বারাসাত স্টেডিয়াম
অবস্থান | বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, বৃহত্তর কলকাতা |
---|---|
স্থানাঙ্ক | ২২°৪৩′০৩.৬৮৭″ উত্তর ৮৮°২৮′৪৩.১২″ পূর্ব / ২২.৭১৭৬৯০৮৩° উত্তর ৮৮.৪৭৮৬৪৪৪° পূর্ব |
মালিক | ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন |
ধারণক্ষমতা | ২২,০০০ |
আয়তন | ১০৫ x ৬৮ মিটার |
উপরিভাগ | অ্যাস্ট্রো-টার্ফ[১] |
চালু | ১৯৯০ |
ভাড়াটে | |
মোহনবাগান এসি ইস্ট বেঙ্গল মোহামেডান এসসি |
বারাসাত জেলা ক্রীড়া স্টেডিয়াম বা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত শহরে অবস্থিত একটি ফুটবল মাঠ। এটি মূলত সিএফএল এবং আই-লিগ ম্যাচের জন্য ব্যবহৃত হয়। এছাড়া এটি বিভিন্ন জেলা পর্যায়, রাজ্য পর্যায় ও প্রায়ই জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের জন্য ব্যবহৃত হয়। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২২,০০০ জন। স্টেডিয়ামটিতে চারটি ফ্লাডলাইট টাওয়ার এবং বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও পোশাক পরিবর্তনের কক্ষ রয়েছে।[২] স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠ ফিফা থেকে দুই তারকা রেটিং অর্জন করেছে।[৩]
২০১৪-১৫ মৌসুম থেকে স্টেডিয়ামটি আই লিগ ও সিএফএল-এ মোহনবাগান এসি ও ইস্টবেঙ্গলের ঘরোয়া ম্যাচ আয়োজন করে। ২০১৭ সালের যুব ফুটবল বিশ্বকাপের প্রস্ততি ম্যাচের মাঠ হিসাবে স্টেডিয়ামটি ব্যবহৃত হয়।
২০২০ সালে কোভিড-১৯ বা করোনা রোগে আক্রান্ত রুগীদের সেফ হোম প্রকল্পের অধীনে রাজ্য সরকার থেকে বারাসাত স্টেডিয়ামে রাখার ব্যবস্থা করা হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "SPO Bengal's Barasat stadium gets two star grading from FIFA"। chennaionline.com। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Vidyasagar Krirangan likely to host I-League matches next season"। indiansoccerlive.com। ২৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৩।
- ↑ "Barasat Turf granted Two-star grading"। the-aiff.com। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৩।
- ↑ "উত্তর ২৪ পরগনা: বারাসত স্টেডিয়ামে এবার সেফ হোম"। eisamay.indiatimes.com। এই সময়। ২১ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।