোক ছিল। তাদের নামের উপর ভিত্তি করে ধরমণ্ডল নামকরণ করা হয়।[১]
আয়তন ও অবস্থান
[সম্পাদনা]ধরমণ্ডল ইউনিয়নের আয়তন ৪,২৭০ একর (১৭.২৮ বর্গ কিলোমিটার)।[২] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে ফান্দাউক ইউনিয়ন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন ও মুড়িয়াউক ইউনিয়ন; উত্তরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়ন; পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ধরমণ্ডল ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ৫টি।[৩]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরমণ্ডল ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৫৪৬ জন। এর মধ্যে পুরুষ ১০,০২২ জন এবং মহিলা ১০,৫২৪ জন। মোট পরিবার ৩,৬৭৪টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৮৯ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[৩]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ৩৪৮ | দৌলতপুর | দৌলতপুর | ৬৬১ | ৩,৯৭৯ |
০২ | ৩৮৮ | ধরমণ্ডল | গন্না | ১১৬ | ৬৩১ |
দেওরথ | ১৪৫ | ৭৬৪ | |||
ধরমণ্ডল | ২,৬১৬ | ১৪,৩৬১ | |||
০৩ | ৮৮৫ | সাইয়াউক | সাইয়াউক | ১৩৬ | ৮১১ |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরমণ্ডল ইউনিয়নের সাক্ষরতার হার ২৯%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- ধরমণ্ডল উচ্চ বিদ্যালয়[৪]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নাসিরনগর উপজেলা সদর থেকে ধরমণ্ডল ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক এবং ফান্দাউক-বাঘাসুরা-ছাতিয়াইন সড়ক। বাস বা সিএনজি চালিত অটোরিক্সা যোগে যাতায়াত করা যায়। তবে বর্ষাকালে প্রধান যোগাযোগ মাধ্যম হয় নৌকা।[৫]
খাল ও নদী
[সম্পাদনা]ধরমণ্ডল ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বলভদ্রা নদী।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]ধরমণ্ডল ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ধরমণ্ডল বাজার।[৭]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ধরমণ্ডল ইউনিয়নের ইতিহাস"। dharnondolup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "নাসিরনগরের ধরমণ্ডল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন"। amaderbrahmanbaria.org। আমাদের ব্রাহ্মণবাড়িয়া। ২৫ জুলাই ২০১৮। ১৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - ধরমণ্ডল ইউনিয়ন"। dharnondolup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ "খাল ও নদী - ধরমণ্ডল ইউনিয়ন"। dharnondolup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ "হাট-বাজারের তালিকা - ধরমণ্ডল ইউনিয়ন"। dharnondolup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।
- ↑ "জনপ্রতিনিধিদের তালিকা - ধরমণ্ডল ইউনিয়ন"। dharnondolup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।