দরিয়াদৌলত ইউনিয়ন
দরিয়াদৌলত | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দরিয়াদৌলত ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′৫৭″ উত্তর ৯০°৪৭′৫২″ পূর্ব / ২৩.৭৯৯১৭° উত্তর ৯০.৭৯৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | বাঞ্ছারামপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
দরিয়াদৌলত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]দরিয়াদৌলত ইউনিয়নের আয়তন ৪,৯৫৯ একর (২০.০৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দরিয়াদৌলত ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ১১,৭৫০ জন এবং মহিলা ১৩,৬৩৪ জন। মোট পরিবার ৫,২৯০টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,২৬৫ জন।[২]
== ইতিহাস ==বাঞ্ছারামপুরের মধ্যে এটি একটি পুরাতন ইউনিয়ন তার নাম দেয়া হয়েছে দরিয়াদৌলত ইউনিয়ন
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঞ্ছারামপুর উপজেলার উত্তরাংশে দরিয়াদৌলত ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে সোনারামপুর ইউনিয়ন ও বাঞ্ছারামপুর পৌরসভা, দক্ষিণে ছলিমাবাদ ইউনিয়ন, পূর্বে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ও পাহাড়িয়াকান্দি ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী ও নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]দরিয়াদৌলত ইউনিয়ন বাঞ্ছারামপুর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৮নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৬ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দরিয়াদৌলত ইউনিয়নের সাক্ষরতার হার ১০০%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]★মাধ্যমিক বিদ্যালয় :
১। দড়িয়াদৌলত আব্দুল গণি উচ্চ বিদ্যালয় ২। দড়িয়াদৌলত ফিরোজা বেগম আইডিয়াল স্কুল ৩। মরিচাকান্দি দেলোয়ার তমিজুন্নেছা একাডেমী ৪। মরিচাকান্দি প্রভাতী কিন্ডারগার্ডেন
★সরকারি প্রাথমিক বিদ্যালয় :
মোট ১৪ টি
★কিন্ডারগার্ডেন :
মোট ৫ টি
★মাদ্রাসা :
মোট ১৫ টির অধিক
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]== খাল ও নদী ==ঢুলভাঙ্গা নদী সাথে মেঘনা নদী আর তিতাস নদী
আর বাঞ্ছারামপুর থেকে মরিচাকান্দি পর্যন্ত একটি সুন্দর রাস্তা রয়েছে মাঝমাঝি দরিয়াদৌলত কদমতুলী গ্ৰাম .
হাট-বাজার
[সম্পাদনা]১।দরিয়াদৌলত বাজার ২।কালাইনগর বাজার ৩।কদমতুলি বাজার ৪।মরিচাকান্দি বাজার
আদর্শ গ্রাম হিসেবে বলা যায় দরিয়াদৌলত গ্ৰামকে এটি বাঞ্ছারামপুর মধ্যে একটি পুরাতন ইউনিয়ন এখানকার মানুষ অনেক ভালো হয়ে থাকে এখানে একটি স্কুল রয়েছে যেটিকে বলা হয় আব্দুল গনি উচ্চ বিদ্যালয় একটি পুরাতন উচ্চ বিদ্যালয়
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |