এ বি এম আবদুর রহিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ বি এম আবদুর রহিম
জন্ম২ জানুয়ারি ১৯৩৬
মৃত্যু৫ মে ১৯৭১ (বয়স ৩৫)
দাম্পত্য সঙ্গীঝর্ণা রহীম
সন্তান
  • এবিএম সোহেল রশিদ
  • মোহাম্মদ শাকিল রশিদ
  • মো.শ্যামুয়েল রশিদ
  • সায়কা জাবীন
  • মো. সার্জিল রশিদ
পিতা-মাতাআবদুর রশিদ (খুরশিদ মোল্লা), মোসাম্মৎ ফাতেমা বেগম

এ বি এম আবদুর রহিম (১৯৩৬-১৯৭১) বাংলাদেশী শহীদ বুদ্ধিজীবী।[১][২][৩][৪] পেশাগত জীবনে তিনি শ্রম আইন বিষয়ক পরামর্শক, পাকিস্তান লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও উজালা ম্যাচ ফ্যাক্টরি ব্যবস্থাপক ছিলেন। ১৯৭১ সালের ৫ই মে পাকিস্তানি বাহিনী কর্তৃক অপহৃত হন।[৫]

জন্ম ও পড়ালেখা[সম্পাদনা]

আবদুর রহিমের জন্ম ১৯৩৬ সালের ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে।

কর্মজীবন[সম্পাদনা]

এবি এম আবদুর রহিম তৎকালীন শ্রম আইন বিষয়ক পরামর্শক ছিলেন[৬] এবং পাকিস্তান লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ও উজালা ম্যাচ ফেক্টরি ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।[৭]

অবদান[সম্পাদনা]

আবদুর রহিম ঢাকায় শ্রমিকদের নিয়ে গোপনে বৈঠক করে মুক্তিযুদ্ধের জন্য তাঁদের সংগঠিত করতেন। প্রশিক্ষণের জন্য গোপনে ভারতে পাঠানোর কাজ করতেন। নিজেও প্রস্তুতি নিচ্ছিলেন ভারতে যাওয়ার। তার আগেই ৫ মে পাকিস্তানি সেনারা তাকে তাঁর কর্মস্থল (উজালা ম্যাচ ফ্যাক্টরি) থেকে তুলে নিয়ে যায়।[৬]

নিখোঁজ[সম্পাদনা]

এবিএম আবদুর রহিম প্রশিক্ষণের জন্য গোপনে ভারতে লোক পাঠানোর কাজ করতেন। তিনি নিজেও প্রস্তুতি নিচ্ছিলেন ভারতে যাওয়ার। তার পূর্বেই ৫ মে পাকিস্তানি সেনারা তাঁকে তাঁর কর্মস্থল (উজালা ম্যাচ ফ্যাক্টরি) থেকে তুলে নিয়ে যায়, এরপর হতে তিনি নিখোজ।[৬]

সম্মাননা[সম্পাদনা]

  • ১৯৯৭ সালে বাংলাদেশ ডাক বিভাগ তার ছবি ও নাম সম্মলিত ডাক টিকেট উম্মোচন করে।[৮]
  • ২৫ মার্চ ২০২১ মুক্তিযোদ্ধা মন্ত্রানালয় ও বাংলাদেশ সরকার ২০৯ বুদ্ধীজীবির নাম প্রকাশ পায় এতে তার নাম প্রকাশিত হয়।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১২২২ শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা নীতিগত অনুমোদন"দ্য ডেইলি স্টার। ২০২০-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৫ 
  2. "শহীদ বুদ্ধিজীবীর পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু করেছে সরকার"বিবিসি নিউজ 
  3. "এ বি এম আবদুর রহিম"দৈনিক প্রথম আলো 
  4. "১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) 
  5. "শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ৫০ বছরেও মেলেনি ভাতা"। খোলা কাগজ। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "এ বি এম আবদুর রহিম"দৈনিক প্রথম আলো  
  7. "প্রখ্যাত ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া জেলা"। ইউনিউন পরিষদ। ২৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "1997 (34 Commemoratives)" (ইংরেজি ভাষায়)। www.rhcourtney-collector.com। ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. "স্বীকৃতি মিলছে ২০৯ শহীদ বুদ্ধিজীবীর"দৈনিক সমকাল