দড়িকান্দি ইউনিয়ন
দড়িকান্দি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দড়িকান্দি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′১৬″ উত্তর ৯০°৫২′১৩″ পূর্ব / ২৩.৭৮৭৭৮° উত্তর ৯০.৮৭০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | বাঞ্ছারামপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪২০ |
দড়িকান্দি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]দড়িকান্দি ইউনিয়নের আয়তন ১,৯৬৮ একর (৭.৯৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দড়িকান্দি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৪,২৭২ জন। এর মধ্যে পুরুষ ৬,৫৫৯ জন এবং মহিলা ৭,৭১৩ জন। মোট পরিবার ৩,০৫৩টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৭৯২ জন।[২]
ইতিহাস
[সম্পাদনা]দড়িকান্দি ইউনিয়ন পূর্বে ছয়ফুল্লাকান্দি পূর্ব ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঞ্ছারামপুর উপজেলার পূর্বাংশে দড়িকান্দি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে তেজখালী ইউনিয়ন, পশ্চিমে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন, দক্ষিণে ফরদাবাদ ইউনিয়ন এবং পূর্বে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]দড়িকান্দি ইউনিয়ন বাঞ্ছারামপুর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৮নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৬ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দড়িকান্দি ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়ঃ
খাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
খাল্লা উত্তর-পশ্চিম পাড়া সরকারি বিদ্যালয়
বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দরিকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
দরিকান্দি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়ঃ
খাল্লা উচ্চ বিদ্যালয়
দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ
দরিকান্দি তাজুল ইসলাম আদর্শ কলেজ
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খাল ও নদী
[সম্পাদনা]দরিকান্দি ইউনিয়নের উত্তরে প্রবাহিত পুরনো তিতাস নদী।
খালঃ মরা খাল ও মরডাঙ্গী খাল
পুরনো তিতাস নদীর কৃষ্ণনগর মুখ থেকে দরিকান্দি ভোরের বাজার হয়ে খাল্লা গ্রামের দক্ষিণ পাশ্ব ঘেঁষে বাহাদুরপুর ডেপার বিল পর্যন্ত এবং ভোরের বাজার হতে পূর্ব দিকে ইমামনগর দিয়ে গিয়ে বিশারার কাছে মিলিত হয় দরিকান্দির একমাত্র খাল। যা লোকমুখে "মরা খাল" নামে বর্তমানে পরিচিত, এবং খাল্লা সাব বাড়ি হতে ভেলানগর বিল পর্যন্ত একটা খাল ছিল যেটি "মরডাঙ্গী" নামে পরিচিত। কৃষি কাজের প্রয়োজনে এই খাল দুটি খনন করেছিলেন খাল্লা গ্রামের কৃতি সন্তান আঃ বারী মাষ্টার।
হাট-বাজার
[সম্পাদনা]দড়িকান্দি ইউনিয়নে ভোরের বাজার, আনন্দ বাজার ও তিতাস বাজার নামে তিনটি বাজার রয়েছে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]১.খাল্লা হিজল তলা, ২. খাল্লা উত্তর-পশ্চিম পাড়া ৩.দরিকান্দি শান্তিনগর রোড, ৪.গকুলনগর আশুলিয়া রোড, ৫.দরিকান্দি মৌলভী বাড়ি
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া –– পুরাতাত্ত্বিক এবং গবেষক।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]মির্জা মোঃ শফিকুল ইসলাম স্বপন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |