পাহাড়পুর ইউনিয়ন, বিজয়নগর

স্থানাঙ্ক: ২৩°৫৭′২১″ উত্তর ৯১°১৫′৪৬″ পূর্ব / ২৩.৯৫৫৮৩° উত্তর ৯১.২৬২৭৮° পূর্ব / 23.95583; 91.26278
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাহাড়পুর
ইউনিয়ন
১০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ
পাহাড়পুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পাহাড়পুর
পাহাড়পুর
পাহাড়পুর বাংলাদেশ-এ অবস্থিত
পাহাড়পুর
পাহাড়পুর
বাংলাদেশে পাহাড়পুর ইউনিয়ন, বিজয়নগরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৭′২১″ উত্তর ৯১°১৫′৪৬″ পূর্ব / ২৩.৯৫৫৮৩° উত্তর ৯১.২৬২৭৮° পূর্ব / 23.95583; 91.26278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাবিজয়নগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পাহাড়পুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

পাহাড়পুর ইউনিয়নের আয়তন ৮,১৬৮ একর (৩৩.০৫ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাহাড়পুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ১৭,১২৭ জন এবং মহিলা ১৮,৫৬৬ জন। মোট পরিবার ৬,৯৮৫টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৮০ জন।[২]

ইতিহাস[সম্পাদনা]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

বিজয়নগর উপজেলার পূর্বাংশে পাহাড়পুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে বিষ্ণুপুর ইউনিয়ন; পশ্চিমে বিষ্ণুপুর ইউনিয়ন, চম্পকনগর ইউনিয়নইছাপুরা ইউনিয়ন; উত্তরে হরষপুর ইউনিয়ন এবং পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

পাহাড়পুর ইউনিয়ন বিজয়নগর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিজয়নগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাহাড়পুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮%।[১]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়
  • মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়
  • চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • খাটিংগা বালিকা বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ও সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস(৭১৮) এই ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বাসে করে চান্দুরা বাসস্ট্যান্ড হয়ে তারপর সিএনজিতে করে এই ইউনিয়নের আউলিয়া বাজার আসা যায়।

== খাল ও নদী পার্শবর্তি দেশ ভারতের ত্রিপুরা থেকে আগত লৌহর নদী এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিতাস নদীতে মিলিত হয়।

হাট-বাজার[সম্পাদনা]

এই ইউনিয়নের হাটবাজারগুলো হলো আউলিয়া বাজার,তোফায়েলনগর বাজার ইত্যাদি।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

দানবীর করম উদ্দিন সাহেবের বাড়ি পাহাড়পুর ইউনিয়ন এর কামালমুড়া গ্রামে।তিনি মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়,মুকুন্দপুর শাহী ঈদগাহ, মুকুন্দপুর স্টেশন বাজারের প্রতিষ্টাতা।

== জনপ্রতিনিধি == বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]