কুটি ইউনিয়ন
কুটি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কুটি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৩.৭′ উত্তর ৯১°৫.৫′ পূর্ব / ২৩.৭২৮৩° উত্তর ৯১.০৯১৭° পূর্বস্থানাঙ্ক: ২৩°৪৩.৭′ উত্তর ৯১°৫.৫′ পূর্ব / ২৩.৭২৮৩° উত্তর ৯১.০৯১৭° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ ![]() |
কুটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৮ সালে কুটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[১]
আয়তন[সম্পাদনা]
কুটি ইউনিয়নের আয়তন ৫,০২২ একর (২০.৩২ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুটি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৯,৬৫১ জন। এর মধ্যে পুরুষ ১৯,১৫২ জন এবং মহিলা ২০,৪৯৯ জন। মোট পরিবার ৭,৬৩৭টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৯৫১ জন।[৩]
ইতিহাস[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কসবা উপজেলার পশ্চিমাংশে কুটি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পূর্বে কায়েমপুর ইউনিয়ন, পূর্বে কসবা পশ্চিম ইউনিয়ন, উত্তরে মেহারী ইউনিয়ন, পশ্চিমে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন এবং দক্ষিণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
কুটি ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুটি ইউনিয়নের সাক্ষরতার হার ৫১%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
খাল ও নদী[সম্পাদনা]
হাট-বাজার[সম্পাদনা]
কুটি বাজার হচ্ছে কুটি ইউনিয়নের সবচেয়ে বড়, প্রাচিন এবং জনপ্রিয় বাজার। কুটি, তারানগর, আতকাপাড়া, জাজিয়ারা এবং লেশিয়ারা ইত্যাদি গ্রামগুলোর মানুষজন এই বাজার থেকে তাদের প্রাত্যহিক বাজার সদাই করে থাকেন। তাছাড়া লেশিয়ারা বাজার এবং মাইজখার বাজারও জনপ্রিয়তার মধ্যে রয়েছে।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিশেষ অর্জন - কসবা উপজেলা"। kasba.brahmanbaria.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |