নরেন্দ্রনাথ ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরেন্দ্রনাথ ঘোষ
জন্ম১৯০১ সাল
মৃত্যু৫ জুলাই ১৯৮১
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,
দাম্পত্য সঙ্গীজলদবরণ ঘোষ
পিতা-মাতা
  • মহেশচন্দ্র ঘোষ (পিতা)
  • সরস্বতী দেবী (মাতা)

নরেন্দ্রনাথ ঘোষ,ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

প্রাথমিক জীবন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ[সম্পাদনা]

নরেন্দ্রনাথ ঘোষের জন্ম ১৯০১ সালে এবং তার বাড়ি খানাকুল থানা এলাকার দুয়াদান্দ গ্রামে। হুগলি জেলা ও আরামবাগ মহকুমার মধ্যে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তাঁর উল্লেখযোগ্য স্থান রয়েছে। তাঁর পিতার নাম মহেশচন্দ্র ঘোষ এবং মাতার নাম সরস্বতী দেবী। নরেন্দ্রনাথ ঘোষ প্রফুল্লচন্দ্র সেনের অন্যতম প্রাথমিক সহযোগী এবং বিশ্বাসী ছিলেন। প্রফুল্লচন্দ্র সেনের নির্দেশনা ও নির্দেশে নরেন্দ্রনাথ ঘোষ তাঁর সহযোদ্ধা প্রাণকৃষ্ণ মিত্র, কালীপদ ঘোষ প্রমুখকে নিয়ে দুয়াদণ্ড চরখা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেন।এই কেন্দ্রটি আরামবাগ মহকুমার মধ্যে বিদেশী পণ্য বয়কটের আন্দোলনকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৩৩ সালের আইন অমান্য আন্দোলন শুরু হলে তাঁর অবিচল অঙ্গীকার তাঁকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে হুগলি জেলে কারারুদ্ধ হতে হয়। যাইহোক, তিন মাস কারাবাসের পরে, তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল।[১][২]

সমাজসেবামূলক কাজ[সম্পাদনা]

১৯৩৫ সালের বিপর্যয়কর দামোদর বন্যার সময়, তিনি ত্রাণ প্রচেষ্টায় অবদান রেখে বেঙ্গল ডিসট্রেস রিলিফ সোসাইটির স্বেচ্ছাসেবক হিসাবে সক্রিয়ভাবে অংশ নিয়ে তাঁর নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি বিভিন্ন সরকারবিরোধী কার্যকলাপে দৃঢ়ভাবে জড়িত ছিলেন। এই উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধতার ফলস্বরূপ তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং পরবর্তীকালে দ্বিতীয়বার হুগলি কারাগারে কারাবরণ করেন।[১] ১৯৭২ সালে, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ, ভারত সরকার ভারতের স্বাধীনতার পঁচিশতম বার্ষিকী উপলক্ষে তাঁকে একটি তাম্রশাসন প্রদান করে। ১৯৮১ সালের ৫ জুলাই নরেন্দ্রনাথ ঘোষের মৃত্যু হয়।

আরও দেখুন[সম্পাদনা]

প্রফুল্লচন্দ্র সেন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "সংসদ" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৫।