আখাউড়া দক্ষিণ ইউনিয়ন
আখাউড়া দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫১′৩২″ উত্তর ৯১°১২′৪২″ পূর্ব / ২৩.৮৫৮৮৯° উত্তর ৯১.২১১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | আখাউড়া উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৫৮ |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জালাল উদ্দিন |
আয়তন | |
• মোট | ৬.৮৪ বর্গকিমি (২.৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৬৭০ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আখাউড়া দক্ষিণ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের কার্যালয় আখাউড়া উপজেলা'য় রাধানগর মৌজায় অবস্থিত। ৯টি ওয়ার্ডে বিভক্ত ১৬টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে।[১]
আয়তন
[সম্পাদনা]আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আয়তন ১,৬৯০ একর (৬.৮৪ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৬৭০ জন। এর মধ্যে পুরুষ ৫,১৩০ জন এবং মহিলা ৫,৫৪০ জন। মোট পরিবার ২,০৫৮টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫৬০ জন।[৩]
ইতিহাস
[সম্পাদনা]এটা একটা ইউনিয়ন বোর্ড ছিল। ১৯৫৮ সালে এই পরিষদের নির্বাচিত পরিষদ গঠিত হয়। এই পরিষদ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইটি উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ কমপ্লেক্স, খাদ্য গুদাম, তারাগন মাজার শরীফ, উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়াসহ একাধিক মন্দির, মসজিদ, সবচেয়ে বড় বাজার, শ্মশান, কবরস্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। ১২/১২/১৯৯৯ সালে এই ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে আখাউড়া পৌরসভা গঠন হয়।[৪]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আখাউড়া উপজেলার উত্তর-পূর্বাংশে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আখাউড়া উত্তর ইউনিয়ন ও আখাউড়া পৌরসভা, পশ্চিমে আখাউড়া পৌরসভা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন, দক্ষিণে মোগড়া ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৫]
- নূরপুর
- হীরাপুর
- বীরচন্দ্রপুর
- নূরপুর লামারবাড়ি
- দ্বিজয়পুর
- সাহেবনগর
- সাতপাড়া
- আনন্দপুর
- কালিকাপুর
- কালিনগর
- বঙ্গেরচর
- আব্দুল্লাহপুর
- বড়কুড়িপাইকা
- কেন্দুয়াই
- ছোটকুকড়িপাইকা
- রহিমপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৬]
ক্রমিক নং | নাম | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
১ | হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
২ | আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৬৪ |
৩ | নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৭২ |
৪ | শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কুড়িপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৭৪ |
৫ | হীরাপুর কুড়িপাইকা মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় | ১৯৯২ |
৬ | রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৯৬ |
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এই ইউনিয়নের যোগাযোগ অবকাঠামো পাকা, আধাপাকা ও কাঁচা রাস্তা দিয়ে গঠিত। আখাউড়া স্থল বন্দর (পুরাতন আগরতলা রোড) এই ইউনিয়নের প্রধান সড়ক। উপজেলা সদর হতে স্থল বন্দর পর্যন্ত এই রাস্তায় রিকশা, অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিকশায় যাতায়াত করা যায়।[৭]
হাট-বাজার
[সম্পাদনা]এই ইউনিয়নে গাজীরবাজার নামে একটি বাজার রয়েছে। বাজারটি আখাউড়া স্থল বন্দর যাওয়ার পথে গাজীর বাজার নামক স্থানে অবস্থিত। এখানে একটি বাস স্ট্যান্ড রয়েছে।[৮]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ জালাল উদ্দিন
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের জনপ্রতিনিধিদের তালিকা[৯](২০২১ পর্যন্ত হালনাগাদকৃত)-
ক্রমিক নং | চেয়ারম্যানের নাম | মেয়াদ | সময় |
১ | জনাব মোঃ নিজাম উদ্দিন আহমেদ | ১ | ১৯৫৮-১৯৬৪ |
২ | জনাব হাজী ছিদ্দিকুর রহমান | ১ | ১৯৬৫-১৯৬৯ |
পদ খালি | ১৯৭০ | ||
৩ | জনাব হাজী আবুল হাসেম ভূঁইয়া (গাবু ভূঁইয়া)
ভারপ্রাপ্ত |
১ | ১৯৭১-১৯৭২ |
৪ | জনাব মোঃ দুবরাজ মিয়া | ১ | ১৯৭৩-১৯৭৬ |
৫ | জনাব মোঃ আলী আজম চৌধুরী | ১ | ১৯৭৭-৫ মার্চ ১৯৮৪ |
৬ | জনাব মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া | ১ | ৬ মার্চ ১৯৮৪ - ২ ডিসেম্বর ১৯৮৮ |
৭ | ২ | ৩ ডিসেম্বর ১৯৮৮ - ৫ মার্চ ১৯৯২ | |
৮ | জনাব আনোয়ার আহমেদ | ১ | ৬ মার্চ ১৯৯২ - ৪ ফেব্রুয়ারি ১৯৯৮ |
৯ | জনাব মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া | ৩ | ৫ ফেব্রুয়ারি ১৯৯৮ - ১৯ সেপ্টেম্বর ২০০০ |
১০ | জনাব তাহের আহাম্মদ খান (ভারপ্রাপ্ত) | ১ | ২০ সেপ্টেম্বর ২০০০ - ০৪ নভেম্বর ২০০০ |
১১ | জনাব মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া | ৪ | ৫ নভেম্বর ২০০০ - ১৬ জানুয়ারি ২০০২ |
পদ খালি | ১৭ জানুয়ারি ২০০২ - ১৮ জুন ২০০২ | ||
১২ | জনাব মোঃ শাহ্ নেওয়াজ খান | ১ | ১৯ জুন ২০০২ - ০৯ মার্চ ২০০৩ |
১৩ | ২ | ০৯ মার্চ ২০০৩ - ২০১৬ | |
১৪ | জনাব মোহাম্মদ জালাল উদ্দিন | ১ | ২০১৬-২০২১ |
১৫ | ২ | ২০২১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। আখাউড়া (দঃ) ইউনিয়ন। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "এক নজরে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন"। আখাউড়া (দঃ) ইউনিয়ন। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - আখাউড়া দক্ষিণ ইউনিয়ন"। akhaurasup.brahmanbaria.gov.bd।
- ↑ "সরকারী প্রাথমিক বিদ্যালয়"। আখাউড়া (দঃ) ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা"। আখাউড়া (দঃ) ইউনিয়ন। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "হাট বাজার"। আখাউড়া (দঃ) ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"। আখাউড়া (দঃ) ইউনিয়ন। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |