তালশহর পশ্চিম ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°১′৩৯″ উত্তর ৯১°২′৪″ পূর্ব / ২৪.০২৭৫০° উত্তর ৯১.০৩৪৪৪° পূর্ব / 24.02750; 91.03444
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তালশহর পশ্চিম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।

তালশহর পশ্চিম
ইউনিয়ন
৪নং তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ
তালশহর পশ্চিম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
তালশহর পশ্চিম
তালশহর পশ্চিম
তালশহর পশ্চিম বাংলাদেশ-এ অবস্থিত
তালশহর পশ্চিম
তালশহর পশ্চিম
বাংলাদেশে তালশহর পশ্চিম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১′৩৯″ উত্তর ৯১°২′৪″ পূর্ব / ২৪.০২৭৫০° উত্তর ৯১.০৩৪৪৪° পূর্ব / 24.02750; 91.03444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআশুগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস[সম্পাদনা]

তালশহর পশ্চিম ইউনিয়ন মেঘনা নদীর তীরে অবস্থিত আশুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল। কাল পরিক্রমায় তালশহর পশ্চিম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

তালশহর পশ্চিম ইউনিয়নের আয়তন প্রায় ২০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ২৩৩১১ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)। তালশহর পশ্চিম ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা ৫টি। মৌজার সংখ্যাও ৫টি। ইউনিয়নের মোট হাট/বাজারের সংখ্যা ৩টি। জেলা সদর থেকে সিএনজি/রিক্সা মাধ্যমে সহজে যোগাযোগ করা যায়। ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৬৫% (২০১২ এর শিক্ষা জরিপ অনুযায়ী)। মোট সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি,উচ্চ বিদ্যালয় ৫টি এবং মাদ্রাসা ১টি।

কয়েকশত বছর পূর্বে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়ীয়া জেলার পশ্চিমে মেঘনা নদীর পূর্ব তীরে আশুগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত একটি গ্রাম তালশহর নামে প্রতিষ্ঠিত হয়। এই গ্রামে সর্বপ্রথম যাদের বসবাস তাদের নাম হচ্ছে- গারু,হাইস্থা,তিফরা,কাইস্তরা,সাউ,পাল এবং রৌদ্রপাল সহ আরো বিভিন্ন ধরনের লোক বসবাস করত। এর পর এই গ্রামে বিভিন্ন স্থান থেকে আসা মুসলমান সমাজের বসবাস শুরু হয়। উল্লেখ্য যে, এই গ্রামের সর্ব প্রথম প্রতিষ্ঠিত বাড়ী হচ্ছে- তালশহর পশ্চিম পাড়া চৌধুরী বাড়ি। তৎকালীন সময়ে এই গ্রামের মান-মর্যাদা অনেক উচ্চ পর্যায়ে ছিল।বর্তমানেও এই গ্রামটি সু-শিক্ষার দিক থেকে একটি আর্দশ গ্রাম হিসেবে প্রতিষ্ট বলে সকলের কাছে অতি পরিচিত।

আয়তন[সম্পাদনা]

তালশহর পশ্চিম ইউনিয়নের আয়তন ২,৮১৩ একর (১১.৩৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তালশহর পশ্চিম ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৩১১ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৫৪ জন এবং মহিলা ১১,৯৫৭ জন। মোট পরিবার ৪,১০৩টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,০৪৮ জন।[২]

ইতিহাস[সম্পাদনা]

তালশহর পশ্চিম ইউনিয়ন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন ৬নং তালশহর পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

আশুগঞ্জ উপজেলার পূর্বাংশে তালশহর পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দুর্গাপুর ইউনিয়ন, পশ্চিমে আশুগঞ্জ সদর ইউনিয়ন, দক্ষিণে আশুগঞ্জ সদর ইউনিয়নব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন এবং পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

তালশহর পশ্চিম ইউনিয়ন আশুগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আশুগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষার হার – ৬৫%। (২০১২ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]