তালশহর পশ্চিম ইউনিয়ন
তালশহর(পঃ ইউনিয়নের ইতিহাস[সম্পাদনা]
কয়েকশত বছর পূর্বে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়ীয়া জেলার পশ্চিমে মেঘনা নদীর পূর্ব তীরে আশুগঞ্জ উপজেলার মধ্যে অবস্থহিত একটি গ্রাম তালশহর নামে প্রতিষ্টিত হয় ।এই গ্রামে সর্ব প্রথম যাদের বসবাস তাদের নাম হচ্ছে-গারু,হাইস্সা,তিফরা,কাইস্তরা,সাউ,পাল এবং রৌদ্রপাল সহ আরো বিভিন্ন ধরনের লোক বসবাস করত । এর পর এই গ্রমে বিভিন্ন স্থান থেকে আসা মুসলমান সমাজের বসবাস শূরু হয় ।
উল্লেখ্য যে , এই গ্রামের সর্ব প্রথম প্রতিষ্ঠিত বাড়ী হচ্ছে- তালশহর পশ্চিম পাড়া চৌধুরী বাড়ি । ততকালীন সময়ে এই গ্রামের মান-মর্যাদা অনেক উচ্চ পর্যায়ে ছিল ।বর্তমানেও এই গ্রামটি সু-শিক্ষার দিক থেকে একটি আর্দশ গ্রাম হিসেবে প্রতিষ্ট বলে সকলের কাছে অতি পরিচিত ।
|নাম = তালশহর পশ্চিম
|অফিসিয়াল_নাম = ৪নং তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ
|ধরন = ইউনিয়ন
|চিত্র =
|চিত্রের_আকার =
|চিত্রের_বিবরণ =
|ডাকনাম =
|চিত্র_মানচিত্র =
|মানচিত্র = বাংলাদেশ
|মানচিত্রের_স্তরের_অবস্থান = right
|স্থানাঙ্ক =২৪°১.৫′ উত্তর ৯১°২′ পূর্ব / ২৪.০২৫০° উত্তর ৯১.০৩৩° পূর্ব
|স্থানাঙ্ক_পাদটীকা =
|বিভাগ = চট্টগ্রাম বিভাগ
|জেলা = ব্রাহ্মণবাড়িয়া জেলা
|উপজেলা = আশুগঞ্জ উপজেলা
|প্রতিষ্ঠার_শিরোনাম =
|প্রতিষ্ঠার_তারিখ =
|আসনের_ধরন =
|আসন =
|নেতার_দল =
|নেতার_শিরোনাম =
|নেতার_নাম =
|আয়তনের_পাদটীকা =
|মোট_আয়তন =
|আয়তন_টীকা =
|জনসংখ্যার_পাদটীকা =
|মোট_জনসংখ্যা =
|এই_অনুযায়ী_জনসংখ্যা =
|জনসংখ্যার_ক্রম =
|জনসংখ্যা_টীকা =
|সাক্ষরতার_হার =
|সাক্ষরতার_হার_পাদটীকা =৬৬%
|ডাক_কোড = ৩৪০১
তালশহর পশ্চিম ইউনিয়ন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলার একটি আদর্শ ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
তালশহর পশ্চিম ইউনিয়নের আয়তন ২,৮১৩ একর (১১.৩৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তালশহর পশ্চিম ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৩১১ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৫৪ জন এবং মহিলা ১১,৯৫৭ জন। মোট পরিবার ৪,১০৩টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,০৪৮ জন।[২]
ইতিহাস[সম্পাদনা]
তালশহর পশ্চিম ইউনিয়ন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন ৬নং তালশহর পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
আশুগঞ্জ উপজেলার পূর্বাংশে তালশহর পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দুর্গাপুর ইউনিয়ন, পশ্চিমে আশুগঞ্জ সদর ইউনিয়ন, দক্ষিণে আশুগঞ্জ সদর ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন এবং পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
তালশহর পশ্চিম ইউনিয়ন আশুগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আশুগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষার হার – ৬৫%। (২০১২ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |